জঙ্গলে জলের ওভাবে প্রচন্ড গরমে দিশেহারা হাতির দল জঙ্গল থেকে চলে আসছে গ্রামে একটু জলের খোঁজে।

Bangla circle news

জঙ্গলে জলের ওভাবে প্রচন্ড গরমে দিশেহারা হাতির দল জঙ্গল থেকে চলে আসছে গ্রামে

নিজস্ব প্রতিবেদন:-
প্রচণ্ড গরমের ফলে জঙ্গলে থাকতে পারছে না হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীরাও। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে জলের অভাব, জঙ্গলের ভিতরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। তাই প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীরা খাবারের সন্ধানের পাশাপাশি তেষ্টা নিবারণের জন্য জঙ্গল ছেড়ে লোকালয় চলে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। শনিবার প্রকাশ্য দিবালয়ে হাতির দল লোকালয়ে ঢুকে কোথাও পুকুরের ধারে, কোথাও জলাশয়ে, কোথাও বা খালের ধারে গিয়ে জলের সন্ধান করছে।যেভাবে হাতির দল দিনের বেলা বাড়ির উঠানে ঘোরাফেরা করছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকা জুড়ে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, জামবনি, ঝাড়গ্রাম, বিনপুর, লালগড়, বেলপাহাড়ি থানা এলাকায় থাকা বিভিন্ন জঙ্গলে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। কোথাও আবার দলছুট হাতি লোকালয়ে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। মাঠে গিয়ে হাতির দল ধান চাষের জমিতে গিয়ে ব্যাপক ক্ষতি করছে। সেইসঙ্গে সবজি চাষেরও জমিতে গিয়ে তান্ডব চালাচ্ছে। যার ফলে মাঠে থাকা বোরো ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও কয়েকদিন এভাবেই তাপমাত্রা থাকবে শুধু নয়, আরো তাপমাত্রা বাড়বে, লু বইতে পারে। তাই জঙ্গল ঘন না থাকায় হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে এসেছে জলের তেষ্টা মেটানোর জন্য। হাতির দল লোকালে চলে আসায় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *