শাসকদলের নেতাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ বিকালে পদযাত্রা ও জনসভা বাঁকুড়ার ওন্দাতে।*
নিজস্ব প্রতিনিধি:-
অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা শোভা করলেন বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ বিকালে হাজার হাজার বললে ভুল হবে তারও বেশি সংখ্যক কটকটে রোদ কে উপেক্ষা করে পদযাত্রায় শামিল হলে বহু মানুষ। জনসভা ও পদযাত্রায় কোনো সরকারি বাস ছিল না ছিলনা লক্ষ লক্ষ টাকার সরকারি কোষাগার থেকে খরচা করে বাইরে থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসে এলাকায় এলাকায় লোককে চাপিয়ে জনসভায় নিয়ে আসর কোন পরিকল্পনা লক্ষ্য করা যায়নি। তবুও প্রচুর মানুষ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ কে উপেক্ষা করে ৪৩ ডিগ্রি তাপমাত্রাতেও শুভেন্দু অধিকারীর জনসভায় বক্তব্য শোনার জন্য হাজির হয়েছিলেন। একের পর এক শাসক দলের নেতা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তো দাগেন,বাঁকুড়ার বালি থেকে মাটি কয়লা থেকে পাথর সবেতেই শাসকদলের হাতে বিক্রি হয়ে যাচ্ছে বাঁকুড়ার ধন সম্পদ,সেই নিয়ে একাধিক ভাষায় তোক দাগেন। শুধু তাই নয় রাজ্যের পুলিশ যে একেবারেই দলদাসের পরিণত হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন,তিনি বলেন বাঁকুড়ায় বারোটি বিধায়ক এর মধ্যে আটটিতেই বিজেপির বিধায়ক সেখানে এলাকার উন্নয়নে কোনদিন প্রশাসনিকভাবে এমএলএদের ডাকেন না উন্নয়ন নিয়ে একটি কোথাও বলেন না শুধু তাই নয় স্কুল কলেজের কমিটির নেতা-নেত্রীরা তো বসে আছেন শাসক দল তৃণমূলের কেডারেরা, স্কুলের উন্নয়নে জন্য তারা কি ভাবেন? ভাবেন না। তৃণমূলের শুধু কাজ তোলা তুলা আর কাঠ মানির ভাগ নবান্নে পৌঁছে দেয়া। সামনেই পঞ্চায়েত ভোট সেই ভোট নিয়ে তিনি দলের কর্মীদের সোজাগ সতর্ক ও একজোট হয়ে কাজ করার নিদান দিয়ে যান। আগামী পঞ্চায়েত নির্বাচন শাসকদল তৃণমূলকে একটি ভোটও নয় এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রতি বার্তা দিয়ে গেলেন।
Leave a Reply