প্রাচীন রীতি মেনে সেঁদরা উৎসবে মাতলো হজার হাজার আদিবাসী সমাজের মানুষজন,

Bangla circle news

প্রাচীন রীতি মেনে সেঁদরা উৎসবে মাতলো হজার হাজার আদিবাসী সমাজের মানুষজন,
আজ সকাল থেকেই বাঁকুড়া জয়পুর জঙ্গল তেমনি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
সকাল থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ গারিয় করে সেঁদরা উৎসবে হাজির হয়েছে। জয়পুর জঙ্গলে, জয়পুর জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটি বিভিন্ন জায়গায় গাছের তলায় বনভোজনের আয়োজনের ছবি ধরা পরল।

এই দিনটিতে সাঁওতাল সমাজের মানুষজন একটি নির্দিষ্ট জায়গাতে পূজাঅর্চনা শেষ করে –
দল বেঁধে – সেঁদরা করতে যাচ্ছেন আদিবাসীরা । হাতে তির, ধনুক, লাঠি, বল্লম সহ ধারালো অস্ত্র নিয়ে চলছে বনশুয়ার শিকার,,,,

জয়পুর জঙ্গল থেকে শিকারের পাশাপাশি দলবেঁধে চলে কয়েকশো মানুষের রান্নাবান্না, ও খাওয়া-দাওয়া। আর এই ভাবেই তাঁদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন । তবে বিশেষ সূত্রে খবর কড়া পদক্ষেপ নিয়েছেন বনদপ্তর, কোন রকমের জঙ্গলের ছবি বাইরে যাতে না যায় ওরা নজর রাখছেন আধিকারিকেরা খবর করতে গেলে এক আধিকারিক সাংবাদিকদের ছবি পর্যন্ত তুলে রাখেন।
তবে প্রশ্ন উঠছে এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সিদরা উৎসবে মতেছেন বছরে একটা দিন কেন ছবি করা যাবে না কিসের এত ভয়? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *