হাওড়া ও কলকাতার বাস রুটের ইতিহাস সন্ধানে অনিকেত ব্যানার্জী
অভিজিৎ হাজরা, হাওড়া :-
সবাইকে লুকিয়ে এক দূর্দান্ত কাজ করছেন হাওড়া শিবপুরের বাসিন্দা অনিকেত ব্যানার্জী।এক রকম গবেষণাই ! তিনি যে কাজটি করছেন সেই সব বিষয় নিয়ে মাঝে মধ্যেই টুকটাক লেখালেখি ও করেন। তবে তার গবেষণার বিষয় হল বায়োটেকনোলজি। বর্তমানে অনিকেত ব্যানার্জী থাকেন গুয়াহাটিতে। তিনি বায়োটেকনোলজি নিয়ে পি, এইচ,ডি করেছেন।আই আই টি গুয়াহাটিতে মনোযোগ সহকারে গবেষণাপত্র লিখছেন। গুয়াহাটিতে থাকলেও অনিকেতের মন পড়ে আছে হাওড়া -কলকাতায়। তিনি লুকিয়ে যে গবেষণার কাজটি করছেন সেটি হল হাওড়া ও কলকাতার প্রাচীন বাস রুটের সন্ধান করা।আর এই বিষয়ে সন্ধান করতে গিয়ে ১০০ বছরের বাস রুটের সন্ধান যেমন পেয়েছেন তেমনই ৭০ থেকে ৮০ বছরের পুরনো বাস রুটের ইতিহাস পেয়েছেন।
এই বিষয়ে তিনি যতই জানছেন ততই জানার আগ্ৰহ বাড়ছে।বিস্ময় ও বাড়ছে।আগ্ৰহ ও বিস্ময় বাড়তে বাড়তে তিনি তৈরি করে ফেলেছেন বাসের উইকিপিডিয়া।থুড়ি, তিনি তৈরি করে ফেলেছেন
বাস – ও – পিডিয়া। এ থেকেই জানা যাবে আমাদের পূর্বসূরিদের বাস চলাচলের ইতিহাস।
অনিকেত ব্যানার্জী জানালেন, এই বছরই রামরাজাতলা থেকে ধর্মতলা রুটের ৫২ নম্বর বেসরকারি বাসটি ১০০ বছরে পড়েছে।এর আগে আব্দুল সোভান নামে এক ব্যক্তি ১৯১৮ সালে দু ‘ টি বাস কিনে একটি শিয়ালদহ থেকে বেলেঘাটা এবং অন্যটি খিদিরপুর থেকে মেটিয়াবরুজ রুটে বেসরকারি ভাবে চালাতেন।১৯৩১ সালে চালু হয় ৫১ নম্বর রুটের বাস।১৯২৮ সালে শ্রীরামপুর থেকে বাগবাজার রুটের ৩ নম্বর বাসটি চালু হয়।১৯২৬ সালে কালিঘাট থেকে শ্যামবাজার রুটের ২ নম্বর লেখা ডবল ডেকার বাসটি চলতে শুরু করে।
কলকাতার ইতিহাস জড়িয়ে আছে বাসের সঙ্গে।এর কারণ হাওড়ার বয়স কলকাতার বয়সের থেকেও বেশি। হাওড়ার বয়স ৫০০ বছরের ও বেশি।১০০ বছর আগে কলকাতার শহরের সমস্ত ঐতিহাসিক জায়গা দিয়ে ৫২ নম্বর রুটের বাসটি চলাচল করত।অবশ্য তখন এতটা ভিড় হত না। কলকাতায় ট্রাম চলাচল শুরু হয় ১৯০০ সালে।৭৫ বছর বয়স হল কলকাতার ইতিহাসের সি , এস , টি , সি বাসের।৬০ বছর বয়স হল সি, টি, সি বাসের।এই সব ইতিহাস জানা গেল এই বছরেই।
ভুবনেশ্বরের আই, আই, টি থেকে এম টেক করেছেন অনিকেত ব্যানার্জী । উচ্চতর গবেষণার জন্য তিনি বিদেশে যেতে চাইছেন। তিনি ইতিমধ্যেই সদস্য পদ পেয়েছেন লন্ডনের ‘ রয়্যাল সোসাইটি অফ বায়োলজি ‘ -র।
তা সত্ত্বে ও অনিকেত ব্যানার্জীর মন পড়ে আছে বাসের ধোঁয়া,হর্ণ,কন্ডাক্টরের হাঁক, যাত্রীদের ওঠা – নামা উপরে। প্রবহমান গঙ্গার মতোই বাস ও যেন এপ্রান্ত থেকে ওপ্রান্ত বয়ে চলেছে এই জনপদে।
এপারের সব ভিড় নিয়ে ওপারে জানিয়ে দেওয়ার সেই ছবির ইতিহাস সংগ্ৰহ করে চলেছেন অনিকেত ব্যানার্জী ।
#

Leave a Reply