মড়ল দের মাতব্বরি তে অতিষ্ট ১৬ জন সদস্যের দুটি পরিবার, গ্রাম থেকে এক ঘরে করে দিল ষোল আনা এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোর কোলা গ্রামে।
নিজস্ব প্রতিনিধি:-
এই ডিজিটাল যুগে মুর্খদের কি পাড়ার মড়ল করা উচিত। বয়কট বলে কোনো আইন আছে বলে মনে হয় নি। এই যুগে এটা কি করে হতে পারে। হয় প্রশাসন জানে নি। নাহলে জানার পরেও না জানার ভান করে কাউকে খুশী করছেন। তাহলে কি বাবা এমবাডকর যে ভারতীয় সংবিধান তৈরী করলেন তার কোনো মুল্য নাই। একটা বাড়ীতে ছোটো ছোটো শিশু আছে বৃদ্ধ মা বাবা তাদের নিয়ে বয়কট জীবন যাপন করে চলেছে কোতল পুর থানার গোপীনাথ পুর অঞ্চলের অন্তর্গত চোরকলা গ্রামের দুটি পরিবার ।ঐ পরিবারের ফিরোজ আলি খান তার দুঃখ বেদনা প্রশাসন কে অবগত করার চেষ্টা করলেন। ভাবুন তো রাস্তা বয়কট, ধর্মের কাজ বয়কট, ঘরের আধুরা কাজ বয়কট, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। ঐ মানুষ গুলো বাংলায় বসবাস করছে না আফগানিস্তানে। প্রশাসনের ইমিডিয়েট ব্যাবস্থা নেওয়া উচিত। যদি ঐ পরিবারের কিছু হয়ে যায় এর জন্য দায়ী কে হবে?
Leave a Reply