বাঁকুড়ার সোনামুখী গোষ্ঠীর মহিলাদের হাতে হেনস্থার শিকার বিডিও
রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
কয়েক কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে বাঁকুড়ার সোনামুখী-বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা।
শুক্রবার সকাল থেকে সোনামুখী-বিষ্ণুপুর রাজ্য সড়কের উপর কৃষ্ণবাটিতে তাঁরা অবরোধ করেন। দিনের শুরুতেই এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।
অবরোধকারীদের তরফে জানানো হয়েছে, সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায ১৯২ টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলির মধ্যে ৯১ টি গোষ্ঠীর প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ ওঠে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজার, সংঘের কোষাধ্যক্ষ ও দুই সি.এস.পির বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বিক্ষোভ দেখায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। অবশেষে এদিন তাঁরা পথ অবরোধে সামিল হলেন।
বিক্ষোভকারীদের দাবি, যারা এই টাকা আত্মসাৎ করেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সমস্ত টাকা ফেরতের দাবিও তারা জানিয়েছেন।
খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছেছে সোনামুখী থানার পুলিশ। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে।
অবরোধ স্থলে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের বিক্ষোভের মুখে পড়লেন সোনামুখীর আই.সি সূর্যদীপ্ত ভট্টাচার্য্য ও বিডিও দেবলীনা সর্দার। এমনকি বিডিও বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হন কেউ তাঁর ওড়না টেনে নেওয়ার চেষ্টা করেন, এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিডিও দেবলীনা সর্দার এক প্রকার দৌড়ে গিয়েই ঐ এলাকার একটি দোকানে গিয়ে সাময়িক আশ্রয় নেন।
পরে বিডিও দেবলীনা সর্দার বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন।
Leave a Reply