ফের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের উপর।

Bangla circle news

ফের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের উপর

নিজস্ব প্রতিবেদক:-

শনিবার ভোরে এই বিস্ফোরণটি ঘটেছে বলেই জানতে পারা যায়। বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী কিয়েভ । কমপক্ষে পাঁচ ৫ জন নিহত হয়েছেন সূত্রের খবর। তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি পশ্চিমের দেশগুলি থেকে বেশ কিছু অস্ত্রসাহায্য এসে পৌঁছেছে ইউক্রেনে। তার পর থেকেই শুরু হয়েছে হামলার গতিবৃদ্ধি মস্কোর। মধ্য ইউক্রেনের উমান শহরে একটি আবাসনে এসে পড়ে ক্ষেপণাস্ত্র,সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাড়িটিতে। তিন জন হামলায় প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন অন্তত ৮ জন। এমনকি নিপ্রো শহরেও একটি বাড়িতে এসে পড়েছে ক্ষেপণাস্ত্র। যার ফলে একটি শিশু ও এক তরুণী মারা গিয়েছেন।

শহরের মেয়র বরিস ফিলাটোভ জানিয়েছেন, তিন জন গুরুতর জখম। বিস্ফোরণে রাজধানীর একাধিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ‘শত্রুরা’। কিভ অঞ্চলেই ইউক্রেইনকা শহরে দু’জন জখম হয়েছেন। ১৪ মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। স্বাভাবিক ভাবে ইউক্রেনীয় বাহিনীও জান লড়িয়ে দিচ্ছে, কোনওভাবে বাখমুট তারা হাতছাড়া হতে দেবে না। তবে এদিন অন্ততপক্ষে ২১টি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *