বাবা আঁধারকুলি ধর্মরাজের নবম বিবাহ বার্ষিকী ও মায়ের মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাঁকুড়া জয়পুর রাজষোল গ্রামে।
গত বছর বাবা আধার খুলি ধর্ম মহারাজের গাজন উপলক্ষে জয়পুর ব্লকের সলদা গ্রামে মুক্ত মায়ের সাথে বিবাহ হয় সেই বিবাহ আজ এক বছর পূর্ত হোলো, এক বছর পূর্তি উপলক্ষে বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে মাতলেন এলাকার মানুষ।
আমরা টিভিতে বা সিরিয়ালে দেখেছি দেবাদি দিয়ে মহাদেবের বিবাহ বাস্তবে আমরা কোনদিনই দেখিনি আর দেখা সম্ভব না কিন্তু সেই অসম্ভবকে অসম্ভব করে কত বছর বিবাহ হয়েছিল বাবা আঁধার কুলি ধর্মরাজের। বাবার বিয়ে ছেলেরা দেখেননি এই গ্রামে বাবার বিয়ে দিয়েছিলেন ছেলেরা, তাও আবার জমজমাটি অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠান মাতা মুক্ত মায়ের সাথে অর্থাৎ এখানে কোন জ্যান্ত রক্তে মাংসে গড়া মানুষ নয়। একেবারেই মুক্ত চাল সেই মুক্ত চালের সাথে বিবাহ দেন, গ্রামের মানুষ তাও আবার দেখাশোনা করে। তাই মুক্ত চালের সাথে বিবাহ হলেও কোন মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়নি তাই এই বছর এক বছর পূর্তি উপলক্ষে মায়ের মূর্তি প্রতিস্থাপন করে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করলেন রাজষোল গ্রামের মানুষ।
বিবাহ অনুষ্ঠান নিয়ে কি বলছেন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
রাজশোল: জয়পুর : বাঁকুড়া
12.05.23ধর্মরাজ ঠাকুরের

Leave a Reply