বাঁকুড়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি চলছে জোর কদমে।
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
আগামী ১৮ তারিখ বাঁকুড়া জেলার বড়জোড়াতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা জুড়ে আরো কর্মসূচি হয়েছে ১৯ ও ২০ তারিখ। সেই কারণেই বাঁকুড়া শহরের বাঁকুড়া ২ নং ব্লকের ডি এ ভি স্কুল সংলগ্ন একটি মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
আগামী কাল বৃহস্পতিবার নবজোয়ার কর্মসূচি নিয়ে দূর্গাপুর থেকে বাঁকুড়ার মাটিতে পা রাখবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন দিন ধরে চলবে নবজোয়ার কর্মসূচি। জেলার একাধিক জায়গায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারি বাঁকুড়া জেলা জুরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভাস্থল ঘুরে ঘুরে দেখছেন প্রশাসনিক অধিকারীকরা। তেমনই জেলার নেতা নেত্রীরা নিজেদের দলীয় প্রস্তুতি বৈঠক করে চলেছেন। আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই বাঁকুড়ার মাটিতে পা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে বাঁকুড়া জেলা কমিটির সদস্য শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ৬০ দিনের কর্মসূচি নিয়ে তিনি বেরিয়েছেন। বাঁকুড়া জেলায় তিনি আসছেন তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। সারা জেলা জুড়ে চলছে প্রস্তুতি , সমস্ত জায়গায় একটা সাজে সাজো রব। তিনি জেলার একাধিক জায়গায় রোড শো করবেন এবং সভা করবেন তার সাথে প্রার্থী বাছাইয়ের কাজ চলবে।
তবে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, বাঁকুড়ার মাটি অত সহজ জিনিস নয় আপনার মাটি শক্ত খাঁটি এখানে ছুরি-চামারি লুটপাট কারীদের আর মানুষ নেবে না। তিনি আরো বলেন, প্রার্থী বাছাই নয়, কিভাবে গুন্ডাগিরি করবে তার জন্য এখানে পেশীবলের কর্মী কালেকশন করছে। কিভাবে গুন্ডাগিরি করে ব্যালট বাক্স লুট করবে।
Leave a Reply