একই হসপিটালে বেতন বৈষম্যের প্রতিবাদে বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভে স্বাস্থ্য কর্মীরা

Bangla circle news

একই হসপিটালে বেতন বৈষম্যের প্রতিবাদে বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভে স্বাস্থ্য কর্মীরা


ওন্দা:- হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, নিরাপত্তা রক্ষী, সাফাই কর্মী, সুপারভাইজার সহ সকল স্বাস্থ্যকর্মী আজ বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। গত সাত বছর ধরে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কাজ করে আসছেন স্বাস্থ্যকর্মীরা, আজো বেতন সেই ৭,৬০০ টাকা বর্তমানে ১০৩ জন এই বেতনে নিযুক্ত আছেন। অন্যদিকে আরো অনেক কর্মী রয়েছে তাদের বেতন ১০ হাজারের বেশি। ১০৩ জন কর্মী সকলের অভিযোগ দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করে আসছেন, বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে কর্মীরা যে বেতন পায় তাতে তাদের সংসার চলে না। এমনকী যেখানে বেতন বাড়ার কথা সেখানে বেতন কমানো হচ্ছে বলে দাবি করেন কর্মীরা। এছাড়াও পে স্লিপ, পি এফ, ই এস আই, বোনাস, ন্যায্য বেতন প্রতিবছর বেতন নির্দিষ্ট হারে বাড়ানোর দাবিতে এবং প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও সঠিক সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে দাবি করছেন হাসপাতালের কর্মরত স্বাস্থ্য কর্মীরা।
হাসপাতালে যেখানে বেশি সংখ্যক কর্মী থাকা দরকার সেখানে ১০৩ জনকে দিয়ে বর্তমানে কাজ করানো হচ্ছে বলেও এমনও দাবি করেন কর্মীরা। কোম্পানিকে বারংবার আলোচনার মাধ্যমে সমস্যা সুরাহার কথা লিখিত ভাবে জানিয়েও কোম্পানি এই বিষয়ে কোন কর্ণপাত করেননি।
অবিলম্বে তাদের বেতন সহ নানান দাবীর যে বিষয়গুলো আছে তা সুরাহা না হলে এমার্জেন্সি পরিষেবা চালু রেখে, রোগীদের পরিষেবার যাতে করে কোন অসুবিধা না হয় সেদিকে নজর রেখে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালে কর্মীবৃন্দরা।
বাঁকুড়া থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *