Author: bcn.com

  • অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,
    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ, এই খেলার সহযোগিতায় বনফুল ট্রি হাউস।
    এই প্রথম বাঁকুড়ার জয়পুরে গত 23/05/2025 তারিখ থেকে ২৫/৫/২০২৫ পর্যন্ত জয়পুর হাই স্কুল মাঠে যে পি এল লীগ তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলছিল অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে সমাপ্ত ঘটল আজ,
    ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সকলকে গানে গানে মাতিয়ে দিতে উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাতো নামা শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। গতকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ খেলার বাধার সৃষ্টি করে কিন্তু শেষমেষ বাধা অতিক্রান্ত করে খেলা সমাপ্ত ঘটে নির্দিষ্ট দিনে।
    তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম আর শান্ত শিষ্ট ক্রিকেটপ্রেমী দর্শকদের পরিবেশ বুঝিয়ে দিল জয়পুর আছে জয়পুরেই।
    তাই জয়পুরের জয় হোক এই কথাটা আরেকবার মনে করিয়ে দিলাম সকলকে। আজকের এই খেলায় বিজয়ী হয়েছেন পাপু মাস্টার একাদশ অর্থাৎ পি এম একাদশ। বিজেতা হন HCA অর্থাৎ হেতিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই দুটি দলের হাতে বহুমূল্যবান চেক ও ট্রফি তুলে দেন জয়পুর ব্লকের আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী মুজিবর কাজী ও জয়পুর প্রিমিয়ার লিগ খেলার আসল উদ্যোক্তা যিনি এই খেলাটি স্পন্সর করেছেন বনফুল ট্রি হাউসের কর্ণধার নাসিম মল্লিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এই খেলার উদ্দেশ্য একটাই, স্মার্ট যুগে দাঁড়িয়ে অতি SMART হতে গিয়ে সকলে আজ মোবাইল মুখি। মাঠে খেলাধুলা ছেড়ে মন দিয়েছে মোবাইল গেমে। চলছে একাধিক গেম খেলা। আর সেই খেলাধুলা ত্যাগ করে মাঠোমুখি করার উদ্দেশ্যে এই খেলা বলেই জানান বিশিষ্ট সমাজসেবী নাসিম মল্লিক। আজকের এই খেলাকে নিয়ে কি বলছেন সকলের প্রিয় জি বাংলা সারেগামাপা খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক চলুন শোনাবো আপনাদের।

  • সমবায় সমিতির জায়গার উপর জোর করে বাড়ি করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরূদ্ধে।ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের জগন্নাথপুর এলাকায়

    সমবায় সমিতির জায়গার উপর জোর করে বাড়ি করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরূদ্ধে।ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের জগন্নাথপুর এলাকায়

    সমবায় সমিতির জায়গার উপর জোর করে বাড়ি করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরূদ্ধে।ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের জগন্নাথপুর এলাকায়

    জানা যায় সমবায় সমিতির
    পরেথাকা জায়গার উপর বাড়ি তৈরির অভিযোগ উঠলো এক ঔষধ দোকান দারের বিরুদ্ধে, ঔষধ দোকানের নাম দিলীপ দিয়াসী বাড়ি জগনাথপুর এলাকায়। জানা যায় কয়েকদিন আগে সমবায় সমিতির জায়গার উপর তিনি ওষুধ দোকানের ব্যবসা বাড়ানোর জন্য বাড়ি করছেন। তিনি মৌখিকভাবে জানিয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের তিনি অবশ্য কোন ব্যক্তির নাম উল্লেখ করতে চাইনি। প্রশ্ন উঠছে কিভাবে অপরের জায়গার উপর অবৈধভাবে বিনা অনুমতিতে বাড়ি করতে পারেন? তবে অবশ্য সমবায় সমিতির ম্যানেজার তিনি বলেন আমরা বাড়ি তৈরির কাজ শুরু করতেই বারণ করি, জোর করে বাড়ি করার বিষয়টি তিনি পঞ্চায়েতের প্রধান কেউ লিখিত আকারে জানিয়েছেন বলেই জানান তবে ঔষধ দোকানদার তিনি বলেন সিপিএমের আমলে পুরো জায়গাটি নিয়ে নেবার কথা বলেছিলেন সিপিএমের নেতৃত্ব,তখন টাকা-পয়সার অভাবের জন্য করতে পারেননি। তাই তিনি এই কাজ করেছেন তবে অবশ্য তিনি বলেন কেবলমাত্র পায়খানা ঘরের চেম্বারের পজিশন মত জায়গা তিনি নিয়েছেন বলেই জানান। কাজ বন্ধ রেখেছি আমাকে বন্ধ করতে বলা হয়েছে, তাই বন্ধ করেছি। কিন্তু কথার সাথে কাজের কোন মিল নেই এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরাই। মুখে এক কথা বললেও ছবিতে কিন্তু অন্য কথা বলছে। তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সাথে সাথে বিষয়টি জগন্নাথপুর পঞ্চায়েত ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কে বিষয়টি জানায়, জানার সাথে সাথেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন এবং কাজ বন্ধ করিয়ে দেন তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন অবৈধ নির্মাণ কোনদিনই মেনে নেবে না ।আগামী দিনে কোনরকমের অবৈধ নির্মাণ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং করতে দেবেন না বলেই তুমি জান। এখন দেখার বিষয়, অঞ্চল সভাপতি কথামতো তিনি কোথা দিয়ে কোথায় রাখতে পারেন কিনা না,না অবৈধ নির্মাণ হয় তার দিকে তাকিয়ে এলাকার মানুষ।

    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডু রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • জয়পুর জঙ্গলের কুকুর বা অজানা জন্তুর তারা খেয়ে জয়পুর বনলতা রিসোর্টে ঢুকে পরল চিতল হরিণ শাবক।

    জয়পুর জঙ্গলের কুকুর বা অজানা জন্তুর তারা খেয়ে জয়পুর বনলতা রিসোর্টে ঢুকে পরল চিতল হরিণ শাবক।

    জয়পুর জঙ্গলের কুকুর বা অজানা জন্তুর তারা খেয়ে জয়পুর বনলতা রিসোর্টে ঢুকে পরল চিতল হরিণ শাবক।

    জয়পুর বনদপ্তর উদ্ধার করল বনলতা রিসোর্ট থেকে চিতল হরিণের শাবক।জানা যায় আজ সন্ধ্যার আগে একটি শিশু হরিন তার মায়ের সাথে ঘোরাঘুরি করছিল জঙ্গলে সেই সময় জঙ্গলের জংলি কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে ঢুকে পড়ে বনলতা রিসোর্টে, মা হরিণ তার প্রাণ বাঁচাতে জঙ্গলে পালিয়ে গেলেও পালাতে পারেনি শিশু হরিন।প্রত্যক্ষদর্শিরা জানান বেশ কিছুক্ষণ ধরে একটি হরিণের বাচ্চা কে বাগানে ঘোরাঘুরি করতে দেখে এবং দেখে যে হরিণ শাবকটি। কুকুরে কামড়ানোর গায়ে দাগ রয়েছে। ধারণা করেন কুকুরে কামড়েছে। বাচ্চা হরিণটি প্রাণ বাঁচাতে রিসোর্ট এর ভিতর প্রবেশ করেছে। হরিণ শাবক টিকে ঘোরাঘুরি করতে দেখে কয়েকজন ব্যক্তি,সাথে সাথে তারা বাচ্চাটিকে প্রথমে ধরে ফেলে এবং খবর দেয় জয়পুর বনদপ্তরে। বনদপ্তরে কর্মরত এক কর্মী তিনি ওই এলাকাতেই প্রতিদিন হাঁটতে যান। আজও তিনি হাঁটতে গিয়েছিলেন, সাথে সাথেই তাকে এলাকার মানুষ বিষয়টি বলেন এবং তিনি ওই বাচ্চাটিকে উদ্ধার করে জয়পুর বন দপ্তরে নিয়ে আসে। সেখানে বনদপ্তরে কর্মীরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। বহুদিন পর জয়পুর এলাকার মানুষ হরিণ শাবক দেখতে পাওয়ায় খুশি এলাকা জুড়ে। তবে প্রশ্ন উঠছে? কুকুরে হরিণ শাবক টিকে তাড়া করেছিল নাকি অন্য কোন জন্তু সেটি অবশ্য স্বচক্ষে কেউ দেখেননি। তবে হরিণ শাবকটি দেখতে পাওয়া এক প্রত্যক্ষদর্শী তিনি কি বললেন শোনাবো আপনাদের।

  • নারী যদি তুড়ি বাজিয়ে বলেন, ‘আমার যৌনক্ষমতা বেশ আছে,যৌনসক্ষম নিয়ে-প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন !

    নারী যদি তুড়ি বাজিয়ে বলেন, ‘আমার যৌনক্ষমতা বেশ আছে,যৌনসক্ষম নিয়ে-প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন !

    নারী যদি তুড়ি বাজিয়ে বলেন, ‘আমার যৌনক্ষমতা বেশ আছে,যৌনসক্ষম নিয়ে-প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন !

    নিজস্ব প্রতিবেদন:-
    যৌনতা নিয়ে প্রথম থেকেই খোলা মেলা তসলিমা নাসরিন। সোজা কথা সোজা ভাবে বলেন। শুধু যৌনতা কেন? ধর্ম থেকে শুরু করে মানবাধিকার, বোরখা পরা – সমস্ত কিছু নিয়েই রাখঢাক নেই। পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলেন। তা নিয়ে অবশ্য কম সমালোচনা শুনতে হয়নি।এবার মুখ খুললেন প্রখ্যাত গায়ক কবীর সুমনকে নিয়ে। সম্প্রতি তিনি নিজের জন্মদিনে জানিয়েছিলেন, তিনি এখনও যৌন সক্ষম। আর তা নিয়ে কবীর সুমনকে সোজাসুজি বিঁধলেন তিনি। প্রশ্ন তুললেন, একজন পুরুষ তো সহজেই একথা বলছেন। কিন্তু যদি কোনও মহিলা বলেন, তখন কী হবে?নিজেই সেই উত্তরও দিয়েছেন তিনি। প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন সে ব্যাপারে লিখলেন, ‘‘একজন অশীতিপর পুরুষও তুড়ি বাজিয়ে বলতে পারেন, ‘আমার যৌনক্ষমতা বেশ আছে, আমি খুবই যৌনসক্ষম।’ লোকে এতে অবাক হয় না। আজকাল অবাক হওয়ার কিছু নেই অবশ্য। যৌনক্ষমতা ফুরিয়ে গেলেও ভায়াগ্রা জাতীয় যৌনউত্তেজক দ্রব্য পুরুষের যৌনক্ষমতা যে কোনও বয়সেই বাড়িয়ে দিতে পারে।
    একজন অশীতিপর নারী যদি তুড়ি বাজিয়ে বলেন, ‘আমার যৌনক্ষমতা বেশ আছে, আমি খুবই যৌনসক্ষম’, তাহলে ভারতীয় উপমহাদেশের সমাজে কী কাণ্ড হবে ভাবলে গা শিউরে ওঠে। যদিও এ খুবই স্বাভাবিক যে, যৌনক্ষমতা কমে গেলেও ভ্যাজাইনাল লুব্রিকেন্ট জাতীয় পদার্থ ব্যবহার করলেই নারীরা চমৎকার যৌনজীবন যাপন করতে পারেন। তারপরও খুব বেশি বয়স বেড়ে যাওয়া নারী যদি কখনও প্রকাশ করেন তিনি যৌনসক্ষম, আত্মীয়স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব সবাই তাঁকে ছিঃছিঃ করবে, এমনকী তাঁকে একঘরে করবে।বেশি-বয়সী পুরুষের যৌনক্ষমতা থাকা গর্বের ব্যাপার, আর বেশি-বয়সী নারীর যৌনক্ষমতা থাকা লজ্জার ব্যাপার। এই বৈষম্য যতদিন টিকে থাকবে ততদিন নারী-স্বাধীনতার নাগাল পাওয়া যাবে না, কখনও ধরে বেঁধে নিয়ে এলে দরজা-জানালা খোলা পাওয়ার অপেক্ষা করবে না, ঘুলঘুলি দেখলেই পালাবে।’’

  • দুয়ারে গিয়ে বন প্রতিমন্ত্রী হাতির আক্রমণে আহত মৃত ব্যক্তিদের খবর না নিলেও হাতি পৌঁছে গেছে দুয়ারে।

    দুয়ারে গিয়ে বন প্রতিমন্ত্রী হাতির আক্রমণে আহত মৃত ব্যক্তিদের খবর না নিলেও হাতি পৌঁছে গেছে দুয়ারে

    দুয়ারে গিয়ে বন প্রতিমন্ত্রী হাতির আক্রমণে আহত মৃত ব্যক্তিদের খবর না নিলেও হাতি পৌঁছে গেছে দুয়ারে
    নিজস্ব প্রতিবেদন:-
    জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানার নিগুইয়ের জঙ্গলে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ রবিবার দুপুরে জঙ্গলে প্রতিদিনের মতো পাতা তুলতে যান আর এই পাতা তুলে রুজি রোজগার। আর পাতা তুলতে যাওয়ায় কাল হলো ওই মহিলা হাতির আক্রমনে মৃত্যু হয় বলেই খবর। মৃতের নাম দৈমন্তি মাহাতো বয়স ২৪ বড় নিগুই গ্রামের বাসিন্দ।
    তবে হাতির আক্রমণে মৃত্যু নতুন কিছু ঘটনা নয়, প্রায় দিনই হাতির হানায় মৃত্যু ঘটছে ঝাড়গ্রাম জেলায়। এবার হাতে মৃত্যু হল বন প্রতিমন্ত্রী বাড়ি ঢিল ছড়া দূরত্বে। হাতির খবর হয়তো তুমি পেয়েছেন তবুও গেলেন না পরিবারের সাথে দেখা করতে, তার সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোনটি সুইচড অফ বলে। তবে তিনি কথা দিয়েছিলেন হাতির মৃত্যুর খবর নিতে বাড়ি বাড়ি যাবেন এই নিয়ে চারবার হাতির মৃত্যুর ঘটনা ঘটলো কিন্তু একবারের জন্য গেলেন না বাড়িতে দেখা করতে ক্ষোভে খুঁজছেন এলাকার মানুষ হাতি মৃত্যুর ঘটনা নিয়ে বারবার এলাকার মানুষ পথ অবরুদ্ধ করেছেন। বণদপ্তর হাতির গতিবিধির উপর নজর রাখছেন তা সত্ত্বেও এই মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে।

  • এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের দায়িত্ব নেওয়া বীরভূম জেলাতেই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্য।

    এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের দায়িত্ব নেওয়া বীরভূম জেলাতেই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্য

    এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের দায়িত্ব নেওয়া বীরভূম জেলাতেই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্য

    আর গোষ্ঠী কোন দল নিয়ে কোটাক্ষের সুর বিরোধীদের গলায়।
    বীরভূমের নানুর বিধানসভার ৬টি অঞ্চল সভাপতি, ৯জন পঞ্চায়েত সমিতির সদস্য, ৯৫ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং ব্লকের যুব সভাপতি অর্থাৎ নানুর ব্লকের অধিকাংশ তৃণমূল নেতারা নানুর ব্লক সভাপতির পদত্যাগের দাবি তুললো।

    নানুরের তৃণমূলের অঞ্চল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবার নিজের দলের ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। ফেসবুক পোস্টের পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে করেছেন। তাদের দাবি, নানুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে। তারা বলেন, “বর্তমান নানুরের অযোগ্য বিজেপির দালাল পেটুয়া দাঁড়িয়ে থেকে নিজের বুথে দায়িত্ব নিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়া মেরুদণ্ডহীন নানুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য অবিলম্বে পদত্যাগ চাই।”

    যদিও নানুরের তৃনমুল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের দাবি, আমার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তৃনমুল নামক দল করতে গেলে ঠিকাদারি, জমি মাফিয়া, এবং বালি ঘাট চালায় এমন ব্যক্তিরা দল করতে পারবে না। হয় দল করুক। নাহয় ঠিকাদারি। এই কথা বলাই। আজ আমার বিরুদ্ধে সরব হয়েছে। আমরা দলগত ভাবে নানুরে কোর কমিটি মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এদের দলে রাখা যায় কি না!!

    বীরভূমের নানুর থেকে কাজী আমীরুল ইসলামের রিপোর্ট
    বাংলা সার্কেল নিউজ।

  • দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে বাইকে র মুখোমুখী ধাক্কা, ঘটনায় গুরুতর যখন উভয় পক্ষের সকলেই।

    দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে বাইকে র মুখোমুখী ধাক্কা, ঘটনায় গুরুতর যখন উভয় পক্ষের সকলেই

    দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে বাইকে র মুখোমুখী ধাক্কা, ঘটনায় গুরুতর যখন উভয় পক্ষের সকলেই

    সাত সকালে পথ দুর্ঘটনা ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভরাঙ্গি মোড়ে। জয়দেব কেন্দুলি ভায়া ডোমরুট ইলামবাজার রুটে ভরাঙ্গী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সূত্রে প্রকাশ ইলামবাজার ব্লকের দেলোরা গ্রাম থেকে জৈনক দম্পতি দুর্গাপুর যাচ্ছিল এবং ছোটচক গ্রাম থেকে নাজিমুদ্দিন নামে এক রাজমিস্ত্রিতার লেবারকে নিয়ে দুর্গাপুর যাচ্ছিল কাজের জন্য। নাজিমুদ্দিনের বাইকটি দ্রুত গতিতে এসে দেলোরা গ্রামের জনক দম্পতির গাড়িতে জোর ধাক্কা মারে। ঘটনাস্থলেই উভয় পক্ষের গাড়ির আরোহী লুটিয়ে পড়ে রাস্তায়। তড়িঘড়ি আশপাশ থেকে সাধারণ মানুষ দৌড়ে এসে তাদের উদ্ধার করে ইলামবাজার হাসপাতালে পৌঁছায়। জয়দেব কেন্দুলী ভায়া ডুমরোট ইলামবাজার রুটের রাস্তা সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য দ্রুতগতিতে বাইক এইভাবে দুর্ঘটনা ঘটছে বলে এলাকা মানুষ জানিয়েছেন। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বাম্পারের দাবি করেছেন এলাকাবাসী।

    জয়দেব কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম

  • জঙ্গলমহলের হাত ধরে সারা রাজ্যেই ঘটবে কি উলাট পুরান।

    জঙ্গলমহলের হাত ধরে সারা রাজ্যেই ঘটবে কি উলাট পুরান

    জঙ্গলমহলের হাত ধরে সারা রাজ্যেই ঘটবে কি উলাট পুরান
    আগামী দিনে সাগরদীঘির পথ অনুসরণ করবে জঙ্গলমহল?

    তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান কি তারই ইঙ্গিত!

    পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে শক্তি বাড়ালো কংগ্রেস। শাসক দল তৃণমূলের কিছুটা শক্তি ক্ষয়। কংগ্রেস জেলা সভাপতির হাত ধরে ৭০ টি পরিবার কংগ্রেসে যোগ দান করল এমনটাই দাবি । আর এই যোগদানের ফলে কংগ্রেসের জঙ্গলমহলে ভোটের আগে অনেকটাই অক্সিজেন বৃদ্ধি পেল তা বলার অপেক্ষা রাখে না।

    বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭০ টি পরিবার যোগ দিয়েছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের। আর এই যোগদানের ফলে পঞ্চায়েত ভোটে যে বড়সড় প্রভাব পড়বে এমনটাই মনে করছেন রাজনৈতিক একাংশ। যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ঢেকো অঞ্চল সম্পাদক চন্দন দন্ডপাট, ঢেকো অঞ্চল কমিটির প্রাক্তন চেয়ারম্যান রোহিত সিং, প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাপস মন্ডল এবং তৃণমূলের নেতা ভোলানাথ নন্দী সহ ৭০ টি পরিবার। ঢেকোর বকসী বাজারে এই যোগদান কর্মসূচী শনিবার বিকালে। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য ও বাঁকুড়া জেলা কংগ্রেসের সভাপতি নীলমাধব গুপ্ত, প্রদেশ কংগ্রেস সদস্য ও পঞ্চায়েত নির্বাচনের কো-অর্ডিনেটর নয়ন দাস চক্রবর্তী, রাইপুর ব্লক কংগ্রেস সভাপতি অশোক কাহার, প্রদেশ কংগ্রেস সদস্য ও জেলা কংগ্রেসের সহ-সভাপতি সদস্য শক্তি বিশ্বাস, বাঁকুড়া জেলা কংগ্রেসের ও পঞ্চায়েত নির্বাচনের সদস্য টি এস পাত্র।

    পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য তৃণমূলের সমস্ত স্তরেই এখন দুর্নীতি আর যার ফলে তৃণমূল থেকে মুখ ফিরালেন শতাধিক কর্মী। আজ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের শতাধিক কর্মী।
    প্রসঙ্গত তৃণমূল ব্লক নেতৃত্ব ও ব্লক প্রশাসন পুরোটাই দুর্নীতিগ্রস্ত তাই এই দলে থাকার কোন মানেই নেই স্বচ্ছ দল জাতীয় কংগ্রেস তাই কংগ্রেসের পতাকা ধরে দল ছাড়লাম দাবি তৃণমূল কর্মীর।

    শনিবার বিকেলে বকসী বাজারে কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি নীলমাধব গুপ্তের নেতৃত্বে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করা, যদিও এ নিয়ে তৃণমূল ঢেকো অঞ্চল সভাপতি পুলক সিং দাবি করেন এরা তৃণমূলের কেউ নয়। কখনো ছিল না। এরা বিজেপি করতো বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। তবে এই যোগদান নিয়ে তৃণমূলের দাবী, যোগাদনকারীরা তৃণমূলের কেউ নয়, তারা বিজেপির লোক।

    তাহলে কি রাইপুর ব্লকে আগামী দিনে বাম কংগ্রেস জোটের শক্তি পঞ্চায়েত ভোটে ক্ষমতা দখল করবে, না ফলাফল শাসকের পক্ষে হবে তা বলবে আগামী ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন।

  • দেশীয় পদ্ধতিতে এবার গাড়ি ছুটবে বিনা পেট্রোলে।

    দেশীয় পদ্ধতিতে এবার গাড়ি ছুটবে বিনা পেট্রোলে।

    দেশীয় পদ্ধতিতে এবার গাড়ি ছুটবে বিনা পেট্রোলে। অবাক করা আবিষ্কার বাঁকুড়ার ছেলে মনোজিতের
    এক অবাক কর ঘটনা দেখা গেলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে, এবার গাড়ি ছুটছে পেট্রোল বা ডিজেল নয় একেবারে সোলার সিস্টেমে, হ্যাঁ ঠিকই শুনেছেন।রাস্তায় সোলার চালিত গাড়ি চালিয়ে তাক লাগালেন বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গার বাসিন্দা মনোজিৎ মন্ডল। আস্ত একটি ন্যানো গাড়িকে সম্পূর্ণ সোলার কার বানিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পেশায় তিনি ব্যাবসায়ী ।

    বিন্দুমাত্র পেট্রোল প্রয়োজন হয় না এই গাড়িতে। এমনকি কোনো ইঞ্জিন ছাড়াই চলছে গাড়ি। গাড়ির রানিং কস্ট শুনলে আপনিও অবাক হবেন। মাত্র ৩৫ থেকে ৪০ টাকায় ১০০ কিলোমিটার চলে এই পেট্রোল বিহীন “সোলার কার”।লাল টুকটুকে এই সোলার গাড়িটি এখন বাঁকুড়ার মেকানিক্যাল আইকন ।বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে, আর দগ্ধ হচ্ছে সাধারণ মানুষ। এমন সময় সৌরশক্তি চালিত গাড়ি বানিয়ে গোটা বিশ্বকে নতুন দিশা দেখাচ্ছেন বাঁকুড়ার মনোজিৎ মন্ডল। আর একটা কথা বেশ কয়েক বছর আগে সাইকেলে ব্যাটারি লাগিয়ে ব্যাটারি চালিত বিনা পেটেল ছাড়াই চলত সাইকেল। পরবর্তীকালে মোটরসাইকেলে তেল ছাড়াই ব্যাটারি চালিত মোটরসাইকেল তৈরি করেছিল এই মনোজিৎ মন্ডল তারপর আস্তে আস্তে উপর দিকে চিন্তাভাবনা উপরের দিকে ওঠা এখন তো একেবারে একটা আস্ত চারচাকা তৈরি করে ফেলল সোলার সিস্টেম গাড়ি। পেট্রোল ছাড়াই চলছে। বাঁকুড়া জেলা জুড়ে দাপিয়া বেড়াচ্ছে এই সোলার চালিত গাড়িটি তা দেখতেই অনেকে ছুটে আসছে মনোজিৎ বাবুর দোকানে।

  • পরকীয়ার করতে গিয়ে ধরা পড়লো যুগল, যুগলকে ইলেকট্রিকের পিলারে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুগলকে।

    পরকীয়ার করতে গিয়ে ধরা পড়লো যুগল, যুগলকে ইলেকট্রিকের পিলারে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুগলকে

    পরকীয়ার করতে গিয়ে ধরা পড়লো যুগল, যুগলকে ইলেকট্রিকের পিলারে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুগলকে

    এমনই ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার চাঁদা গ্রামে।
    অভিযোগ, চাঁদা গ্রামের এক গৃহবধুর সাথে চন্দ্রকোনারই বাঁকা জগন্নাথপুর গ্রামের এক বিবাহিত যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠায় দেখা করতে চান ওই যুবক আর তখনই হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা।
    অভিযোগ শুক্রবার রাতে জগন্নাথপুর গ্রামের ওই যুবক চাঁদা গ্রামের ওই গৃহবধূর সাথে গৃহবধুর শ্বশুর বাড়িতে দেখা করতে যায়। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহবধূর শ্বশুর বাড়ির সদস্য থেকে প্রতিবেশীরা।
    বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই যুবককে ও গৃহবধূকে খুঁটিতে বেঁধে ব্যাপক পরিমাণে মারধর করা হয়।ঘটনায় এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে নিয়ে আসে।যদিও জগন্নাথপুর গ্রামের ওই যুবকের সাথে তার স্ত্রীর প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন গৃহবধূর স্বামী,পাশাপাশি ওই যুবক হাতনাতে ধরা পড়ে যাওয়ায় তাকে পাল্টা মারধরেরও অভিযোগ তুলেছেন তিনি।