পালিয়ে বিয়ের চরম পরিণতি, শ্বশুর বাড়ির নির্যাতনে মৃত্যু নববধূর।

সম্প্রতি প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল কুমাগ্রাম ব্লকের লস্করপাড়ার বাসিন্দা সুজিত বিশ্বশর্মা এবং পায়েল সূত্রধর । দুই পরিবারের সামাজিক মেলবন্ধনের পর মেয়ের বাড়ি থেকে রেজেস্ট্রারি করার কথা বললে ছেলের বাড়ি থেকে দাবি উঠে আসে মোটা অংকের টাকা এবং নামি কম্পানির মোটর সাইকেলের। যা নিয়ে শুরু হয়ে অশান্তি। অভিযোগ ছেলে এবং তার পরিবার নববধূর প্রতি শুরু করে মানশিক ও শারিরীক অত্যাচার।
অবশেষে মৃত্যু হয় পায়েলের। সোমবার রাতে পায়েলের মৃতদেহ পৌচ্ছায় লস্করপাড়া এলাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামের লোকেরা, অভিযুক্ত সুজিৎ বিশ্বশর্মা এবং তার বাবা ও মা য়ের উপর চড়াও হয় গ্রামবাসীরা। ঘটনায় আহত হয়েছেন সুজিতের মা সুচিত্রা বিশ্বশর্মা। ঘটনার খবর পেয়ে বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত বধূর বাবা বাদল সূত্রধর জানিয়েছেন জ্বরের ওষুধের সাথে এবং কাশির শিরাপের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে তার মেয়েকে। অপর দিকে ছেলের বাবা নৃপেন হিশ্বশর্মা মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন। পায়েল নিজে থেকেই বিষ খেয়েছে এমনটা জানিয়েছেন ছেলের বাবা।
গোটা ঘটনায় মেয়ের বাড়ির তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কুমারগ্রাম থানার বারবিশা পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।