Category: খবর

  • *চলে গেলেন গোঘাটের ভাবাদিঘি আন্দোলনের অন্যতম প্রধান কান্ডারী অঞ্জন রায়*।

    *চলে গেলেন গোঘাটের ভাবাদিঘি আন্দোলনের অন্যতম প্রধান কান্ডারী অঞ্জন রায়*।

    *চলে গেলেন গোঘাটের ভাবাদিঘি আন্দোলনের অন্যতম প্রধান কান্ডারী অঞ্জন রায়*।

    মৃত্যু শয্যায় শুয়ে মৃত্যুর আগে  পরিবারের সদস্য থেকে শুরু করে আন্দোলনকারীদের জানিয়ে গেছেন, দিঘি বাঁচাতেই হবে। কোনভাবেই দিঘির উপর দিয়ে রেলপথ যেন তৈরি না হয়। আর তাঁর সেই নির্দেশকে পাথেয় করেই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চান অন্যান্য আন্দোলনকারীরা। তেমনটাই জানালেন তাঁরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অঞ্জনবাবু। সম্প্রতি তাঁর শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসা করিয়েও তেমন কোন  উপশম হয়নি। তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমবার তাঁর নিজের বাড়ি থেকেই গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে এই ঘটনায় ভাবাদিঘি  আন্দোলন কোনভাবেই কমজোরি হবে না বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁরা জানান, অঞ্জনবাবুর ছবি সামনে রেখেই তাঁরা আগামী দিনে আরও জোরদার আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। তাঁরা বলেন, সমস্ত মানুষের স্বার্থেই, দিঘি বাঁচিয়ে দ্রুত রেলপথ তৈরি করা হোক।

  • দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে বাইকে র মুখোমুখী ধাক্কা, ঘটনায় গুরুতর যখন উভয় পক্ষের সকলেই।

    দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে বাইকে র মুখোমুখী ধাক্কা, ঘটনায় গুরুতর যখন উভয় পক্ষের সকলেই

    দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে বাইকে র মুখোমুখী ধাক্কা, ঘটনায় গুরুতর যখন উভয় পক্ষের সকলেই

    সাত সকালে পথ দুর্ঘটনা ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভরাঙ্গি মোড়ে। জয়দেব কেন্দুলি ভায়া ডোমরুট ইলামবাজার রুটে ভরাঙ্গী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সূত্রে প্রকাশ ইলামবাজার ব্লকের দেলোরা গ্রাম থেকে জৈনক দম্পতি দুর্গাপুর যাচ্ছিল এবং ছোটচক গ্রাম থেকে নাজিমুদ্দিন নামে এক রাজমিস্ত্রিতার লেবারকে নিয়ে দুর্গাপুর যাচ্ছিল কাজের জন্য। নাজিমুদ্দিনের বাইকটি দ্রুত গতিতে এসে দেলোরা গ্রামের জনক দম্পতির গাড়িতে জোর ধাক্কা মারে। ঘটনাস্থলেই উভয় পক্ষের গাড়ির আরোহী লুটিয়ে পড়ে রাস্তায়। তড়িঘড়ি আশপাশ থেকে সাধারণ মানুষ দৌড়ে এসে তাদের উদ্ধার করে ইলামবাজার হাসপাতালে পৌঁছায়। জয়দেব কেন্দুলী ভায়া ডুমরোট ইলামবাজার রুটের রাস্তা সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য দ্রুতগতিতে বাইক এইভাবে দুর্ঘটনা ঘটছে বলে এলাকা মানুষ জানিয়েছেন। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বাম্পারের দাবি করেছেন এলাকাবাসী।

    জয়দেব কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম

  • সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রিতে দূর্নীতির অভিযোগ।

    সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রিতে দূর্নীতির অভিযোগ।

    সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রিতে দূর্নীতির অভিযোগ।
    অভিযোগ যুব তৃনমুলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
    অন্যের অ্যাকাউন্ট ব্যাবহার করে ধান বিক্রির অভিযোগ।
    প্রায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।
    সেই টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই টাকা তুলে দিতে হচ্ছে চাপ দিচ্ছে যুব অঞ্চল সভাপতি।
    শুধু মাত্র শাসক দলের প্রভাব খাটিয়েই এধরনের দূর্নীতি করছেন বলে অভিযোগ।
    গোঘাটের শ্যামবাজার অঞ্চলের তৃণমূল যুব সভাপতি আজিম রহমান খানের বিরুদ্ধে অভিযোগ।
    লক্ষ লক্ষ টাকা কারচুপির অভিযোগ।
    যদিও বিরোধী দলের চক্রান্তে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
    তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আরামবাগ মহকুমা শাসক সুভাশিনী -ই।
    সাধারন মানুষের কথা ভেবে রাজ্য সরকার সি পি সি – র মাধ্যমে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করছে প্রতিটি ব্লক এলাকায়।
    এবার সেই ধান বিক্রিতেই কারচুপির অভিযোগ স্থানীয় তৃনমুল নেতা তথা গোঘাটের শ্যামবাজার যুব তৃনমুলের অঞ্চল সভাপতি আজিম রহমান খানের বিরুদ্ধে।
    তিনি গোঘাট ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সাহাবুদ্দিন খানের ঘনিষ্ঠ বলে এলকায় পরিচিত।
    সেই কারনে এলাকায় তার দাপটও রয়েছে বেশ।
    অভিযোগ, প্রভাব খাটিয়ে এলাকার প্রায় শতাধিক মানুষের কাছে আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাঙ্কের নথিপত্র সংগ্রহ করে। কিন্তু প্রশ্ন হোল এলাকার যাদের সামান্য জমি অথবা জমিই নেই তাদের বিঘার পর বিঘা জমি দেখিয়ে কিভাবে হাজার হাজার টাকা একাউন্টে ঢুকানো হলো। এই সব সাধারণ মানুষের
    অ্যাকাউন্টে ধান বিক্রির টাকা ঢোকানো হয়। অভিযোগ, তারপরই টাকা তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতা।
    সেই টাকা তুলে দিতে হচ্ছে তৃনমুল নেতাকে।
    কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করেই হাজার হাজার টাকা ঢোকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামের সাধারন মানুষদের একাউন্টে ।
    কারো ৫০ হাজার, কারো ৯০ হাজার।
    তার মধ্যে টাকা ব্যাঙ্ক থেকে তুলে দেওয়া জন্য বারবার চাপ দেয় ওই সমস্ত অ্যাকাউন্ট গ্রাহকদের।
    যখন দফায় দফায় অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে তখন সন্দেহ বাড়ে ।
    তার পরেই জানতে পারে কারচুপির ঘটনা।
    ঘটনার পরেই প্রতিবাদ জানায় অনেকে।
    যদিও তার মধ্যেই বেশ কয়েকজনের থেকে টাকা নিয়ে নেয় অভিযুক্ত তৃনমূল নেতা আজিম রহমান খান।
    পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি অভিযোগ অস্বীকার করেছে।
    তার দাবি আলু বীজ বিক্রয় করার জন্য কেউ টাকা দিয়েছে।
    কিন্তু এই ধরনের ঘটনায় জড়িত নন।
    বিরোধী দল তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
    যদিও ঘটনায় সিপিএম ও বিজেপির পক্ষ থেকে তৃনমুল দলে চোরে ভোরে গেছে বলে কটাক্ষ করেছে।
    বাঁচতে বিরোধীদের নাম নেওয়ার চেষ্টা।

  • আইসিডিএস কেন্দ্রে রান্নার চাকরি পেয়ে তিনি আবার ৪০টাকায় রাখলেন রাধুনী

    আইসিডিএস কেন্দ্রে রান্নার চাকরি পেয়ে তিনি আবার ৪০টাকায় রাখলেন রাধুনী


    তন্ময় নন্দী–রায়পুর
    হ্যাঁ ঠিকই শুনেছেন আইসিডিএস কেন্দ্রের এরকমই অবস্থা বাঁকুড়ার রায়পুরে ।তার উপর নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে তোলপাড় এলাকা।

    শুক্রবার বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের মন্ডলকুলি অঞ্চলের কুমারআড়া আইসিডিএস কেন্দ্রে খাবার নিম্ন মানের দেওয়ার অভিযোগ। যদিও অভিযোগটি নস্যাৎ করেন ওই কেন্দ্রের দিদিমনি। গ্রামবাসীদের আবারো অভিযোগ আই সি ডি এস কেন্দ্রীয় সহায়িকা নিজে রান্না না করে অপর এক মহিলাকে টাকা দিয়ে রান্না করান তাও আবার ৪০ টাকা বেতনে। আইসিডিএস কেন্দ্রের শিশুর সুরক্ষার দিকটি কে দেখবে প্রশ্ন উটতে শুরু করেছে একাধিক মহলে।

    অপরদিকে এই অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেন এবং ঊর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে দাবী করেন ওই আইসিডিএস কেন্দ্রের দিদিমনি।

    কুমারআড়া আই সি ডি এস কেন্দ্রের দিদিমনির দাবি আমরা বহু কষ্টে রয়েছি কিন্তু বাচ্চাদেরকে আমরা সরকারি নিয়ম অনুযায়ী খাবার পরিবেশন করি, আমাদের এখান থেকে প্রায় ১৫০০ মিটার দূরে গিয়ে জল আনতে হয়। আমাদের মুখোমুখি হয়ে দিদিমনি বলেন

    একটি আইসিডিএস কেন্দ্রে কিভাবে অন্য এক মহিলা কাজ করতে পারেন। যিনি কোনো ভাবেই আইসিডিএস কর্মীই নয়। আমাদের আসার খবর পেয়ে ওই আইসিডিএস কর্মী নিজের কেন্দ্রে আসেন এবং আমাদের প্রশ্নের তিনি সঠিক জবাব তিনি দিতে পারেননি।

    যদিও ওই আইসিডিএস কেন্দ্রের সহায়িকার পরিবর্তে যিনি কাজ করেন তিনি টাকা নিয়ে কাজ করেন আমাদের মুখোমুখি হয়ে বিষয়টা স্বীকার করেন।

  • পাড়ার মোড়ে চা খাওয়া কে কেন্দ্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিপিএম নেতা। জখম যুব সিপিআইএম কর্মী।

    পাড়ার মোড়ে চা খাওয়া কে কেন্দ্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিপিএম নেতা। জখম যুব সিপিআইএম কর্মী।

    রঞ্জিত কুণ্ডুবাঁকুড়া
    পঞ্চায়েত ভোটের আগে সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রাম। এবার মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার তৃণমূলের ।

    যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে জেলায় রাজনৈতিক সংঘর্ষ ততই বৃদ্ধি পাচ্ছে । এবার সিপিআইএমের যুব সংগঠনের এক কর্মী আব্দুল গোণি ভাঙ্গি কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দলের ব্লক সভাপতি।

    স্থানীয় সূত্র জানতে পারা যায় , মঙ্গলবার রাতে সিপিআইএমের যুব সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্য আবদুল গনি ভাঙ্গিকে আংগারিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । তবে স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করা হয় এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন ।

    আব্দুল গনি ভাঙ্গি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন , আমরা একসঙ্গে বসে চা খাই হঠাৎ কেন আমার উপরে আক্রমণ করল তা বুঝে উঠতে পারছি না । তবে রাজনৈতিক কারণে তার ওপর আক্রমণ করা হয়েছে বলে তিনি দাবি করেন ।

    জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল । তিনি বলেন , বোম গুলি বন্দুক এসবে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়, তৃণমূল কংগ্রেস যদি মারপিট করত তাহলে সিপিএমের হারমাদরা মাথা তুলে দাঁড়াতে পারত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অবাধ গণতন্ত্র ফিরিয়ে এনেছে বলেই তিনি দাবি করেন। তবে জয়পুর ব্লক দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মানিক রায় তিনি বলেন সামনে পঞ্চায়েত ভোট আসছে ভোট আসার আগেই তৃণমূল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গ্রামে গ্রামে ভয় ভীতি ও মারামারি মানসিক ও শারীরিক দিক দিয়ে আঘাত আনছে তবে বেশিদিন চলবে না বলেই তিনি হুংকার দেন।