Category: খেলা

  • রনজিতে ‘সহজ’ প্রতিপক্ষ, অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার, এইবারেও কি হবে বৃষ্টি?

    রনজিতে ‘সহজ’ প্রতিপক্ষ, অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার, এইবারেও কি হবে বৃষ্টি?

    Published by: তন্ময় পাত্রবাংলা সার্কেল নিউজPosted:June 16, 2025, 2.50 pm

    ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করেছে ভারতীয় বোর্ড। দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। তারপর ইরানি ট্রফি।রনজি ট্রফি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। গতবারের মতো এবারও রনজি হবে দুটো পর্যায়ে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

    কোন গ্রুপে কোন দল রয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে বোর্ড।রনজির নকআউট পর্ব শুরু ৬ ফেব্রুয়ারি। এবার রনজিতে তুলনায় সহজ গ্রুপে পড়েছে বাংলা। গতবার গ্রুপ পর্বে টিম খুব একটা খারাপ পারফর্ম করেনি। কিন্তু বৃষ্টি ভুগিয়েছিল। বিহার ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। কেরল ম্যাচেও এক ইনিংস পুরো শেষ হয়নি। বঙ্গ ক্রিকেটমহলের একাংশের ধারণা বিহার ম্যাচ ভেস্তে না গেলে বাংলা নকআউটে চলে যেত।

    তবে অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার।এবার রনজিতে গ্রুপ সি-তে রয়েছে বাংলা। গ্রুপের বাকি টিমগুলো হল-গুজরাট, হরিয়ানা, সার্ভিসেস, রেলওয়েজ, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং অসম। বরং বিজয় হাজারে আর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বাংলার গ্রুপ কঠিন।

    টি-টোয়েন্টিতে গ্রুপ সি’তে বাংলার সঙ্গে রয়েছে বরোদা, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, সার্ভিসেস ও পুদুচেরি। বিজয় হাজারেতে বাংলা রয়েছে গ্রুপ বি-তে। সেই গ্রুপের বাকি টিমগুলো হল-বিদর্ভ, বরোদা, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, অসম, চণ্ডীগড় ও জম্মু কাশ্মীর।সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি শুরু হবে ২৬ নভেম্বর। গ্রুপের শেষ ম্যাচ ৮ ডিসেম্বর। তার চার দিন পর অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে শুরু হবে নকআউটের ম্যাচ। ফাইনাল ১৮ ডিসেম্বর। বিজয় হাজারে ট্রফি শুরু ২৪ ডিসেম্বর। ফাইনাল হবে ১৮ জানুয়ারি। দলীপ এবং মহিলাদের চ্যালেঞ্জার্স ট্রফি হবে জোনাল ফরম্যাটে। এরজন্য গঠন হবে ছ’টি আঞ্চলিক দল। সেই দল বাছার দায়িত্বে থাকবেন জোনাল নির্বাচক কমিটির সদস্যরা। তাছাড়াও ইরানি কাপ চলবে ১-৫ অক্টোবর পর্যন্ত।

  • লাখ লাখ মানুষের ঠেলাঠেলিতে প্রাণ বাঁচানোর আর্তনাদ, চিন্নাস্বামীতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত বহু

    লাখ লাখ মানুষের ঠেলাঠেলিতে প্রাণ বাঁচানোর আর্তনাদ, চিন্নাস্বামীতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত বহু

    Published by:তন্ময় পাত্রবাংলা সার্কেল নিউজLast Updated:June 04, 2025 7:45 PM ISTআনন্দের মুহূর্ত বদলে গেল মৃত্যুর কালো ছায়ায়, চিন্নাস্বামীতে ভয়ঙ্কর পদপিষ্টবেঙ্গালুরু: আনন্দ দীর্ঘস্থায়ী হল না৷ RCB-র আইপিএল ট্রফি জয়ের উন্মাদনায় ভেসে লক্ষ লক্ষ ফ্যান হাজির হয়েছিলেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে৷ সেখানেই সেলিব্রেশনের সময় বড় দুর্ঘটনা! ২০ জন আহত, ১ জনের মৃত্যু৷বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ফ্যানদের সংখ্যা প্রত্যাশার চেয়েও বহু বেশি হওয়াতে শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি৷ এরই জেরে বড় দুর্ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে ২০ জন আহত হয়েছেন এবং ৭ জন মারা গেছেন বলে রিপোর্ট করা হয়েছে।

    পাশাপাশি আশঙ্কাজনক বহু৷আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ১৮ বছর পর, অবশেষে আরসিবি আইপিএল কাপ জিতেছে। এবারের ফাইনালের আগে থেকেই জোরদার হচ্ছিল তাঁদের ট্যাগলাইন, ই সালা কাপ নামদে- এবারের কাপ আমাদের৷ এই স্লোগানেই চারদিক মুখরিত হয়েছিল বুধবার চিন্নাস্বামী স্টেডিয়াম৷ সেখানের আনন্দের মুহূর্ত, একটু ক্ষণের মধ্যেই পরিণত হয় আর্ত চিৎকারে৷

    ৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি এবং পঞ্জাব কিংসের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই উত্তেজনাপূর্ণ আইপিএল ফাইনাল ম্যাচে RCB ৬ রানের ব্যবধানে জয়লাভ করে। এরপর বুধবারই RCB দল কাপ নিয়ে বেঙ্গালুরুতে পৌঁছয়। আর রাজ্য সরকারের তরফ থেকে RCB খেলোয়াড়দেরও জমকালো স্বাগত জানানো হয়। আর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছিলেন। কিন্তু এই উদযাপন সত্ত্বেও, এখন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।

  • IPL এবার জিতবে কে? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী! ডেভিড ওয়ার্নার বেছে নিলেন ‘চ্যাম্পিয়ন’

    IPL এবার জিতবে কে? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী! ডেভিড ওয়ার্নার বেছে নিলেন ‘চ্যাম্পিয়ন’

    Published by:তন্ময় পাত্র

    বাংলা সার্কলে নিউজ

    Last Updated:June 01, 2025 6:55 PM IST

    রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি এই বছর দুর্দান্ত ফর্মে আছে। তারা মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫ এর ফাইনালে খেলবে।নয়াদিল্লি : অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার ২৯ মে ২০১৬ তারিখে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল খেতাব জিতিয়েছিলেন। তিনি এই বছর আইপিএল খেতাব জেতার জন্য বেঙ্গালুরুকে প্রবল দাবিদার বলেছেন।রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি এই বছর দুর্দান্ত ফর্মে আছে। তারা মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫ এর ফাইনালে খেলবে। তবে তাদের প্রতিপক্ষ কে হবে তা আজ নির্ধারিত হবে।একজন ফ্যান ওয়ার্নারকে এক্স-এ জিজ্ঞাসা করেছিলেন, ডেভিড, আপনি কি মনে করেন টাটা আইপিএল ২০২৫ এর চ্যাম্পিয়ন কে হবে? উত্তরে তিনি লিখেছিলেন, “আমার মনে হয় আরসিবি। জশ হেজলউড ম্যান অফ দ্য ম্যাচ হবেন।” আরসিবি বৃহস্পতিবার (২৯ মে) মুল্লানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে খেলা প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে (৮ উইকেটে) হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেছিল। এই বছর আইপিএলে আরসিবির দুর্দান্ত পারফরম্যান্সে হেজলউডের বড় ভূমিকা ছিল।

  • ফেডারেশনকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিয়ে গেল যোগীরাজ্যের ক্লাব,ভারতের ফুটবলে এখন নতুন জটিলতা।

    ফেডারেশনকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিয়ে গেল যোগীরাজ্যের ক্লাব,ভারতের ফুটবলে এখন নতুন জটিলতা।

    আই লিগ শেষ হয়ে গিয়েছে মাসদেড়েক আগে। তবু জটিলতা কাটার কোনও নামগন্ধ নেই। শনিবার ফেডারেশনের একটি সিদ্ধান্তের বিরোধিতা করে আবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ‘ক্যাস’-এ যাচ্ছে ইন্টার কাশী।আই লিগ শেষ হয়ে গিয়েছে মাসদেড়েক আগে। তবু জটিলতা কাটার কোনও নামগন্ধ নেই। শনিবার ফেডারেশনের একটি সিদ্ধান্তের বিরোধিতা করে আবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাসে যাচ্ছে ইন্টার কাশী।

    গত এপ্রিলে নামধারী এফসি ফেডারেশনকে অভিযোগ করে জানায় যে, ইন্টার কাশী আই লিগের নিয়মের ৬.৫.৬ এবং ৬.৫.৭ ধারা ভেঙেছে। এই ধারা অনুযায়ী, একটি ক্লাব সর্বোচ্চ ছ’জন বিদেশি নথিভুক্তি করাতে পারবে। যে বিদেশিকে বাদ দেওয়া হয়েছে, তাঁকে একই মরসুমে দ্বিতীয় বার সই করানো যাবে না।নামধারীর দাবি, নবম রাউন্ডের আগে স্পেনের স্ট্রাইকার মার্কো বারকোর বদলে সার্বিয়ার মাতিজা বাবোভিচকে সই করিয়েছিল কাশী। ১৫তম রাউন্ডের আগে আবার বারকোকে ফিরিয়ে আনা হয় জুয়ান পেরেজের বদলে। এই কাজ নিয়মবিরুদ্ধ বলে তাদের দাবি। নামধারীর সঙ্গে অভিযোগ জানায় চার্চিল ব্রাদার্স এবং রিয়াল কাশ্মীরও। দুই দলের বিরুদ্ধে বারকো খেলেছেন।শনিবার ফেডারেশনের আপিল কমিটি জানিয়েছে, নামধারী, চার্চিল এবং কাশ্মীরের দাবি সঠিক। তারা জানিয়েছে, কাশীর চার পয়েন্ট কেটে নেওয়া হবে। দু’পয়েন্ট পাবে চার্চিল এবং তিন পয়েন্ট পাবে নামধারী। সেই অনুযায়ী, চার্চিলের পয়েন্ট হবে ৪২।

    কাশীর পয়েন্ট কমে হবে ৩৭। নামধারীর হবে ৩৫। চার্চিল একক ভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে।সঙ্গে সঙ্গে কাশী জানিয়েছে, তারা ক্যাসে যাবে। কী ভাবে সহজ এবং সাধারণ নিয়মও ফেডারেশন বুঝতে পারছে না তা ভেবে অবাক তারা। এই নিয়ে দ্বিতীয় বার ক্যাসে যাচ্ছে কাশী। আগের মামলাটি এখনও ফয়সালা হয়নি।গত ১৮ এপ্রিল চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। তার পরেই ক্যাসে আবেদন করে কাশী। ক্যাসের আপিল্‌স আরবিট্রেশন ডিভিশনের সহ-সভাপতি এলিজাবেথ স্টেনার ২৭ এপ্রিল ফেডারেশনকে নির্দেশ দিয়েছিলেন, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন না করতে।সে দিনই ফেডারেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, রবিবারই গোয়ায় গিয়ে চার্চিলকে আই লিগের ট্রফি এবং পদক দেওয়া হয়ে গিয়েছে! তবে ফেডারেশনের দফতরে ছুটি থাকার কারণে ক্যাসের রায় তাদের কাছে এসে পৌঁছনোর আগেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যায়। পরে ফেডারেশনের তরফে থেকে চার্চিলের কাছে ট্রফি ফেরতও চাওয়া হয়। নিজেদের যুক্তি জানানোর জন্য ফেডারেশন, চার্চিল এবং নামধারী এফসি-কে ২৯ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল ক্যাস।

    উল্লেখ্য, আই লিগ শেষ হওয়ার পর চার্চিল ৪০ পয়েন্টে শেষ করে। ইন্টার কাশী শেষ করে ৩৯ পয়েন্টে। সমস্যা ইন্টার কাশীর একটি ম্যাচকে কেন্দ্র করে। গত ১৩ জানুয়ারি নামধারী এফসি-র সঙ্গে খেলা ছিল কাশীর। সেই ম্যাচে কাশী ০-২ গোলে হারে। তবে ম্যাচের পরেই নামধারীর বিরুদ্ধে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে অভিযোগ করে কাশী। তাদের দাবি, ওই ম্যাচে নামধারী অবৈধ ভাবে ক্লেডসন কার্ভালহো দা সিলভাকে খেলিয়েছে। আগেই চারটি হলুদ কার্ড দেখায় ওই ম্যাচে নির্বাসিত থাকার কথা ছিল ক্লেডসনের। কিন্তু তিনি কাশীর বিরুদ্ধে ওই ম্যাচে খেলেন।

  • আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল।

    আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল।

    আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল। টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা বেশি।আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল। টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা বেশি।লটারির টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন। তাহলে আপনি টিকিট কাটার আগে সম্যক ধারণা পেতে পারেন। লটারির টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন। তাহলে আপনি টিকিট কাটার আগে সম্যক ধারণা পেতে পারেন।প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখুন। প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখুন।আগেরবার কোনও এক মিডল নাম্বার যেতে তাহলে সেইরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসেবে। আগেরবার কোনও এক মিডল নাম্বার যেতে তাহলে সেইরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসেবে।মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল দিয়ে থাকে।মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল দিয়ে থাকে।সব সময় টিকিটের নম্বর নয়, কোথা থেকে টিকিট কাটছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকে কাটা উচিৎ। তাতে আপনার পছন্দ করার সুযোগ বেশি।সব সময় টিকিটের নম্বর নয়, কোথা থেকে টিকিট কাটছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকে কাটা উচিৎ। তাতে আপনার পছন্দ করার সুযোগ বেশি।এর আগের বিজেতার যেটি মিডল নাম্বার ছিল, তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করুন।এর আগের বিজেতার যেটি মিডল নাম্বার ছিল, তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করুন।লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগত ভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। তারমধ্যে নিজের জন্মদিন, স্ত্রী-র জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানদের জন্মদিন হতে পারে।লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগত ভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। তারমধ্যে নিজের জন্মদিন, স্ত্রী-র জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানদের জন্মদিন হতে পারে।তবে সঠিক ভাবে লটারি জেতার উপায় ও এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে, লটারি কিন্তু সম্পূর্ণই ভাগ্যের খেলা। আর লটারি কাটাকে নেশায় না পরিণত করাই ভাল।তবে সঠিক ভাবে লটারি জেতার উপায় ও এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে, লটারি কিন্তু সম্পূর্ণই ভাগ্যের খেলা। আর লটারি কাটাকে নেশায় না পরিণত করাই ভাল।

  • ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি! বাংলাদেশের ব্যাটারকে মাঠেই প্রহার দক্ষিণ আফ্রিকার স্পিনারের!

    ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি! বাংলাদেশের ব্যাটারকে মাঠেই প্রহার দক্ষিণ আফ্রিকার স্পিনারের!

    SA vs BAN: ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের এমার্জিং দলের টেস্ট ম্যাচে যা ঘটল তা ছাপিয়ে যেতে পারে ক্রিকেটের অনেক অপ্রীতিকর ঘটনাকে।ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের এমার্জিং দলের টেস্ট ম্যাচে যা ঘটল তা ছাপিয়ে যেতে পারে ক্রিকেটের অনেক অপ্রীতিকর ঘটনাকে। ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি বাদ গেল না কোনও কিছুই।মিরপুরে চলছে বাংলাদেশ ইমার্জিং টিম এবং সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের মধ্যে চার দিনের টেস্ট ম্যাচ। প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়। কিন্তু দ্বিতীয় দিনে ক্রিকেট মাঠে তুমুল মারপিঠ দেখল ক্রিকেট বিশ্ব। প্রোটিয়া বোলার শেপো এনতুলির ওভারে ছয় মারেন বাংলাদেশের টেলেন্ডার ব্যাটার রিপন মণ্ডল।টেলেন্ডারের হাতে ছয় খেয়ে মেনে নিতে পারেননি এনতুলি। সোজা এগিয়ে গিয়ে রিপনকে ধাক্কা মারেন প্রোটিয়া অফ স্পিনার। গালিগালিজও করেন বলে অভিযোগ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রিপন। কিন্তু এনতুলিকে থামানো যায়নি। সোজা গিয়ে ঘুষি মারেন। অন্যান্য ক্রিকেটাররা এসেও সহজে থামাতে পারেননি প্রোটিয়া স্পিনারকে।

  • ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতির মধ্য দিয়ে অবশেষে চূড়ান্ত হয়ে গেল আইপিএল এর প্লে অফের চার ম্যাচের সূচি

    ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতির মধ্য দিয়ে অবশেষে চূড়ান্ত হয়ে গেল আইপিএল এর প্লে অফের চার ম্যাচের সূচি

    ক্রিকেট বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ দশটি টিম নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট, অবশেষে প্রত্যেক টি টিম মরণ বাঁচন লড়াই করে প্লে অফে জায়গা করে নিল চারটি টিম,তবে এই মরসুমে প্রথম দিকে খেলা ভালোভাবে হলেও শেষের দিকে ঘটে যায় কাশ্মীরে জঙ্গি হামলা আর তার জেরে ভারত পাকিস্তানী জঙ্গিদের উপর বদলা নিতে অপারেশন এর নাম দেওয়া হয় সিঁদুর,ভারত এই অপারেশন এ সফল হলেও পরবর্তীতে পাকিস্তানী সৈনিকরা ভারতের উপর হামলা শুরু করে আর তার জেরে টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নেই ‘বি সি সি আই’ তবে সব বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে শুরু হয় টুর্নামেন্ট তবে এখন দেখার ফাইনালে কোন দুটি দল খেলে সেই দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব

  • অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,
    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

    অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ, এই খেলার সহযোগিতায় বনফুল ট্রি হাউস।
    এই প্রথম বাঁকুড়ার জয়পুরে গত 23/05/2025 তারিখ থেকে ২৫/৫/২০২৫ পর্যন্ত জয়পুর হাই স্কুল মাঠে যে পি এল লীগ তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলছিল অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে সমাপ্ত ঘটল আজ,
    ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সকলকে গানে গানে মাতিয়ে দিতে উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাতো নামা শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। গতকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ খেলার বাধার সৃষ্টি করে কিন্তু শেষমেষ বাধা অতিক্রান্ত করে খেলা সমাপ্ত ঘটে নির্দিষ্ট দিনে।
    তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম আর শান্ত শিষ্ট ক্রিকেটপ্রেমী দর্শকদের পরিবেশ বুঝিয়ে দিল জয়পুর আছে জয়পুরেই।
    তাই জয়পুরের জয় হোক এই কথাটা আরেকবার মনে করিয়ে দিলাম সকলকে। আজকের এই খেলায় বিজয়ী হয়েছেন পাপু মাস্টার একাদশ অর্থাৎ পি এম একাদশ। বিজেতা হন HCA অর্থাৎ হেতিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই দুটি দলের হাতে বহুমূল্যবান চেক ও ট্রফি তুলে দেন জয়পুর ব্লকের আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী মুজিবর কাজী ও জয়পুর প্রিমিয়ার লিগ খেলার আসল উদ্যোক্তা যিনি এই খেলাটি স্পন্সর করেছেন বনফুল ট্রি হাউসের কর্ণধার নাসিম মল্লিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এই খেলার উদ্দেশ্য একটাই, স্মার্ট যুগে দাঁড়িয়ে অতি SMART হতে গিয়ে সকলে আজ মোবাইল মুখি। মাঠে খেলাধুলা ছেড়ে মন দিয়েছে মোবাইল গেমে। চলছে একাধিক গেম খেলা। আর সেই খেলাধুলা ত্যাগ করে মাঠোমুখি করার উদ্দেশ্যে এই খেলা বলেই জানান বিশিষ্ট সমাজসেবী নাসিম মল্লিক। আজকের এই খেলাকে নিয়ে কি বলছেন সকলের প্রিয় জি বাংলা সারেগামাপা খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক চলুন শোনাবো আপনাদের।

  • কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।

    কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।

    কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।
    গান ফায়ার এর মধ্য দিয়ে শুরু হল ম্যারাথন দৌড় উদ্বোধন করলেন জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র। শুরু হলো সপ্তম তম জয়পুর মেলা। আজ সকালে, জয়পুর ব্লকের রাজগ্রাম বাস স্ট্যান্ড থেকে পুরুষ দের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা,ও বাঘা জোল বাস স্ট্যান্ড থেকে মহিলাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় শেষ হয় জয়পুর হাই স্কুল মাঠে।
    আজ ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস সেই ভোটার দিবসে জয়পুর ব্লক প্রশাসনের জাতীয় ভোটার দিবস পালনে অভিনব উদ্যোগ দেখল জয়পুর ব্লকের মানুষ। হালকা আকাশী কালারের ড্রেস পড়ে শয়ে শয়ে পুরুষ ও মহিলারা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম হন আরামবাগের যুবক সাহেব অধিকারী প্রতিবছরই তিনি এই দৌড় প্রতিযোগিতায় ডাক পান অংশগ্রহণ করার জন্য। তিনি এসেছিলেন এবং প্রথম পুরস্কার জিতে নিয়ে যান।
    মহিলা প্রথম হন কোতুলপুর ব্লকের সিয়াস শ্রীরামপুরের কন্যা বৃষ্টি সেন। পুরস্কার তুলে দেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শার্ট, ৫০০০ টাকার চেক ও সাথে ট্রফি।
    ও সাহেবের হাতে প্রথম পুরস্কার তুলে দেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র।
    তবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক অন্য চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি রামনারায়ণ পাল, উনাকে দীর্ঘ রাজগ্রাম থেকে জয়পুর পর্যন্ত দৌড়াতে দেখা যায় সাথে ছিলেন একাধিক কর্মীরা।
    ওনার এই প্রতিভাকে কুর্নিশ জানান জয়পুর ব্লকের মানুষ যে সারাদিন অতি ব্যস্ত থাকার পরেও তিনি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে সকলকে দেখিয়ে দিলেন তিনি সারাদিন ব্লক সামাললেও কোন দিক দিয়ে তিনি কম যান না কোথায় বলে না যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন।
    তেনার এই প্রতিভাকে দেখে ওনাকেও পুরস্কৃত করা হয় জয়পুর ব্লক এর পক্ষ থেকে।

  • দুই পায়ের জাদু দেখিয়ে নজর কাড়লো বাঁকুড়ার জয়পুর সলদার মাঠে বাংলার অগ্নিকন্যারা।

    দুই পায়ের জাদু দেখিয়ে নজর কাড়লো বাঁকুড়ার জয়পুর সলদার মাঠে বাংলার অগ্নিকন্যারা।

    গ্রাম বাংলার কন্যাশ্রী দের মাঠ মুখী করতে ও খেলায় উৎসাহ দিতে মহিলা ফুটবল পদর্শনী করে বাঁকুড়ার জয়পুর ব্লকের ফুটবলপ্রেমী দর্শকদের মন মুগ্ধ করে দিলেন সোলদা সমীজী স্পোটিং ক্লাব।

    যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন কলিকাতা মহিলা স্পোর্টস একাডেমি
    বনাম মেদিনীপুর জেলা সুপার মহিলা একাদস। কলকাতা মহিলা স্পোর্টস একাডেমী ৫-০ গোলে জয় লাভ করে মেদিনীপুর একাডেমির খেলোয়াড়েরা ভালো খেললেও তারা খালি হাতেই ফিরতে হয়।
    এই দুটি দলেতেই রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়েরা এই খেলায় অংশগ্রহণ করেছিলেন।
    এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর থানার এস আই কৃষ্ণ প্রসাদ মান্ডি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
    কোথায় বলে যে রাঁধে সে চুলও বাধে, মেয়েরাও যে কোন অংশে পিছিয়ে নেই তা প্রমাণ করে গেল বাঁকুড়ার জয়পুর সোলদার মাঠে। মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে দুটি দলই খুব সুন্দর খেলা দেখালেন ফুটবলপ্রেমী দর্শকদের।
    দুটি দলেই অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই স্কুল কলেজে পড়াশোনা করেন এ বছরে অনেক মহিলা ফুটবলারেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিতে চলেছে তাও তাদের উৎসাহ প্রচুর একদিকে পড়াশোনা চাপ অন্যদিকে সমান্তরাল ভাবে চালিয়ে যাচ্ছেন । আবার কোন মহিলা ফুটবলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সংসার ধর্ম করলেও তাদের খেলাতে কোনো খামতি নেই দুই পায়ের জাদু দেখিয়ে নজর কারলেন সকলের। এই খেলয়ারেরা রাজ্যের বিভিন্ন জেলায় খেলে এসেছেন । কি বলছেন সলদা স্বামীজি স্পোটিং ক্লাবের সভাপতি ও কলকাতা স্পোর্টস একাডেমির জাতীয় স্তরের খেলোয়ার ।