Category: দক্ষিণবঙ্গ

  • ইউটিউব দেখে ড্রাগন ফলের চাষ করে সফলতার মুখ দেখতে চলেছেন রাজগ্রামের যুবক অরিন্দম

    ইউটিউব দেখে ড্রাগন ফলের চাষ করে সফলতার মুখ দেখতে চলেছেন রাজগ্রামের যুবক অরিন্দম

    ইউটিউব দেখে ড্রাগন চাষ করে লাভের আসা দেখছেন অরিন্দম।
    সমতল জমিতে ঐ যে ড্রাগন ফলের চাষ করা যায় তা দেখিয়ে দিলেন বছর ৩৬ এর যুবক অরিন্দম পাত্র।

    ইউটিউব দেখে চাষ করেও সফলতার মুখ দেখছেন অরিন্দম।

    মাত্র দু বছর হল লাগিয়েছেন তিনি ইতিমধ্যেই লক্ষ টাকার বেশি ড্রাগন ফল বিক্র করে ফেলেছেন।

    শুধু তাই নয় সাথে বিক্রয় করেছেন চারা গাছ।।
    এখন শুধু মাঠ ময় সাদা সাদা ফুল আর লাল লাল ও হলুদ রঙের ড্রাগন ফল, কান পাতলেই শোনা যাচ্ছে মৌমাছির ম ম আর গুনগুন শব্দ।

    ইউটিউব দেখেও যে চাষ করে লাভের মুখ দেখা যায় তা প্রমাণ করল বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামের যুবক অরিন্দম পাত্র। পড়াশোনাতে তিনি ভালই ছিলেন কিন্তু চাকরি জোটেনি কপালে, আসক্ত হয়ে পড়েছিলেন সোশ্যাল মিডিয়ায় আর সেই সোশ্যাল মিডিয়ার দৌলতেই কপাল খুলতে চলেছে অরিন্দমের। তিনি ইউটিউব ঘাটতে ঘাটতে নজরে আসে ড্রাগন ফলের চাষে যেমন ভাবনা তেমনি কাজ,বেকার বসে না থেকে শুরু করলেন চাষ।

    মাত্র ৫২ শতক জায়গায় লাগিয়েছেন ড্রাগন গাছ। এরই মধ্যে প্রায় পাঁচ রকমের প্রজাতির গাছ লাগিয়েছেন তিনি। তার মধ্যেই তিন রকমের কালারের গাছ রয়েছে”লাল-হলুদ ও সাদা”

    তিন রকমে ফল হচ্ছে জমিতে। তিনি নিজের জমিতে বিশেষ করে যে প্রজাতির গাছ গুলি লাগিয়েছেন সেগুলি হল “সিয়াম রেড, জাম্বুরেড, ভিয়েতনাম সুইট হোয়াইট, ইসরাইল ইয়োলো ও দেশি মরক্কোর রেড।”

    তবে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগাতে গিয়ে খরচাও হয়েছে বেশ ভালই, প্রায় ৬ লক্ষ টাকার মতো খরচ ইতোমধ্যেই করে ফেলেছেন দুবছরে।
    তবে প্রথম বছরে তেমন একটা লাভের মুখ দেখতে পাননি,মাত্র এক লক্ষ টাকার ফল তিনি বিক্রি করেছেন তিনি। তবে এই বছরের যে হারে গাছে ফুল এসেছে বা ইতোমধ্যেই ফল ধরে রয়েছে তাতে করে তিনি তার খরচের শতকরা টাকা তুলে নিতে পারবেন বলেই মনে করছেন তিনি।।

    তবে ড্রাগন চাষ সচরাচর উঁচু জায়গায় চাষ করলে ভালো ফলন হয়। তবে বিশেষ করে তিনি উঁচু জায়গা না হলেও নিচু জায়গাতেও যে চাষ করে ফলন ফলিয়েছেন তাতে করে নজর কেড়েছে রাজগ্রামের যুবক অরিন্দম পাত্র।

    বছর ৩৬ এর এই অরিন্দম অসাধ্য সাধন করেছেন বলেই মনে করছেন এলাকার মানুষ।। এই চাষ সচরাচর এর আগে লোকের বাড়িতে টবে বাগান বাড়িতে ছাড়া কোথাও হয়নি,দেখেনি এলাকার মানুষ এরকম ফসল চাষ করা যায় রাজগ্রামের এটেল মাটিতে।

    তবে এই চাষ দেখে অনেকেই আগ্রহী হয়ে চারা গাছ নিয়ে যাচ্ছেন বলে জানান ইউটিউব দেখে সফলতার মুখ দেখতে যাওয়া ড্রাগন ফল চাষি অরিন্দম এমনটাই তিনি জানান।

    তবে এই চাষ বিষয় নিয়ে রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউসনের জীব বিদ্যার শিক্ষক দেবীপ্রসাদ পাত্র তিনি জানান এই গাছ মরুভূমির ক্যাকটাস প্রজাতির মধ্যে বা মনসা গাছ জাতীয় উদ্ভিদ। উর্বর মাটিতে ভালো ফলন হয় তবে নিচু বা সমতল ডোবা জমিতে গাছের ফলন কম ও জল লেগে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে,

    তবে একেবারেই যে এই গাছের জল লাগে না তেমনটা কিন্তু নয় যেমন প্রয়োজন তেমন জল দিতে হয়। তিনি এও জানান ১৫৩ বেশি প্রজাতি রয়েছে এই উদ্ভিদের, তার মধ্যেই তিনি পাঁচ রকম প্রজাতির চাষ করেছেন। তবে এই চাষ সচরাচর (লংজিবিটি) অর্থাৎ দীর্ঘমেয়াদী ফসল একবার গাছ লাগালে কুড়ি থেকে ২৫ বছর এই কাজ থেকে ফলন পাওয়া যায়।।


    প্রতিবছর পর বছর ফলন দিতেই থাকে, শুধুমাত্র প্রয়োজন এই গাছের পরিচর্যা ।তবে রাজগ্রামের অরিন্দম চাষ করেছে সমতল জমি এবং মেটেল মাটিতে ,তাতেও যে তার ফলন প্রচুর হয়েছে, এতেই তিনি খুশি উনার কোথায় তিনি অসাধ্য সাধন করেছেন এই চাষে।।

    এনার চাষ থেকে আরও অনেকেই এলাকার মানুষ চাষ করবেন বলেই তিনি আশাবাদী।।

    বিশদ জানতে,

    এই ফোন নাম্বারে যোগাযোগ করলে চারাগাছ পাবেন। Number —- 8972518027call/WhatsApp করুন।

  • ফের রাজ্যে বোমা বিস্ফোরণ কেঁপে উঠল গোটা গ্রাম,ছিন্নভিন্ন দেহ কোথায় এমন ঘটল দেখুন।

    ফের রাজ্যে বোমা বিস্ফোরণ কেঁপে উঠল গোটা গ্রাম,ছিন্নভিন্ন দেহ কোথায় এমন ঘটল দেখুন।

    কাটোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ….

    ফের ভয়াবহ বোমা বিস্ফোরণ (Terrible Bomb Blast)! শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার (Katwa) রাজোয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল এক ব্যক্তির দেহ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, ভেঙে পড়েছে দেওয়াল।

    আতঙ্কে রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ঝলসে যাওয়া একটি দেহ। দেহটি এতটাই ক্ষতবিক্ষত যে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। ওই বাড়ি থেকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন আরও এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁর নাম তুফান চৌধুরী।

    পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই বাড়িতে বোমা তৈরি চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত তুফানকে কটোরিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়।প্রত্যক্ষদর্শীদের কথায়, রাত প্রায় ন’টা পেরিয়ে গিয়েছে। আচমকা দু’দফা প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু বাড়ির দরজা-জানালা থরথর করে কাঁপতে থাকে। আতঙ্কিত মানুষজন দৌড়ে বেরিয়ে আসেন রাস্তায়। তার পরই নজরে আসে একটি বাড়ি থেকে কালো ধোঁয়া উঠছে। দেখা যায়, ছাদ উড়ে গিয়েছে, একাংশ দেওয়াল ধসে পড়েছে।

    তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তুফান সম্ভবত বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতীকে এনে সেখানে বোমা বাঁধানোর কাজ করাচ্ছিলেন। মৃত ব্যক্তি তাঁদেরই কেউ হতে পারেন। তুফানের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

    ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য, তাজা বোমা তৈরির সামগ্রী। এলাকাজুড়ে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। কেন এই বোমা তৈরি হচ্ছিল, কার নির্দেশে, কী উদ্দেশ্যে— সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।তদন্তে নেমেছে ফরেনসিক বিশেষজ্ঞরাও। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, বিস্ফোরক কোথা থেকে এল— সব দিকেই নজর রাখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে।’

  • ফের বাঁকুড়ার বিষ্ণুপুর দ্বারকেশ্বর নদীর সুভাষপল্লী ঘাটে দুর্ঘটনা,আবারো উদ্ধার হল একব্যক্তির ভাসমান দেহ , ঘটনাস্থলে বিষ্ণুপুর থানা পুলিশ।

    ফের বাঁকুড়ার বিষ্ণুপুর দ্বারকেশ্বর নদীর সুভাষপল্লী ঘাটে দুর্ঘটনা,আবারো উদ্ধার হল একব্যক্তির ভাসমান দেহ , ঘটনাস্থলে বিষ্ণুপুর থানা পুলিশ।

    রঞ্জিত কুন্ডু বাঁকুড়া:-

    আবারো বাঁকুড়ার বিষ্ণুপুর দারকেশ্বর নদীতে জলে ডুবে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সুভাষপল্লীর ঘাট সংলগ্ন এলাকায়, আবারো নতুন করে সুভাষপল্লীর ঘাটে মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় চাঞ্চল্য এলাকাতে।

    এই সুভাষপল্লীর ঘাটের তিন তিনটি ছাত্রের জলে ডুবে মৃত্যুর ঘটনা রেস কাটতে না কাটতে ফের আবার দুর্ঘটনা সুভাষপল্লীর ঘাট সংলগ্ন এলাকায়, আবারো জলে ডুবে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম হারাধন রায় বাড়ি বিষ্ণুপুর বেন্দাই গ্রামে বলেই সূত্রে খবর।
    জানা যায় গতকাল থেকে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি অবশেষে আজ দুপুরবেলায় স্থানীয় মানুষজন নদীতে মাছ ধরতে যান সেই সময় নদীর ঘাটে এক ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখেন, সাথে সাথেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়,বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ময়নাতদন্ত জন্য নিয়ে যায়।

    তবে স্থানীয় সূত্রে খবর ওই মৃত ব্যক্তি প্রায় দিনে বাড়ির বাইরে থাকতেন, ঠিক তেমনি গত কাল থেকে নিখোঁজ ছিলেন তিনি, আজ ওই ব্যক্তির দেহ ভেসে উঠলো দারকেশ্বর নদীর সুভাষপল্লীর ঘাটে,


    তবে কি কারণে গতকাল থেকে নিখোঁজ ওই ব্যক্তি, কি কারতেই বা নদীতে এল, কিভাবেই বা মৃত্যু হল তা তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিস।

    কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের।

  • ফের গোঘাটে ঝরল প্রাণ, বের হলো রক্ত, কি ভয়ানক পরিস্থিতি দেখুন।

    ফের গোঘাটে ঝরল প্রাণ, বের হলো রক্ত, কি ভয়ানক পরিস্থিতি দেখুন।

    আবারো ভয়াবহ দুর্ঘটনা,এবার যাত্রীবাহী বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত আরো ১০ থেকে ১৫ জন বাস যাত্রী।

    আবারো ভয়াবহ দুর্ঘটনা হুগলির গোঘাটে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি
    ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামে

    কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা, যার জেরে চলে গেল একটি প্রাণ ও আহত হলেন অনেকে।
    তবে স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগের দিক থেকে বদনগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ই মৃত্যু হয় একজনের ও আহত হয় প্রায় ১০ থেকে ১৫ জন বাস যাত্রী। দুর্ঘটনার শব্দ এতটাই তীব্র ছিল যে শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন,খবর দেয়া হয় পুলিশ প্রশাসনকে, খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত ছুটে আসেন পুলিশ,আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে।


    তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে তারা জানান আরামবাগের দিক থেকে ছুটে আসা বদনগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের আহত হয়েছে ১০ থেকে ১২ জন তাদেরকে পুলিশ উদ্ধার করে স্থানীয় তামার পুকুর হসপিটালে নিয়ে যায় সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে যিনি মারা গেছেন উনার নাম তপন দে। বাড়ি চন্দ্রকোনা থানার বিষ্ণুদাসপুরে,বয়স আনুমানিক ৫৩ বছর। সূত্রের খবর তিনি আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন।

    কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি জানাচ্ছেন এলাকার মানুষ চলুন শোনাবো আপনাদের।

  • বিয়ের মাত্র ৫ দিন বাকি, মামার বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়ে বাড়ি ফিরেই মহা বিপদে জয়পুর ময়নাপুরের তরুণী,কি এমন হলো দেখুন বিস্তারিত।

    বিয়ের মাত্র ৫ দিন বাকি, মামার বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়ে বাড়ি ফিরেই মহা বিপদে জয়পুর ময়নাপুরের তরুণী,কি এমন হলো দেখুন বিস্তারিত।

    আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরের জানালার সিদ কেটে চিচিং ফাক করল গহনা ও টাকা। আর বিবাহর গহনা হারিয়ে মাথায় হাত যুবতী ও যুবতীর পরিবারের।


    জানা যায় বাঁকুড়া জয়পুর ব্লকের ময়নপুর গ্রামে বাড়ি ওই যুবতীর,কর্মসূত্রে উঠেছিলেন বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ের ভাড়া বাড়িতে, আর সেই বাড়িতেই হয়ে গেল দুঃসাহসিক চুরি। খোয়া গেল সোনা গহনা ও টাকা মিলিয়ে লক্ষ টাকা।
    বিবাহ আর মাত্র পাঁচদিন বাকি তার আগেই গয়না হারিয়ে দিশেহারা পরিবারের লোক ছুটলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানায়।


    আর বিষ্ণুপুর থানার পুলিশ অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল বাঁকুড়ার কেঠারডাঙ্গা থেকে দুই দুষ্কৃতিকে। আরো দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি তবে দুষ্কৃতীরা গ্রেপ্তার হতেই একটু হলেও বুকে বল ফিরল ওই যুবতির, তবে তিনি বলেন ৭ তারিখে বিয়ে তার আগে যদি গহনাগুলো ফেরত পেতাম তাহলে খুব ভালো হতো। বলেই তিনি জানান।

    24 ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদেরকে ধরে ফেলতেই
    বিষ্ণুপুর থানার পুলিশ কে ধন্যবাদ জানালো যুবতী। দেখুন তিনি কি বলছেন।

  • রাজ্যে খুন ধর্ষণ রাহাজানি দুর্নীতির বিরুদ্ধে এবার বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নং রাজ্য সড়ক পথ অবরোধ করল বিজেপি

    রাজ্যে খুন ধর্ষণ রাহাজানি দুর্নীতির বিরুদ্ধে এবার বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নং রাজ্য সড়ক পথ অবরোধ করল বিজেপি

    রাজ্য জুড়ে ধর্ষণ খুন চাকরি চুরি, বালি কাঠ পাথর চাল চুরি সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিজেপির পথ অবরোধ কর্মসূচি বাঁকুড়ার সিমলাপালে।

    বুধবার বিজেপির তালডাংরা তিন নম্বর মন্ডলের তরফে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের ওপর সিমলাপালির স্কুল মোড়ে ওই কর্মসূচি হয়।


    উপস্থিত ছিলেন বিজেপির তালডাংরা বিধানসভার 3 নম্বর মন্ডল এর সভাপতি সৌভিক পাত্র সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। সৌভিক বাবু বলেন, কসবায় ছাত্রীর ওপর তৃণমূলের নেতাদের পাশবিক অত্যাচারের

    প্রতিবাদে ও একই সঙ্গে রাজ্য জুড়ে চাকরি চুরি, বালি চুরি সহ বিভিন্ন দুর্নীতি স্থানীয় বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এদিনের পথ অবরোধ কর্মসূচি করা হয়। এদিন প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ। অবরোধের জেরে আটকে পড়ে বহু পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

  • বাড়ির জানালার সিক ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই চুরির কিনারা করল পুলিস গ্রেপ্তার দুই চোর, উদ্ধার চুরি যাওয়া গহনা ও টাকা।

    বাড়ির জানালার সিক ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই চুরির কিনারা করল পুলিস গ্রেপ্তার দুই চোর, উদ্ধার চুরি যাওয়া গহনা ও টাকা।

    চুরির অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সোনার গহনা সহ নগদ টাকা উদ্ধার করল বিষ্ণপুর থানার পুলিশ। গ্রেফতার দুই দুষ্কৃতি।

    ধৃতদের পেশ করা হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করছে পুলিশ। জানা গেছে গত ৩০ জুন বিষ্ণুপুর শহরের ভগত সিং মোড়ের কাছে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার কারনে সেই বাড়ির জানালার সিক ভেঙে বাড়ির মধ্যে ঢুকে সোনার গহনা ও নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। নগদ টাকা ও সোনা মিলিয়ে আনুমানিক ১ লক্ষ টাকা চুরি হয়ে যায় বলে দাবি পুলিশের।

    বিষ্ণুপুর থানায় অভিযোগ জানানোর পরেই পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে দুইজনকে সনাক্ত করে মঙ্গলবার রাতে বাঁকুড়া শহরে একটি সোনার দোকানে বিক্রি করতে যাওয়ার পথে তাজ মহম্মদ ওরফে বাঁকা ও আলি মহম্মদ ওরফে রিন্টু নামে দুই জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা ও সোনার গহনা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতদের বুধবার পেশ করা হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে।

    পুলিশ জানিয়ে ধৃত দুজনের সাথে যুক্ত রয়েছে আরও দুজন তাদের খোজ চলছে। বিষ্ণুপুর বাইপাশে একটি বড় বাড়ি টার্গেট করেছিল তারা তবে সেই বাড়িতে সিসি ক্যামেরা থাকার কারনে সেই বাড়ি ছেড়ে ভগত সিং মোড়ের একটি বাড়ির জানালান সিক ভেঙ্গে ঢুকে চুরির ঘটনা ঘটায় দলটি।

  • কোতুলপুরের টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার বিহারের কাটিহার গ্যাংয়ের চার সদস্য। আরো খোঁজে চলছে তল্লাশি

    কোতুলপুরের টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার বিহারের কাটিহার গ্যাংয়ের চার সদস্য। আরো খোঁজে চলছে তল্লাশি

    *রঞ্জিত কুন্ডু-বাঁকুড়া*

    বাইকের টুলবক্স খুলে পঞ্চাশ হাজার টাকা লুট করেও শেষ রক্ষা হলো না। কোতুলপুর পুলিশের হাতে ধৃত ভিন রাজ্য বিহারের কাটিহার গ্যাংগের চার দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে খবর বেশ কয়েকদিন আগে কোতুলপুর থানার হাজরা পুকুরের এক বাসিন্দা ও তার জামাই কোতুলপুরের ব্যাংক থেকে পঞ্চাশ এক টাকা তুলে তা বাইকে টুলবক্সে রেখে বাড়ি ফিরছিল,কোতুলপুর ব্লকের বামননাইরী মোড়ের দোকানের সামনে বাইক রেখে মিষ্টি কিনতে ঢুকেছিলেন সেইসময় দুইজন যুবক টুল বক্সের টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। টাকা চুরির ঘটনার খবর দেওয়া হয় কোতুলপুর থানায়, কোতুলপুর থানার পুলিশ শুরু করে দ্রুত তদন্ত ,তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র মারফতে সন্ধান পান, বিহার কাটিহার গ্যাংয়ের সদস্যদের খুঁজে পান, খুঁজে পান যোগ সাজোস।

    সেইমতো মঙ্গলবার চার দুষ্কৃতিকে গ্রেফতার করে কোতুলপুর থানা পুলিশ, বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়, আদালতে তোলা হলে বিচারক ধৃতদের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

    অভিযোগকারী নারায়ণদের জামাই গুরুদাস পাল বলে কিছুদিন আগে বিশেষ প্রয়োজনে কোতুলপুরে একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক থেকে শ্বশুর মশাই পঞ্চাশ হাজার টাকা তুলতে গিয়েছিলেন। আমি তাকে বাইকে করে নিয়ে গিয়েছিলাম টাকা তোলার পর বামুননায়রী একটি দোকানে মিষ্টি কিনতে ঢুকেছিলাম তখন ওই দুই যুবক দোকানে ঝামেলা করছিল তার কিছুক্ষণ পরে আমি বাইকের দিকে তাকাতেই দেখি টুল বক্স খোলা।
    সঙ্গে সঙ্গে গিয়ে দেখি টাকার ব্যাগ উধাও।


    টুলবক্সের অন্য একটি ব্যাগে পাসবই,আধার,ভোটার কার্ড সহ অন্যান্য কাগজপত্র ছিল সেগুলিও দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয় দোকানের সিসিটিভি ফুটেজ দেখা যায়। মিষ্টি দোকানে ঝামেলার অছিলায় দুজন নজর ঘোরানোর চেষ্টা করে,তখন অন্য দুজন বাইকে করে টুলবক্স খুলে পরে দোকানে ঝামেলা করা দুই যুবকও পালিয়ে যায়।
    আমার মনে হয় ওরা ব্যাংক থেকে আমাদের ফলো করছিল। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন বিহারের কাটিহারের একটি দল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাংকের গ্রাহকদের টার্গেট করছিল।

    টাকা তুলে বেড়ানোর পরই তাদের অনুসরণ করছিল নির্জন জায়গায়।
    তারা ব্যাগ ছিনিয়ে চম্পট দিচ্ছিল, সেই সুযোগ না পেয়ে ওই দলের একাংশ এই পন্থা অবলম্বন করছিল।
    পূর্ব বর্ধমান,আসানসোল,বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই নিয়ে অভিযোগ হয় অনেক।

    এর ঘটনায় কাটিহার গ্যাংগের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তার ভিত্তিতে এই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চলছে আরও তদন্ত এবার মেন মাথার খোঁজে চলছে তল্লাশি।

  • গ্রামবাসীদের কথা শুনেনি ব্লক প্রশাসন,তাই গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামে কাঁচা রাস্তা সাড়াইয়ের উদ্যোগ নিল বিজেপির বিধায়ক, খুশি গ্রামের মানুষ।

    গ্রামবাসীদের কথা শুনেনি ব্লক প্রশাসন,তাই গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামে কাঁচা রাস্তা সাড়াইয়ের উদ্যোগ নিল বিজেপির বিধায়ক, খুশি গ্রামের মানুষ।

    বছরের পর বছর ধরে বেহাল রাস্তা, তার উপর জল যন্ত্রণা, প্রাণের ঝুকিনিয়ে যাতায়াত অযোগ্য রাস্তাতেই। এবার সেই রাস্তা ছাড়া এর উদ্যোগ নিল বিজেপি বিধায়ক খুশি গ্রামবাসীরা।

    রঞ্জিত কুন্ডু-বাঁকুড়া

    বাঁকুড়ার ইনদাস বিধানসভার রোল গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার হাল বেহাল, রাস্তা সাড়াই এর উদ্যোগ নেয়নি প্রশাসন।
    বর্ষা আসলেই এবার সেই হাটু সমান কাদা, দিয়েই যাতায়াত করতে হয় স্কুল কলেজ থেকে শুরু করে গ্রামবাসীদের ।


    কাদা যন্ত্রণায় নাজেহাল হয়ে পড়ে গ্রামের মানুষ। এই রাস্তার উপর দিয়েই যেতে হয় স্কুল-কলেজের ছেলেমেয়েদের থেকে শুরু করে বাজার হাট সবেতেই একমাত্র ভরসা এই রাস্তা। আর সেই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল। দেখেও দেখেনা প্রশাসন।
    বারবার বেহাল রাস্তার যন্ত্রণার কথা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করলেও মেলেনি সুরাহা, প্রায় ১০-১২ বছর ধরে এভাবেই পায়ের কাদা মাথায় নিয়ে চলতে হচ্ছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের বিড়ি শিমুল গ্রামের বাসিন্দাদের।


    এবার সেই গ্রামবাসীদের পাশে দাঁড়ালো ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা। গ্রামবাসীদের দাবি বিধায়ক নির্মল ধারা নিজের জমানো টাকা খরচা করে রাস্তায় চলাচলের যোগ্য করে তুলছেন রাস্তাই খেলা হচ্ছে লাল মোরাম। সম্পূর্ণ রাস্তা মেরামতি না করতে পারলেও যাতায়াতযোগ্য করে তোলায় খুশি গ্রামের মানুষ।।

  • বিজেপির কর্মীদের থানা ঘেরাও অভিযানে ধন্দুমার পরিস্থিতি, ভাংলো পুলিশের ব্যারিকেড, দেখুন কোথায় এমন ঘটল।

    বিজেপির কর্মীদের থানা ঘেরাও অভিযানে ধন্দুমার পরিস্থিতি, ভাংলো পুলিশের ব্যারিকেড, দেখুন কোথায় এমন ঘটল।

    BNK BANKURA BJP BIKHOB

    খাতড়া : বিজেপি কর্মীদের বিক্ষোভ ভাঙল পুলিশের বেরিকেড। সোমবার ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া জেলার পক্ষ থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন সহ খাতড়ায় বিজেপি কর্মীদের ওপর মিথ্যা কেস দেওয়ার প্রতিবাদে খাতড়া শহরের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ছিল। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিজেপি থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল। ‌

    এদিন পুলিশের পক্ষ থেকে খাতড়া থানার কিছুটা আগে খাতড়া বাজারের থানা রোডের ওপর ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকানোর ব্যবস্থা করে। এদিন বিকেলে বিজেপির নেতাকর্মীরা খাতড়া বাজারে মিছিল করে খাতড়া থানার কাছাকাছি এসে পৌঁছতেই পুলিশের ব্যারিকেডে আটকে যায় তারা। ব্যারিকেডের উপরে উঠে মাটিতে ফেলে দেয় ব্যারিকেডে।

    বিজেপি কর্মীদের আটকাতে নাজেহাল হয় খাতড়া থানার পুলিশ বাহিনী। ব্যারিকেড ভেজে দিয়ে ঐখানেই অবস্থান কর্মসূচি করে বিজেপি। অবস্থান কর্মসূচিতে বিজেপির নেতাকর্মীরা রাজ্য সরকার সহ মিথ্যা কেস দেওয়ার প্রতিবাদে খাতড়া থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন।