Category: বিদেশ

  • জমিতে কাজ করতে গিয়ে ২৬ ফুট সাইজের অজগরের পেটে গেল এক কৃষক।

    জমিতে কাজ করতে গিয়ে ২৬ ফুট সাইজের অজগরের পেটে গেল এক কৃষক।

    জমিতে কাজ করতে গিয়ে ২৬ ফুট সাইজের অজগরের পেটে গেল বছর ৬৫র এক কৃষক।


    জানাযায় চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন তিনি আর বাড়ি ফেরেনি, অনেক খোঁজাখুঁজি শুরু করে এলাকায় শেষমেশ থানার দারস্ত হন বাড়ির লোক, নিখোঁজ ডায়রিও করা হয়। কিন্তু গত তিনদিন পেরিয়ে গেলেও খোজ মিল ছিল না কিছুতেই। অবশেষে খোঁজ পাওয়া গেল চাষের জমিতে।


    দেখা যায় ২৬ ফুট সাইজের একটি অজগর সাপ খাবার খেয়ে শুয়ে রয়েছে, কোন রকমের নড়াচড়া করছে না ঘন্টার পর ঘন্টা ধরে,তখনই সন্দেহ হয় গ্রামবাসী থেকে পরিবারের লোককের। শেষমেষ ওই অজগরের পেট কেটে দেখেন তাদেরই নিখোঁজ থাকা কৃষক অজগরের পেটে।আর এই ঘটনা জানাজানি হতেই চারিদিকে হইহুল্লোড় শুরু হয়ে যায়, জড়ো হতে থাকেন গ্রামবাসীরা ।

    দেখুন ভিডিও

    এমনই ঘটনার সাক্ষী থাকলো ইন্দোনেশিয়ার দক্ষিণবুটন জেলার মানুষ।

    জানাযায় স্থানীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান লাউডে রিসা ওয়াল জানিয়েছেন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বছর 63-65 বছরের ওই কৃষক রবিবার তাকে অজগরের পেট কেটে উদ্ধার করেন স্থানীয়রা।


    এতদিন জানা যেত অজগর সাপ গরু বাছুর গিলে খেত। এবারে আস্ত একটা মানুষকে গিলে ফেলল অজগর সাপ। তবে ২০১৭ সালে ইন্দোনেশিয়াতে তুলাওয়াসির একটি গ্রামে 25 বছরের এক যুবককে গিলে ফেলেছিল ২৩ ফুটের অজগর তাকেও একইভাবে পেট কেটেই বার করতে হয়েছিল তার মৃতদেহ।

  • জাপানি বাবা ভাঙ্গার ৫ই জুলাই মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণীর কথামতো প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আজ থেকে আতঙ্ক চরমে

    জাপানি বাবা ভাঙ্গার ৫ই জুলাই মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণীর কথামতো প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আজ থেকে আতঙ্ক চরমে

    জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে আজি জাপানের দক্ষিণ পশ্চিমাংশে ভূমিকম্প অনুভূত হয়েছে এই ঘটনাগিরি তুমুল আতঙ্ক এলাকায়।।

    জাপানকে পৃথিবীর সব থেকে ভূমিকম্প প্রবল এলাকা বলে মনে করা হয় আর এই দেশ ফের একবার ভয়ংকর দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে।। তাহলে কি ভবিষ্যৎবাণী সফল হতে চলেছে, জাপানি বাবা ভাঙ্গার রিও তাৎসুকি ৫ ই জুলাই যে ভবিষ্যৎবাণী করেছে তার আগেই অর্থাৎ আজি ভূমিকম্প অনুভূত হলো জাপানে।

    রীতিমতো এলাকাই আতঙ্ক ছড়িয়েছে। তিনি আগেই পূর্বভাস দিয়েছিলেন যে ফিলিপাইন ও জাপানের মধ্যবর্তী স্থলদেশে বিশাল ফাটল দেখা যাবে এবং এর ফলে সুনামির থেকেও ভয়ংকর বিপর্যয় নেমে আসবে।

    যদিও আশ্চর্যের বিষয় হল এই ভবিষ্যৎবাণীর পরেই আজ অর্থাৎ চারি জুলাই টোকিও থেকে মাত্র বারোশো কিমি দক্ষিণ পশ্চিমে টোকাটা দ্বীপের সমুদ্র সৈকতে ৫.৫ মাত্রার ভূমিকম্পন অনুভূত হল।

    কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে জাপানি বাবাভাঙ্গা রিও তাৎসুকির ভবিষ্যৎবাণীর আতঙ্ক ।

    ৫ই জুলাই মহা পলয় আসছে পৃথিবীতে। আর ৪ই জুলাই ভূমিকম্প, আর এই ভূমিকম্পের কারণে ভয়ে রয়েছেন এলাকার মানুষ।।

    ভবিষ্যৎবাণী অল্প হলেও বাস্তবে রূপায়িত হয়েছে তাই মানুষের মধ্যে ভয় আরও চরমে ছড়িয়েছে।। তাহলে কি সত্যি সত্যি ভবিষ্যৎবাণীর কথা সত্যি হতে চলেছে না সম্পূর্ণ মনগড়া কথা তবে, তবে এই ঘটনার সত্যতা যাচাই করেনি বিসিএন বাংলা, তার জন্য দায়ী নয় আমরা।


    কোন গুজব ছড়াবেন না কোন গুজবে কান দেবেন না।

  • ইরানের উপর হামলা চালাল ইজরায়েলের, পর পর বিস্ফোরণ, কেঁপে উঠলো ইরান।

    ইরানের উপর হামলা চালাল ইজরায়েলের, পর পর বিস্ফোরণ, কেঁপে উঠলো ইরান।

    AFP News এজেন্সির সূত্রে খবর মৃত্যু শীর্ষ সেনাকর্তার। ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল নয়া দিল্লি।

    ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির

    সরকারি বিল্ডিং, সামরিক এবং পরমাণু ঘাঁটি লক্ষ্য করে পরপর হামলা চালাল ইজরায়েল। ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে। এএফপি নিউস এজেন্সি সূত্রে খবর, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির।
    পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইজ়রায়েলে ‘স্টেট অফ ইমার্জেন্সি’ বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করেছে। এই উদ্বেগের পরিস্থিতিতে, ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।

    সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-পার্শ্ববর্তী আরব-দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের। তারপর থেকেই ইজরায়েলের ইরানের উপর হামলা চালানোর সম্ভাবনা জোরদার হয়।


    ইজরায়েলের ভারতীয় দূতাবাস বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং ইজরায়েলি কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ডের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
    ইরান-ইজরায়েল, একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়। দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ কতটা ভয়ানক রূপ নিতে পারে সেই আশঙ্কায় তাকিয়ে সারা বিশ্ব।যদিও অল্প সময়েই নিয়ন্ত্রণেও আসে যাবতীয় পরিস্থিতি, কিন্তু তাতেও উদ্বেগ কমেছে না।

  • অতিরিক্ত সেক্স করে বিস্ম রেকর্ডকরতে গিয়ে হসপিটালে পন তারকা। করলেন ছ ঘন্টায় ৫৮৩ জন পুরুষের সঙ্গে সঙ্গম

    অতিরিক্ত সেক্স করে বিস্ম রেকর্ডকরতে গিয়ে হসপিটালে পন তারকা। করলেন ছ ঘন্টায় ৫৮৩ জন পুরুষের সঙ্গে সঙ্গম

    অতিরিক্ত সেক্স করে বিস্ম রেকর্ডকরতে গিয়ে হসপিটালে পন তারকা। করলেন ছ ঘন্টায় ৫৮৩ জন পুরুষের সঙ্গে সঙ্গম

    ৬ ঘণ্টা ৫৮৩ পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে যেতে হল হসপিটাল কারণ শুরু, শুরু রক্তক্ষরণ।

    সিডনি:
    মাত্র ছয় ঘণ্টার মধ্যে ৫৮৩ জন পুরুষের সঙ্গে ঘুমানোর পর হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ার অনলিফ্যানস তারকা অ্যানি নাইট। তিনি বলেন, “যা হয়েছে এটা তাঁর শরীরের জন্য যথেষ্ট।’’ ২৭ বছর বয়সী এই অভিনেত্রী, যিনি নিজেকে “অস্ট্রেলিয়ার সবচেয়ে যৌন সক্রিয় মহিলা” বলে দাবি করেন, সেই দাবি মোতাবেক বিশ্ব রেকর্ড করতে গিয়েছিলেন এই মহিলা পন তারকা।
    তাঁর শরীর অত্যধিক খারাপ হয়ে যায় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়৷

    তিনি অতিরিক্ত রক্তপাতের শিকার হন, অতিরিক্ত সেক্সের ফলে জরায়ু বাইরে বেরিয়ে চলে আসে, যার ফলে তীব্র যন্ত্রণা শুরু হয়৷ এরফলে আগামী দিনে প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

    মিস নাইটের মতে, তাঁর বয়স ২০-র কোঠায় তখন অত্যন্ত  যন্ত্রণাদায়ক অবস্থা ধরা পড়ে, যার ফলে প্রায়শই খিঁচুনি, প্রচণ্ড রক্তপাত, পেট ফাঁপার সমস্যা হয়৷  এমনকি এই রোগে চরম খারাপ পরিস্থিতি হয়৷ যার ফলে বাথরুমে যাওয়ার ক্ষমতাও অনেক সময় থাকে না। তবে, ৫৮৩ জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ভিডিও  করার কয়েকদিন পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

    “আমি খুব একটা ভাল বোধ করছি না, চ্যালেঞ্জের পর থেকে আমার প্রচুর রক্তপাত হচ্ছে,” তিনি news.com.au কে বলেন, “এটা অবশ্যই একটু কাঁচা কাজ ছিল, কারণ এই যৌন মিলনের ঠিক আগেই আমার পিরিয়ড হয়েছিল ওখানে আমি আইইউডি ফিট করেছিলাম এবং আমার একটি ছোট কাটা ছিল।”

    স্বাস্থ্যগত উদ্বেগ থাকা সত্ত্বেও, মিসেস নাইট তার পডকাস্টে চ্যালেঞ্জটির নিয়ে নিজেই কথা বলেন৷ তিনি দাবি করেন যে তিনি প্রতি ঘণ্টায় সর্বাধিক সংখ্যক পুরুষের সঙ্গে শোওয়ার বিশ্ব রেকর্ড ভেঙেছেন। 

  • ফের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের উপর।

    ফের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের উপর।

    ফের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের উপর

    নিজস্ব প্রতিবেদক:-

    শনিবার ভোরে এই বিস্ফোরণটি ঘটেছে বলেই জানতে পারা যায়। বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী কিয়েভ । কমপক্ষে পাঁচ ৫ জন নিহত হয়েছেন সূত্রের খবর। তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।

    সম্প্রতি পশ্চিমের দেশগুলি থেকে বেশ কিছু অস্ত্রসাহায্য এসে পৌঁছেছে ইউক্রেনে। তার পর থেকেই শুরু হয়েছে হামলার গতিবৃদ্ধি মস্কোর। মধ্য ইউক্রেনের উমান শহরে একটি আবাসনে এসে পড়ে ক্ষেপণাস্ত্র,সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাড়িটিতে। তিন জন হামলায় প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন অন্তত ৮ জন। এমনকি নিপ্রো শহরেও একটি বাড়িতে এসে পড়েছে ক্ষেপণাস্ত্র। যার ফলে একটি শিশু ও এক তরুণী মারা গিয়েছেন।

    শহরের মেয়র বরিস ফিলাটোভ জানিয়েছেন, তিন জন গুরুতর জখম। বিস্ফোরণে রাজধানীর একাধিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ‘শত্রুরা’। কিভ অঞ্চলেই ইউক্রেইনকা শহরে দু’জন জখম হয়েছেন। ১৪ মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। স্বাভাবিক ভাবে ইউক্রেনীয় বাহিনীও জান লড়িয়ে দিচ্ছে, কোনওভাবে বাখমুট তারা হাতছাড়া হতে দেবে না। তবে এদিন অন্ততপক্ষে ২১টি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

  • দিনের আলোয় আকাশে ঘুরেবেরাছে UFOর ভিনগ্রহীদের যান,ভিডিও শেয়ার করল আমেরিকা।

    দিনের আলোয় আকাশে ঘুরেবেরাছে UFOর ভিনগ্রহীদের যান,ভিডিও শেয়ার করল আমেরিকা

    দিনের আলোয় আকাশে ঘুরেবেরাছে UFOর ভিনগ্রহীদের যান,ভিডিও শেয়ার করল আমেরিকা

    নিজস্ব প্রতিবেদন:-

    ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে নানা মহলে নানা মত প্রকাশ করেছেন তখনই উঠে এল এক অন্য ছবি। কেউ বলেন পৃথিবীতে মাঝে মাঝেই এসে থাকেন বহি র্বিশ্বের প্রাণীরা। তবে সরকারিভাবে সবসময় এ তথ্য স্বীকার করা হয়নি। UFO বলে যা ভাবা হয় তাকে অনেকসময়ই ড্রোন কিংব প্রতিরক্ষামন্ত্রকের কোনও যান হিসেবে বলা হয়ে থাকে। কিন্তু বুধবার মধ্যপ্রাচ্যর সেনেটে শুনানি চলাকালীন আকাশে দেখা গেল এক অদ্ভূত দৃশ্য।

    দেখা যায় একটি অদ্ভূত দেখতে বস্তু, যা দিনের আকাশে ঘুরছে নিজের কক্ষপথের মধ্যেই। এটি যে ড্রোন নয়, তা অবশ্য ভিডিও দেখে কিছুটা নিশ্চিত হওয়া গিয়েছে। ভিডিওটি শেয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি দল। একটি স্ফেরিকাল অবজেক্ট অত্যন্ত দ্রুত গতির সঙ্গে ঘোরাফেরা করছে৷ যদিও অফিসিয়ালরা জানাননি যে এই অবজেক্টটি ১০০ শতাংশই UFO কি না। পেন্টাগনের অল ডোমেন অ্যানোমেলি রেজিলিউশন অফিস এর ডিরেক্টর ড. সিয়ান কার্কপ্যাট্রিক বলেন, এই অবজেক্টটি আসলে কী তা বুঝতে পারা যাচ্ছে না। আর এ বিষয়ে তথ্যও খুব সামান্য রয়েছে হাতে৷ এটা কার্যত কঠিন কাজ যে ভিডিও দেখে আইডেন্টিফাই করা।

    গত কয়েক বছরে একাধিক UFO-এর সন্ধান মিলছে। UFO রহস্য সমাধানে আকাশে নজরদারি চালাতে নতুন ট্র্যাকিং অফিস তৈরি করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষার বিভাগের সদর দফতরে গত জুলাই মাসেই তৈরি করা হয় অল-ডোমেন অ্যানোমালি রেজোলিউশন অফিস। সামনে এসেছে পেন্টাগনের এই মিশনের প্রথম রিপোর্ট। মার্কিন সেনা সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, প্রচুর UFO-র অস্তিত্ব ধরা পড়েছে তাদের রাডারে। UFO-র সঙ্গে ভিনগ্রহণের প্রাণীর যোগ পুরোপুরি উড়িয়ে দেয়নি পেন্টাগন।

    এর আগে প্রশান্ত মহাসাগরের আকাশের উপরে এক পাইলট নাকি অসংখ্য ‘ইউএফও’ দেখতে পেয়েছেন! বেন হানসেন। প্রাক্তন এফবিআই এজেন্ট। ‘ইউএফও উইটনেস’ নামের একটি ‘শো’র হোস্ট তিনি। তিনি তাঁর শোয়ে একটি ফুটেজ চালিয়েছেন। যেখানে ‘মিড-এয়ার ইউএফও’-র কথা বলেন ও ফুটেজে তা দেখানও। একজন পাইলট প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময়ে এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বলে জানা গিয়েছে।

  • ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আভাস দিলেন বাইডেন, প্রতিদ্বন্দ্বী কি ট্রাম্প

    ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আভাস দিলেন বাইডেন, প্রতিদ্বন্দ্বী কি ট্রাম্প

    ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আভাস দিলেন বাইডেন, প্রতিদ্বন্দ্বী কি ট্রাম্প

    তন্ময় পাত্র

    ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের(৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে জল্পনা কল্পনা তুমুলভাবে চলছে। যদিও তিনি একাধিকবার বলেছেন, নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে। এ বিষয়ে তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।
    এবিসি নিউজের ডেভিড মুইরের সাথে সাক্ষাতকারে বাইডেন বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে সবকিছু জানানোর জন্যে তাড়াহুড়া করবেন না তিনি। বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে শেষ করার অনেক কাজ বাকী আছে তার।
    নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কি-না এ প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।
    অফিস কার্যক্রমের বিষয়টি তুলে ধরে বাইডেন বলেছেন, কেবল একটি বিষয়ই আমি বলতে পারি, ‘আমাকে দেখুন’।দ্বিতীয় মেয়াদ শেষে বাইডেনের বয়স হবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে ব্যাপকভাবে তাঁর স্বাস্থ্যপরীক্ষার পর বলা হয়েছে, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন।

  • ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ত্রিপুড়া সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কুমিল্লায়, দুটি ট্রেনের সংঘর্ষে ডুমরে মোছরে সাতটি বগি সাতটি বগি।

    ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ত্রিপুড়া সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কুমিল্লায়, দুটি ট্রেনের সংঘর্ষে ডুমরে মোছরে সাতটি বগি সাতটি বগি।

    ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ত্রিপুড়া সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কুমিল্লায়
    নিজস্ব প্রতিনিধি:-
    বিগ ব্রেকিং নিউজ, দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাংলাদেশের কুমিল্লা জেলায়,দুমড়ে মজুরে সাতটি বগি।একটি মালবাহী এবং একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে-মুচড়ে গিয়েছ ৭টি বগি। ত্রিপুড়া সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কুমিল্লায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লার নাঙ্গলকোটের উপজেলায়, ইফতারের কিছু পরই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্টিত কোনও তথ্য পাওযা যায়নি। এই বিষয়ে বাংলাদেশ রেল কর্তৃপক্ষও বিস্তারিত কিছু জানায়নি। বাংলাদেশ রেল কর্তৃপক্ষের এক বিবৃতি অনুযায়ী, কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে একটি মালবাহী ট্রেন ও সোনার বাংলা ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে।

    কুমিল্লার লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এই রেল দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসানপুর স্টেশনে থেমে একটি কনটেইনার মেইল ট্রেন দাঁড়িয়েছিল। সোনার এক্সপ্রেস ট্রেনটি এসে পূর্ণ গতিতে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, দুটি ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।