গতকাল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের সভায় এসে ব্জ্রপাতে মৃত এবং আহত ব্যক্তিদের সাথে দেখা করলেন,মন্ত্রী শশী পাঁজা এবং দেবাংশু ভট্টাচার্য।
রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া:- গতকাল তৃণমূলের সভায় এসে বজ্রপাতের ঘটনায় মৃত ১ জখম হয় কমপক্ষে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক । ঘটনাটি ঘটেছিল বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে ।গতকাল তৃণমূলের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক আর সেখানেই বেঁধেছিল বিপত্তি। সভা শুরুর আগেই শুরু বৃষ্টি সাথে বজ্রপাত। অনেকেই আশ্রয় নেয় সভাস্থলের পাশে থাকা একটি বট গাছের তলায় । গাছের ওপর বজ্রপাত ঘটলে সেই গাছের তলায় থাকা প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়েন । তড়িঘড়ি তাদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে এক জনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকর । নাম সামাদ মল্লিক । বয়স আনুমানিক ৪২ বছর বাড়ি বাতানিয়া গ্রামে । আহত সংখ্যা প্রায় ৫০ জন ছাড়িয়েছে । আজ মৃত সামাদ মল্লিকের বাতানিয়া গ্রামের বাড়িতে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এর পাশাপাশি আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও দেখা করেন তাঁরা। সেখানে পৌঁছে মৃতের পরিবারের লোকজনের সাথে গিয়ে দেখা করার পাশাপাশি সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকার একটি চেক এবং সমব্যথী প্রকল্পের ২ হাজার টাকা তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয়। পরে মন্ত্রী শশী পাঁজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনা সত্যি খুব দুঃখজনক,দল সবসময় তার পরিবারের পাশে আছে এবং সবরকম সাহায্য দলের তরফ থেকে তার পরিবারকে করা হবে বলে জানান।
