তীব্র গরমে অসুস্থ হনুমান, চিকিৎসার সাহায্য চেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে হনুমান,স্থানীয়রা খাওয়ালেন খাবার,ঠান্ডা পানীয় জল ফ্যানের বাতাস সাথে ওআরএস।

খবর পেয়ে প্রায় দু’ঘণ্টা পর এসে-দেখেও
করলো না কোন চিকিৎসার ব্যবস্থা, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কেন করলো না চিকিৎসার ব্যবস্থা প্রশ্ন তুললেন গ্রামবাসীরা।
তীব্র দাবদহের ভ্যাপসা গরমে পুড়ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝারগ্রাম, প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁয় ছুঁয়,জেলায়।
আর এই ঝাড়গ্রাম কলেজ রোডের কাছে অসুস্থ হয়ে পড়ল গাছের এডাল থেকে ওডাল ঘুরে বেড়ানো পূর্ণবয়স্ক হনুমান।

কি হয়েছে হনুমানের, কেন হঠাৎ স্থানীয় বাজারের দোকানে দোকানে ঘুরে বেড়াছে, এই প্রাণী, হটাৎ মানুষের ছত্রছায়ায়। যে প্রাণী মানুষ দেখলে দাঁত খিঁচে তেড়ে আসে সেই প্রাণীর হঠাৎ মানুষের ছত্রছায়ায়, আর মানুষের কাছে আসতেয় সন্দেহ দানবাধে স্থানীয়দের। বুঝতে পারেন অবলা প্রাণী মুখে কথা না বলতে পারলেও আব ভাবে বুঝতে পারেন অসুস্থ।
খবর দেওয়া হয় বনদপ্তরে, খবর পেয়ে প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা। কিন্তু এসেও এই হনুমান টির চিকিৎসা না করে পালিয়ে যায় এলাকা থেকে। চিকিৎসা করাতে বনদপ্তর না এগিয়ে এলেও এলাকার মানুষ তো আর অসুস্থ হনুমানকে ছেড়ে দিতে পারে না।
তাই আপাতত খাবার খাইয়ে গায়ে ঠান্ডা জল দিয়ে ওআরএস কিনে নিয়ে এসে খাওয়ালেন স্থানীয় রায়। যতটা সম্ভব চেষ্টা করলেন নিজেরাই সেবা-সুশ্রূষা করার।দেখুন সেই ভিডিও।