বাঁকুড়ায় নদীতে তলিয়ে গেল তিন স্কুলছাত্র, প্রশ্ন স্কুল চলাকালিন বাইরে যাওয়া নিয়ে।

বিষ্ণুপুর থানার সুভাষপল্লী থেকে ষাঁড়েশ্বর যাওয়ার দ্বারকেশ্বর নদীঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় তলিয়ে গেল নবম শ্রেণির তিন ছাত্র। সোমবার দুপুর প্রায় ১.৩০ নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলের তিন ছাত্র সায়ন চ্যাটার্জি, পরমেশ্বর মিশ্র ও অর্ক দীপ দাস নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে জলে তলিয়ে যায় বলে জানা গেছে। প্রত্যেকের বাড়ি বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকায়।

প্রাথমিক সূত্র অনুযায়ী, ছাত্ররা স্কুল ড্রেস পরিহিত অবস্থাতেই নদীর ঘাটে যায়। স্কুল চলাকালীন সময়ে তারা কীভাবে বাইরে বেরিয়ে এলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অনুমান, তারা সম্ভবত নদীর জলে নামতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়। অনেকে বলছেন, জল দেখতে বা ছবি তুলতেই তারা নদীর ধারে গিয়েছিল।
ঘটনাস্থলে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধারকাজে নেমেছে বিষ্ণুপুর মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে এই দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
বাইট:
1) মৌসুমি চৌধুরী (সায়ন চ্যাটার্জির দিদা)
2) চঞ্চল চ্যাটার্জি (সায়ন চ্যাটার্জির বাবা)
3) সঞ্জয় গিরি (স্থানীয় বাসিন্দা)
