Category: রাজ্য

  • ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ,

    ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ,

    ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ, আর এই ঘটনা কে কেন্দ্র করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ গ্রামবাসীর সহ স্থানীয়দের।

    ঘটনা সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামের বছর ২৩-র বাপ্পা বাউরী ভীনরাজ্যে কাজ থেকে টুসু পরব উপলক্ষে ছুটি কাটাতে বাড়ি এসেছিল । টুসু উৎসবের আগের দিন গভীর রাতে গ্রামীন সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাপ্পা বাউরি নামের এক যুবকের । ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ি টি পালিয়ে যায় ।
    যে কারণেই গ্রামবাসীরা বেলিয়াতোড় বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । স্থানীয়দের অভিযোগ , বাপ্পা বাউরির পরিবারের অবস্থা ভালো নয় , যে কারণেই তার পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে । অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক করে অভিযুক্তকে করা শাস্তি দিতে হবে । রাস্তার ওপর স্পিড বেকার লাগাতে হবে । স্থানীয়দের আরো অভিযোগ এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় , বারংবার এই দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র নিরাপত্তার গাফিলতির জন্যই দাবি স্থানীয় বাসিন্দাদের । প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসীরা যার ফলে ব্যাপক যানজট তৈরি হয় । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা ।

  • কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের, বিজেপির বিধায়কের হাত ধরে যোগদান তৃণমূলে।

    কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের, বিজেপির বিধায়কের হাত ধরে যোগদান তৃণমূলে।

    কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের,
    রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

    আর এই অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির কতুলপুর মন্ডলে সংখ্যালঘু সভাপতি এরশাদ খান সহ একাধিক ব্যক্তির।
    শুধু তাই নয়, যোগদানের পাশাপাশি এক ফোনে এমএলএ কে বলুন তিনটি মোবাইল নাম্বার দিয়েছেন কোতুলপুর বিধানসভার মানুষকে, বিধায়ক হরকলী প্রতিহার।
    বিজয় সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্র যুব নেতা দেবাংশু ভট্টাচার্জ মন্ত্রী বিরবাহা হাসদা প্রতিমন্ত্রী জোসনা মান্ডি ও সুজাতা মন্ডল সহ জেলা সভাপতি ও কোতুলপুর বিধানসভার এম এল এ বিষ্ণুপুর এম এল এ তনময় ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
    মাত্র দুদিন আগে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোহিনী মোহন ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার কাছে এসেও তিনি জনসভা করতে পারলেন না ।
    কিন্তু কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করা এমএলএ কে আক্রমণ করতে তিনি ছাড়েননি,
    তিনি নাকি বালির টাকা ঠিক ঠাক পারছিলেন না তাই তিনি যোগদান করেছেন তৃণমূলে,এমনই তিনি মন্তব্য করেন সাথে তৃণমূলকেও একাধিক ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা।
    সেই আক্রমণের জল ঢালতে পাল্টা তৃণমূলের বিজয়া সম্মেলনে অনুষ্ঠান কোতুলপুর হাইস্কুল মাঠে। আর এই মাঠেই ছাত্র যুব নেতা দেবাংশুর মুখে বিরোধী দলনেতা সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন, আক্রমণ করেন বিরবাহা হাস দাও সকলের মুখে একটাই নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    একদিকে সদ্য দল বদলু নেতা হরকালি প্রতিহার ঠিক তেমনি জেলা সভাপতি থেকে জেলা সভানেত্রী সকলের মুখে, বিরোধী দলনেতাকে আক্রমণ করার পাশাপাশি বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ তাকেও আক্রমণ করতে ছারলেন না সকলে, সামনেই লোকসভার ভোট, আর বেশি দেরি নেই ,তারই মধ্যে একে অপরের পায়ে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিল বিজেপি তৃণমূল।
    এখন দেখার বিষয়, বিজেপি তৃণমূলের নেতারা একে অপরের গাঁয়ে কাঁদাচূড়া ছুরি করলেও কাদের দৌড় কতটা বিধানসভার ভোট দেবতারা কাদের দলকে ভোট দিয়ে জেতায় সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

    বাঁকুড়ার কোতুলপুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • এই গ্রামের মানুষ ১২৫ বছর ধরে কেন গজ লক্ষ্মীর পূজা করে আসছেন জানেন দেখুন প্রতিবেদন

    এই গ্রামের মানুষ ১২৫ বছর ধরে কেন গজ লক্ষ্মীর পূজা করে আসছেন জানেন দেখুন প্রতিবেদন

    এভাবেও লক্ষ্মী পূজা হয়, আমরা জানি লক্ষ্মীর বাহন পেঁচা এখানে কোন পেঁচা নয় একেবারে স্বয়ং গজরাজ, এক-দুই-তিন…এভাবে কেটে গিয়েছে ১২৫ টি বছর।
    আর ঐ সময়কালের আগে গজরাজের আক্রমণের হাত থেকে জমির ফসল বাঁচাতে গঙ্গাজলঘাটির জঙ্গল লাগোয়া রামকানালী গ্রামে কোজাগরী লক্ষী পুজোর দিন শুরু হয়েছিল ‘গজ লক্ষী’র পুজো। সেকারণেই এখানে চিরাচরিত পেঁচা থাকলেও দেবী লক্ষী গজরাজ অর্থাৎ হাতির পিঠে উপবিষ্টা। জঙ্গল লাগোয়া কৃষি প্রধান এই গ্রামে প্রায়শই ঢুকে পড়ে হাতির দল। জমির ফসল বাঁচাতে হিমশিম অবস্থা ঐ গ্রামের মানুষের। ১২৫ বছর আগে দেবী লক্ষী ও হাতিকে একই সঙ্গে তুষ্ট করতে ‘গজ লক্ষী’র আরাধণা শুরু। বর্তমানে স্থায়ী মন্দির নির্মাণ করে এই পূজো হচ্ছে বলে গ্রামের মানুষ জানিয়েছেন।

    এই এলাকা মূলতঃ কৃষিকাজের উপর নির্ভরশীল। কিন্তু ঐ চাষের জমিতে হাতির উপদ্রব বরাবর। তবে মাঠে ধান পাকার মরশুমে হাতিদের উপদ্রব বেশী দেখা যায়। সেকারণেই গজরাজের আক্রমণ থেকে ফসল বাঁচাতে গজ লক্ষীর পুজা। প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিসর্জনে সিঁদুর খেলার রীতিও চালু আছে এই গ্রামে।

    বাইট:
    1) দিলীপ শীট (গ্রামবাসী)
    2) অনুপমা শীট (গ্রামবাসী)
    3) শিউলী শীট (গ্রামবাসী)

  • বিগব্রেকিংসাত সকালে দ্রুত গতিতে যাওয়া চার চাকার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুজন গুরুতর আহত আরো দুই

    বিগব্রেকিংসাত সকালে দ্রুত গতিতে যাওয়া চার চাকার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুজন গুরুতর আহত আরো দুই

    বিগব্রেকিং
    সাত সকালে দ্রুত গতিতে যাওয়া চার চাকার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুজন গুরুতর আহত আরো দুই আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু দুইজনের । আহত আরো দুইজন, দুই জনের অবস্থা আশঙ্কাজনক ভর্তি হাসপাতালে ।
    ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজারে।

    https://youtu.be/pHz5IVrE-h4

    স্থানীয় সূত্রে খবর, ইলামবাজার থেকে বোলপুর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে টোটো গাড়িতে, তারপর সাইকেল ও বাইক আরোহী কে।
    এই ঘটনাই ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল ও বাইক আরোহীর। আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক,হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগাই। পরে ইলামবাজার থানার পুলিশ আসে। পুলিশ এসে দুর্ঘটনায় জখম ও নিহতদের হাসপাতালে পাঠায়। বীরভূমের ইলামবাজারে পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

    বীরভূম ইলামবাজার থেকে কাজী আমীরুল ইসলামের রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • জয়পুর জঙ্গলে প্রবেশ করল আদুরে রামলাল সাথে আরো কুড়ি-পাঁচটি বন্ধুবান্ধব

    জয়পুর জঙ্গলে প্রবেশ করল আদুরে রামলাল সাথে আরো কুড়ি-পাঁচটি বন্ধুবান্ধব

    সাত সকালে আবারো প্রবেস করলো হাতির দল বাঁকুড়া জয়পুর জঙ্গলে।
    মায়ের সাথে ছেলে বিদাই নিলেও জয়পুর জঙ্গলে রয়ে গেল এক দল গজরাজ।
    দ্বাদশীর সকালে দুঃসংবাদ জয়পুরের মানুষদের জন্য।
    এই মুহূর্তে 20-25টি হাতীর একটি দল সাত সকালে পশ্চিম মেদিনীপুর গরবেতার জঙ্গল থেকে প্রবেশ করলো জয়পুর জঙ্গলে ।
    এই মুহূর্তে হাতির অবস্থান বাসুদেবপুর গুরুর বাসায় এলাকায়।
    এই মুহূর্তে জঙ্গলমহল এলাকায় আউস ধান কাটতে ব্যস্ত কৃষকেরা মাঠকে মাঠ পাকা ধান রয়েছে কোনো ক্রমে হাতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে আসলে ধান জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে সেই চিন্তায় মাথায় হাত জয়পুর ব্লকের শ্যামনগর পঞ্চায়েতের একাধিক গ্রাম সংলগ্ন মানুষের। শুধু শ্যামনগরের মানুষই নয় আতঙ্কে রয়েছে ত্রিভঙ্গ বেলসুল নতুন গ্রাম বেলিয়া সহ একাধিক গ্রামের মানুষ।
    প্রতিবছর ধান পাকার সময় দলমার হাতির দল প্রবেশ করে জয়পুর জঙ্গলে। তছনছ করে দেয় একাধিক এলাকার ধানের জমি, ক্ষতি করলেও মেলেনি কোন আর্থিক সাহায্য, যেটুকু সাহায্য মেলে তাতে করে সংসার চালানো সম্ভব নয়,তাই আতঙ্কে জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের মানুষ। তবে অবশ্য বনদপ্তর পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে সতর্ক করার জন্য সাবধানের বাণী শোনাচ্ছেন মাইকিং করে জয়পুর বনদপ্তর।
    তবে অবশ্য সাবধানের বাণী শোনালেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের ।
    কোন রকমের বন দপ্তরের কর্মীদের চোখকে ধুলো দিয়ে হাতীর দল গ্রামের দিকে চলে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন গ্রামবাসীরা কি বলছেন গ্রামের মানুষ শোনাবো আপনাদের।
    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ঘিরে তোলপাড় এলাকা ঘটনা, বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম সমবায় সমিতর ঘটনা

    গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ঘিরে তোলপাড় এলাকা ঘটনা, বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম সমবায় সমিতর ঘটনা

    গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ঘিরে তোলপাড় এলাকা ঘটনা, বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম সমবায় সমিতর ঘটনা। ঘটনায় তোলপাড় এলাকা, সমবায় সমিতি কে ঘিরে বিক্ষোভ গোষ্ঠীর মহিলাদের ঘটনাস্থলে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী।
    আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়ার নাম করে লক্ষ্য লক্ষ্য টাকা প্রতারণার অভিযোগ সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। তবে ম্যানেজারের এই অভিযোগ অস্বীকার। সমবায় সমিতির গোষ্ঠীর লোন ছাড় ও ব্লেঙ্ক চেকে সই সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ কয়েক শতাধিক মহিলারা। কি কারনে এই ঘটনা কেনই বা বিক্ষোভ দেখালো সমবায় সমিতিতে? কি বলছেন সমবায় সমিতির ম্যানেজার শ্যামল দাস, চলুন বিস্তারিত শোনাবো আপনাদের।
    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডু রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • মৎস্য দপ্তরে ভুয়ো চাকরির নিয়োগপত্র দিয়ে টাকা প্রতারণা বাঁকুড়ার জয়পুরে, গ্রেপ্তার বারাসাতের যুবক জয়পুর ব্লকের বারাসাতের যুবক।

    মৎস্য দপ্তরে ভুয়ো চাকরির নিয়োগপত্র দিয়ে টাকা প্রতারণা বাঁকুড়ার জয়পুরে, গ্রেপ্তার বারাসাতের যুবক জয়পুর ব্লকের বারাসাতের যুবক।

    মৎস্য দপ্তরে ভুয়ো চাকরির নিয়োগপত্র দিয়ে টাকা প্রতারণা, বাঁকুড়ার জয়পুরে।
    আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মৎস্য দপ্তরের মাসে মাসে ১৪০০০ টাকা বেতন দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ বাঁকুড়ার জয়পুর ব্লকের বারাসাত গ্রামের সুমনন্দির বিরুদ্ধে।
    আর এই প্রতারণার অভিযোগ পেতেই সাথে সাথে প্রতারককে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ।প্রায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণার অভিযোগ প্রতারক সুমন নন্দীর বিরুদ্ধে। রাজ্যে এই প্রথম ভুয়ো এপর্নমেন্ট লেটার দিয়ে মাসে মাসে বেতন দিয়ে চাকরির প্রতারণা, এই প্রতারণার অভিযোগ পেয়েই দ্রুত গতিতে তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিশ, গত ১১ ই সেপ্টেম্বর, অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে আসে সুমন নন্দী কে আর এই সুমন নন্দী কে তুলে নিয়ে এসে জিজ্ঞাসা করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে একের পর এক নাম, আর জয়পুর থানার পুলিশ গত ১২ তারিখে রাত্রিবেলায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসে, তাকে গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় সেখানে পুলিসী হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করছে,এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে প্রথম অভিযুক্ত সুমন নন্দীকে প্রথমে পুলিশ হেফাজতে নেই আজ তার হেফাজতের শেষ দিন হতেই পুলিশ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায়। এখন দেখার ভুয়ো অপরমেন্ট লেটার দিয়ে চাকরির প্রতারণা জাল কতদূর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ।

  • বাড়ির বড় ছেলের হাতে খুন বাবা।

    বাড়ির বড় ছেলের হাতে খুন বাবা।

    https://youtu.be/nqyqS0nVlZY

    এই মুহূর্তে সবচেয়ে বড় খবর- ছেলের হাতে বাবা খুন-। ঘটনা বাঁকুড়ার জয়পুরে।
    মাকে মারধর করেছিলেন বাবা, বাধা দেয় বড়ো ছেলে, তবুও মাকে মারধর করায়, লাঠি আঘাতে খুন বাবা।। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাড়ির বড় ছেলের হাতে খুন বাবা ।ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের মুকুন্দপুর এর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
    আপনাদের আরো একবার জানিয়ে রাখি। বাড়িতে মদ খেয়ে এসে মাকে মারধর করেছিল বাবা, সেই সময় বাড়িতেই ছিলেন বড় ছেলে।
    মাকে বাঁচাতে জান ছেলে সেই সময় মদ্যপ বাবা তবুও মারধর করেন মা কে আর রাগে না থাকতে পেরে পাশেতে পড়ে থাকা লাঠিই করে আঘাতে করেন বাবাকে। আর সাথে সাথেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি , আর এই ঘটনায় ছুটে আসেন এলাকার মানুষজন, সাথে সাথে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসা চলছিল, আজ সকালে বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃত্যু হয় বলেই খবর। আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
    তবে কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ। পুলিশ অভিযোগের ভিত্তিতে বাড়ির বড় ছেলে কে গ্রেফতার করে জয়পুর থানায় নিয়ে আসে। আজ ওই ব্যক্তিকে বিষ্ণুপুর আদালতে নিয়ে যায়।
    কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী হারা মা এবং বাড়ির অন্যান্য সদস্য ও বাড়ির ছোট ছোট দুই সন্তান, চলুন শোনাবো আপনাদের।

  • কংসাবতী কেনেলের জল ঢুকে বন্যা পরিস্থিতি বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর কেয়াপাড়ায়।

    কংসাবতী কেনেলের জল ঢুকে বন্যা পরিস্থিতি বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর কেয়াপাড়ায়।

    https://youtu.be/t0kb7q8UJNM

    কংসাবতী কেনেলের জল ঢুকে আচমকায় বন্যা পরিস্থিতি বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর কেয়াপাড়ায়,
    আচমকা কংসাবতী কেনেলের জল বাড়িতে ঢুকে যাওয়ায় কাঁচা বাড়ি ভেঙে পড়ে যাবার ভয়ে আতঙ্কিত গ্রামের মানুষ।
    জানা যায় কংসাবতী ক্যানেলের জল আজ সকালে আচমকায় চলে আসে, কেনেল সংস্কারের অভাবে ঝোপ-জঙ্গলে বুঝে থাকায় সেই জল পার উপছে প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। এমনকি রান্নাঘরে জল ঢুকে যায় স্থানীয় গ্রামবাসীদের। এই ঘটনায় সাথে সাথে খবর দেয়া হয় কংসাবতী কানেল দপ্তরকে, কংসাবতী ক্যানেলের পক্ষ থেকে সেই ভাবে সারা না মেলায় গ্রামবাসীরা জেসিপি নিয়েছে নিজেদের টাকায় ক্যানেল সংস্কারের চেষ্টা করেন, আর এই নিয়ে শুরু হয় ঝামেলা। উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের মানুষ । তবে অবশ্য কংসাবতী ক্যানেলের পক্ষ থেকে জানতে পারা যায় তারা এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে মেইন ক্যানেল এর শাখা গেট বন্ধ করে দেয়,
    গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি এই কেন্যেল সেই কারণে ঝোপ জঙ্গলে ভরে যায় এলাকার কেনেল,আচমকায় কংসাবতীর জল আজ সকালে চলে আশা তেই পার উপছে জল উঠছে ঢুকে পড়ে গ্রামে। আর জল ঢুকে একের পর এক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। তবে গ্রামবাসীরা নিজেরা সহযোগিতায় সকলে না হাত লাগালে কত বড় যে দুর্ঘটনা ঘটতো তা কেউ কল্পনাও করতে পারেনি বা এই কেনেলের জল রাত্রিবেলায় যদি প্রবেশ করত ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতো জয়পুরে তা আর বলাই বাহুল্য।
    দেখুন সেই ভয়ানক চিত্র কিভাবে কেনেলের জল ঢুকে গ্রামে বন্যা পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতি নেই কি বলছেন এলাকার মানুষ। চলুন শোনাবো আপনাদের।

  • পান্তা ভাত খেয়ে মৃত এক অসুস্থ আরো তিন। ঘটনা বাঁকুড়ার জয়পুর ও কোতুলপুর ব্লকের ফুটিডাঙ্গা গ্রামে।

    পান্তা ভাত খেয়ে মৃত এক অসুস্থ আরো তিন। ঘটনা বাঁকুড়ার জয়পুর ও কোতুলপুর ব্লকের ফুটিডাঙ্গা গ্রামে।

    পান্ত ভাত খেয়ে অসুস্থ ৩ মৃত ১ বাঁকুড়া জয়পুরো ও কোতুলপুর ব্লকের ফুটি ডাঙ্গা গ্রামে।

    https://youtu.be/gT_tbFyCToM

    লেগ পঞ্চায়েতের ফুটিডাঙ্গা গ্রামে একটি পরিবারের চারজন সদস্য বাসি ভাত (পান্তা ভাত) খেয়ে অসুস্থ হয়ে পড়ে একটি পরিবারের চার সদস্য, পান্তা ভাত খেয়ে অসুস্থ বোধ করায় গ্রামের মানুষ প্রথমে নিয়ে যাই কোতুলপুর গ্রামীণ হসপিটালে, সেখানে চিকিৎসার জন্য ভর্তি করাহয়,হসপিটালে কর্তব্যরত ডাক্তার বলেন বিষাক্ত খাবার খেয়েই শারীরিক সমস্যায় পড়েছে এই পরিবারের সদস্যরা। তাদের শারীরিক অবনতি দেখে গ্রামীণ হসপিটাল থেকে বিষ্ণুপুর জেলা হসপিটালে স্থানান্তরিত করে, সেখানে ই পরিবারের এক সদসের মৃত্যু হয়।
    গতকাল ওই পরিবারের কণিষ্ক সদস্য নাম বিধান সরেন চাতরা জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গতকাল সন্ধ্যা নাগাদ মারা যান। আজ দুপুর নাগাদ মৃতদেহটি ফুটিডাঙ্গা গ্রামে আনা হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই খবর পেয়ে গ্রামে যান পঞ্চায়েত প্রধান তিনি এই অসহায় পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দেন।এখন অব্দি পরিবারের তিন সদস্য হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বলেই সূত্রে খবর।। গ্রামবাসী ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন লেগ অঞ্চলের প্রধান অসিতকুমার পাল সহ একাধিক বিশিষ্ট জনেরা শুনে নেওয়া যাক কি বলছেন পঞ্চায়েতের প্রধান।
    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট bcn no1 নিউজ।