আর মাত্র কয়েকদিন বাকি পঞ্চায়েত ভোট ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার এগ্রা এক নম্বর ব্লকের পাঁজরুল গ্রাম পঞ্চায়েত এলাকার যারা নির্দল প্রার্থী ভোটে দাঁড়িয়েছে তারা একসময় তৃণমূল করত তাদেরকেই তৃণমূলের দল থেকে বহিষ্কার করা হয় রাজ্যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়েছিলেন যারা নির্দল প্রার্থী দেবে তাদেরকে দলে রাখা যাবেনা, সেই নির্দেশক্রমে এগরা বিধানসভার বিধায়কের কথামতো নির্দল প্রার্থীদের বহিষ্কার করা হয়। বহিষ্কারের উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি বিজন সাউ অঞ্চল সভাপতি অশোক দাস মহিলা নেত্রী মানসী দে এবং তৃণমূল নেতা মুক্তাজুল এই অনুষ্ঠানে কয়েকশ তৃণমূল সমর্থক উপস্থিত ছিলেন বহিষ্কার করা হয় তৃণমূলের নির্দল প্রার্থী শংকর মিশ্র এবং আশীষ মহাপাত্র কে এখন দেখা যাক পাঁচুরুল অঞ্চলে নির্দল বহিষ্কার করার পর ৮ই জুলাই কতটা ভোট তৃণমূলের দিকে আসে সেটাই প্রশ্ন থেকে যায় পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পন্ডা রিপোর্ট
Category: রাঢ় বঙ্গ
ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে বাড়ি ফিরলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের তিন যুবক।
ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে বাড়ি ফিরলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের তিন যুবক।
ওরিশাই ভয়াবহ ট্রেইন দুর্ঘটনার কবলে পড়েছিল চেন্নাই গামী করমন্ডল এক্সপ্রেস, বালেশ্বর এর কাছে লাইনচ্যুত হয় এই করমন্ডল ট্রেইন, একটি মালগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ফলেই অধিকাংশ বগি লাইনচ্যুত হয়,, আর এই ট্রেইন এ চেপে জয়পুর ব্লকের 3 যুবক কাজের সূত্রে সূদুর চেন্নাইয়ে পারি দিয়েছিলেন গতকাল সকালে, বিষ্ণুপুর থেকে ট্রেনে চেপে খড়গপুর থেকে চেন্নাই এর উদ্দেশ্যে পাড়ি দেন পারিজিয়ার কয়েক ঘণ্টার মধ্যে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে একেবারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এরকম বড় মাপের ট্রেন দুর্ঘটনা। কেউ দেখেননি। আর সেই দুর্ঘটনার সাক্ষী থেকেছেন এই বাঁকুড়ার তিন যুবক ভগবানের কৃপায় একেবারেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, অল্প একটু চোট লাগলেও তেমন কিছু হয়নি বলেই জানা এই তিন যুবক। জয়পুর থানার পুলিশ বিষ্ণুপুর থেকে জয়পুরে বাসে নামার পর রেসকিউ করে জয়পুর থানায় নিয়ে আসেন তাদের শারীরিক পরীক্ষা করার পর থানার পুলিশের গাড়ি করে বাড়িতে পৌঁছে দেন।
তবে দুর্ঘটনার খবর কি? বাড়ির সদস্যরা গ্রামবাসীরা খুব উৎকণ্ঠায় দিন কাটছিল। কিছুসময় আগে 3 বন্ধু বাড়ি ফিরে আসায় স্বাভাবিক ভাবে বলা যায় চিন্তা কমলো গ্রামবাসীদের,,,
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
12 চাকা লরি ও বিয়ে ঘরের কোণে বোঝায় ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘ মৃত এক আহত কমপক্ষে দশেরও বেশি,দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার অন্তর্গত মির্জাপুরে,
12 চাকা লরি ও বিয়ে ঘরের কোণে বোঝায় ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘ মৃত এক আহত কমপক্ষে দশেরও বেশি,দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার অন্তর্গত মির্জাপুরে,
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
সূত্রের খবর বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত ছাতিনা থেকে মেয়ে বাড়ির লোকজন – একলখিতে ট্রাক্টরে চেপে বিয়ে বাড়ির আশীর্বাদ পর্ব করতে গিয়েছিলেন একদল আদিবাসী সমাজের পুরুষ মহিলারা,
ফেরার পথে কোতুলপুর থানার অন্তর্গত মির্জাপুর সংলগ্ন মেইন রোডে ঘটে যায় এই দুর্ঘটনা ,,, ঘটনাস্থলে থাকা ব্যাক্তিরা বলেন জয়পুর দিক থেকে কোতুলপুর দিকে রওনা দেওয়া একটি 12 চাকা লরি বেসামাল হয়ে সজোরে ধাক্কা মারে উল্টো দিকে আসা কন্যা পক্ষের তরফে থাকা ট্রাক্টরে , সাথেসাথে পাল্টি হয় উভয় গাড়ী 2 টি,
আর ওই ধাক্কার জেরে ট্রাক্টরে থাকা ব্যাক্তিরা ছিটকে পড়ে যান বেশ কয়েকজন,আর কিছু জন চাপা যায় ট্রাক্টরের ডালার নীচে,,, এতটাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, দ্রুত ছুটে আসেন স্থানীয় এলাকাবাসী ও পড়ে কোতুলপুর থানায় খবর দেয়া হলে ছুটে আসেন কোতুলপুর থানার পুলিশ।আহত ব্যক্তিদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে এখন পর্যন্ত 3 জনকে বাঁকুড়া মেডিকেলে স্থানান্তরিত করেছে এবং আহতদের পাশাপাশি 1 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়,,,এতটাই ভয়াবহ দুর্ঘটনা যে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে jcb ও ক্রেইন এর সাহায্যে নিয়ে পাল্টি হওয়া গাড়ি গুলিকে তুলানোর চেষ্টা করেন এবং তাঁর ভিতরে কোনো ব্যক্তি এখনো চাপা রয়েছেন কিনা সেদিকে নজর রেখেছেন,,,,,,
বাঁকুড়ার কোতুলপুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।বাইট :-
১) কৃষ্ণ হেমব্রম ।
একই হসপিটালে বেতন বৈষম্যের প্রতিবাদে বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভে স্বাস্থ্য কর্মীরা।
একই হসপিটালে বেতন বৈষম্যের প্রতিবাদে বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভে স্বাস্থ্য কর্মীরা।
ওন্দা:- হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, নিরাপত্তা রক্ষী, সাফাই কর্মী, সুপারভাইজার সহ সকল স্বাস্থ্যকর্মী আজ বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। গত সাত বছর ধরে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কাজ করে আসছেন স্বাস্থ্যকর্মীরা, আজো বেতন সেই ৭,৬০০ টাকা বর্তমানে ১০৩ জন এই বেতনে নিযুক্ত আছেন। অন্যদিকে আরো অনেক কর্মী রয়েছে তাদের বেতন ১০ হাজারের বেশি। ১০৩ জন কর্মী সকলের অভিযোগ দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করে আসছেন, বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে কর্মীরা যে বেতন পায় তাতে তাদের সংসার চলে না। এমনকী যেখানে বেতন বাড়ার কথা সেখানে বেতন কমানো হচ্ছে বলে দাবি করেন কর্মীরা। এছাড়াও পে স্লিপ, পি এফ, ই এস আই, বোনাস, ন্যায্য বেতন প্রতিবছর বেতন নির্দিষ্ট হারে বাড়ানোর দাবিতে এবং প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও সঠিক সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে দাবি করছেন হাসপাতালের কর্মরত স্বাস্থ্য কর্মীরা।
হাসপাতালে যেখানে বেশি সংখ্যক কর্মী থাকা দরকার সেখানে ১০৩ জনকে দিয়ে বর্তমানে কাজ করানো হচ্ছে বলেও এমনও দাবি করেন কর্মীরা। কোম্পানিকে বারংবার আলোচনার মাধ্যমে সমস্যা সুরাহার কথা লিখিত ভাবে জানিয়েও কোম্পানি এই বিষয়ে কোন কর্ণপাত করেননি।
অবিলম্বে তাদের বেতন সহ নানান দাবীর যে বিষয়গুলো আছে তা সুরাহা না হলে এমার্জেন্সি পরিষেবা চালু রেখে, রোগীদের পরিষেবার যাতে করে কোন অসুবিধা না হয় সেদিকে নজর রেখে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালে কর্মীবৃন্দরা।
বাঁকুড়া থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।বাঁকুড়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি চলছে জোর কদমে।
বাঁকুড়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি চলছে জোর কদমে।
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়াআগামী ১৮ তারিখ বাঁকুড়া জেলার বড়জোড়াতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা জুড়ে আরো কর্মসূচি হয়েছে ১৯ ও ২০ তারিখ। সেই কারণেই বাঁকুড়া শহরের বাঁকুড়া ২ নং ব্লকের ডি এ ভি স্কুল সংলগ্ন একটি মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
আগামী কাল বৃহস্পতিবার নবজোয়ার কর্মসূচি নিয়ে দূর্গাপুর থেকে বাঁকুড়ার মাটিতে পা রাখবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন দিন ধরে চলবে নবজোয়ার কর্মসূচি। জেলার একাধিক জায়গায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারি বাঁকুড়া জেলা জুরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভাস্থল ঘুরে ঘুরে দেখছেন প্রশাসনিক অধিকারীকরা। তেমনই জেলার নেতা নেত্রীরা নিজেদের দলীয় প্রস্তুতি বৈঠক করে চলেছেন। আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই বাঁকুড়ার মাটিতে পা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে বাঁকুড়া জেলা কমিটির সদস্য শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ৬০ দিনের কর্মসূচি নিয়ে তিনি বেরিয়েছেন। বাঁকুড়া জেলায় তিনি আসছেন তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। সারা জেলা জুড়ে চলছে প্রস্তুতি , সমস্ত জায়গায় একটা সাজে সাজো রব। তিনি জেলার একাধিক জায়গায় রোড শো করবেন এবং সভা করবেন তার সাথে প্রার্থী বাছাইয়ের কাজ চলবে।তবে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, বাঁকুড়ার মাটি অত সহজ জিনিস নয় আপনার মাটি শক্ত খাঁটি এখানে ছুরি-চামারি লুটপাট কারীদের আর মানুষ নেবে না। তিনি আরো বলেন, প্রার্থী বাছাই নয়, কিভাবে গুন্ডাগিরি করবে তার জন্য এখানে পেশীবলের কর্মী কালেকশন করছে। কিভাবে গুন্ডাগিরি করে ব্যালট বাক্স লুট করবে।
হাতের চাপে কি কর্নাটকে পদ্মফুল নষ্ট হল?জাতীয় কংগ্রেসের মিষ্টি মুখ বাঁকুড়ায়, কর্নাটকে কংগ্রেসের জয়ের আঁচ পড়লো বঙ্গে
জাতীয় কংগ্রেসের মিষ্টি মুখ বাঁকুড়ায়, কোন নাটকের কংগ্রেসের জয়ের আঁচ পড়লো বঙ্গে
কর্ণাটকে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠা নিয়ে জাতীয় কংগ্রেস জয়লাভ করায় বাঁকুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতীকৃতিতে মাল্যদান করে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়।
বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি অরুপ ব্যনার্জী বলেন,সারা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রেখে জিহাদ দিয়ে রাজনীতিকে দূরে রেখে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নেতৃত্বে যে নির্বাচন কর্ণাটকে হলো ভারতবর্ষের সহ সারা বিশ্ব দেখলো আজও কংগ্রেসের কোন বিকল্প নেই। কংগ্রেসের সাথে তুলনা করার মত কোন দল নেই। কংগ্রেস ই একমাত্র ভারতবর্ষের বিকল্প। তাই কর্নাটকে যে বিধানসভা নির্বাচন হলো সেখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কংগ্রেসি পারে দেশকে শাসন করতে , কংগ্রেসই পারে দেশকে রক্ষা করতে। তাড়ি ঝড় কর্ণাটক থেকে উঠলো। কর্নাটকে ধুলিস্যাৎ হয়ে গেছে বিরোধীদল তাই আজকে বাঁকুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়।
পরে তিনি মুখোমুখি হয়ে তিনি জানান, কর্নাটকে যেভাবে মানুষের সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছে আজকে সেটা হচ্ছে একটা দৃষ্টান্ত। কর্নাটকের জয় আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি আর ক্ষমতায় থাকতে পারবে না এই বার্তায় দিচ্ছে কর্ণাটক।
গতকাল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের সভায় এসে ব্জ্রপাতে মৃত এবং আহত ব্যক্তিদের সাথে দেখা করলেন,মন্ত্রী শশী পাঁজা এবং দেবাংশু ভট্টাচার্য।
গতকাল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের সভায় এসে ব্জ্রপাতে মৃত এবং আহত ব্যক্তিদের সাথে দেখা করলেন,মন্ত্রী শশী পাঁজা এবং দেবাংশু ভট্টাচার্য।
রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া:- গতকাল তৃণমূলের সভায় এসে বজ্রপাতের ঘটনায় মৃত ১ জখম হয় কমপক্ষে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক । ঘটনাটি ঘটেছিল বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে ।গতকাল তৃণমূলের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক আর সেখানেই বেঁধেছিল বিপত্তি। সভা শুরুর আগেই শুরু বৃষ্টি সাথে বজ্রপাত। অনেকেই আশ্রয় নেয় সভাস্থলের পাশে থাকা একটি বট গাছের তলায় । গাছের ওপর বজ্রপাত ঘটলে সেই গাছের তলায় থাকা প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়েন । তড়িঘড়ি তাদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে এক জনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকর । নাম সামাদ মল্লিক । বয়স আনুমানিক ৪২ বছর বাড়ি বাতানিয়া গ্রামে । আহত সংখ্যা প্রায় ৫০ জন ছাড়িয়েছে । আজ মৃত সামাদ মল্লিকের বাতানিয়া গ্রামের বাড়িতে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এর পাশাপাশি আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও দেখা করেন তাঁরা। সেখানে পৌঁছে মৃতের পরিবারের লোকজনের সাথে গিয়ে দেখা করার পাশাপাশি সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকার একটি চেক এবং সমব্যথী প্রকল্পের ২ হাজার টাকা তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয়। পরে মন্ত্রী শশী পাঁজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনা সত্যি খুব দুঃখজনক,দল সবসময় তার পরিবারের পাশে আছে এবং সবরকম সাহায্য দলের তরফ থেকে তার পরিবারকে করা হবে বলে জানান।
বাঁকুড়ার ইন্দাসে দেবাংশুর জন সভা শুরুর আগে বাজ পড়ে মৃত ১ জখম প্রায় ৫০শেরও বেশি।
বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের জন সভায় বাজ পড়ে মৃত ১ জখম প্রায় ৫০শেরও বেশি।
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
তৃণমূলের সভায় এসে বজ্রঘাতে মৃত ১ জখম কমপক্ষে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক । ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে । জানাজায় তৃণমূলের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক । সভা শুরুর আগেই শুর বৃষ্টি সাথে বজ্রপাত। বৃষ্টি শুরু হতেই সভা স্থল ছেড়ে যে যার নিজের নিজের মত করে আশ্রয় নেয় । অনেকেই আশ্রয় নেয় সভাস্থলের পাশে থাকা একটি বট গাছের তলায়,আর সেই গাছের ওপর বজ্রপাত ঘটে। সেই গাছের তলায় থাকা প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়েন । তড়িঘড়ি তাদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে এক জনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকর । নাম সামাদ মল্লিক । বয়স আনুমানিক ৪২ বছর বাড়ি বাতানিয়া গ্রামে । আহত সংখ্যা প্রায় ৫০ জন ছাড়িয়েছে । এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে । মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । তবে সকলের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ ও স্থানীয় নেতৃত্বরা ।কোতুলপুরের মঞ্চে ভূল জাতীয় সংগীত গাইলেন নেত্রীদের সাথে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ মালা রায়।
কোতুলপুরের মঞ্চে ভূল জাতীয় সংগীত গাইলেন নেত্রীদের সাথে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ মালা রায়।
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
যদি কোন বিরোধী শক্তি আপনাদেরকে ভয় দেখাতে আসে শক্ত হাতে দাঁড়ান, প্রয়োজন পড়লে লাঠি হাতে বঁটি হাতে তা প্রতিহত করুন’— বাঁকুড়া এসে মন্তব্য সাংসদ মালা রায়ের।বাঁকুড়া পঞ্চায়েত ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে শাসকবিরোধী সব শিবির প্রচারের ময়দানে মাঠে নেমে পড়েছে। শাসক বিরোধী সভা এবং পাল্টা সভা চলছে সারা জেলা জুড়ে। আজ বাঁকুড়ার কোতুলপুরে বিষ্ণুপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একটি মহিলা সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে এসে যোগদান করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। এখানে যোগদান করে মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমীক্ষা তুলে ধরার পাশাপাশি এক হস্তের নিচে রাখা গেল রাজ্যের বিরোধী দল নেতা। তিনি বলেন মমতা ব্যানার্জি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলেন,কারো ভাইকে বিধায়ক তো কারো ভাইকে চেয়ারম্যান সহ একাধিক পদ পায়িয়ে দিয়েছিলেন। সেই লোক এখন পিছন থেকে ছুরি মারছে,দিল্লিতে মোদি এবং অমিত শাহের সাথে বৈঠক করে বাংলার প্রাপ্য টাকা কে আটকে দিতে বলছে স্বার্থ সিদ্ধি করার জন্য। একশ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রের যে প্রকল্প গুলো রাজ্যের প্রাপ্য রাজ্যতার বঞ্চনা শিকার হচ্ছে এই অভিযোগ তুলে কেন্দ্রে সরকারের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গেল তাকে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে নিজেদের অধিকার বুঝে নেওয়ার বার্তা তিনি দিলেন। এখন শুধু সময়ের অপেক্ষা পঞ্চায়েত নির্বাচনে জনতা জনার্দনের রায় কার পক্ষে থাকে সেটাই এখন দেখার।
দুর্ঘটনায় মরণাপন্ন নাবালক যুবকের ইসিজির রিপোর্ট করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া জয়পুর হসপিটাল চত্বর,বিক্ষোভে মৃত যুবকের বাড়ির আত্মীয়রা।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
BRIKING NEWS
দুর্ঘটনায় মরণাপন্ন নাবালক যুবকের ইসিজির রিপোর্ট করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া জয়পুর হসপিটাল চত্বর,বিক্ষোভে মৃত যুবকের বাড়ির আত্মীয়রা।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
গ্রামে পূজা চলাকালীন জয়পুর আসার পথে রাস্তার মাঝে দুর্ঘটনা কবলে বছর 16র এক নাবালক যুবক, স্থানীয় সূত্রে জানতে পারা যায় ওই যুবক সোজা গিয়ে গাছে ধাক্কা মারে সাথে সাথেই লুটিয়ে পড়েন মাটিতে, আহত যুবককে এলাকার স্থানীয় মানুষের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের লিয়েলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।খবর দেয়া হয় বাড়িতে বাড়ির লোকজন ও গ্রামের মানুষ জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আছে এবং সেখানেই জড়িয়ে পড়েন এলাকার মানুষজন জানা যায়, মৃত নাবালক যুবকের মৃত্যু নিশ্চিত করতে ডাক্তারবাবুরা ইসিজি লিখে দেন, সেই মতো হসপিটালের ভিতরে বেসরকারি ইসিজি সেন্টারে কর্তব্যরত এক ব্যক্তি ভিতরেই ছিলেন তিনি ইসিজি করার জন্য ৩০০ টাকা চেয়ে বসেন তা না হলে এসির রিপোর্ট দেয়া যাবে না আর তাতেই হবে ফেটে পড়েন নিচের পরিবার ও আত্মীয়রা সাথে সাথেই ঝামেলার সৃষ্টি হয়। তবে প্রশ্ন উঠছে একটি বেসরকারি ল্যাবের কর্মচারী তিনি কিভাবে হসপিটালের ভিতরে ব্যবসা করছে। যদি ব্যবসায়ী করবে মানবিকতার খাতিরে বাড়ির লোক আসা পর্যন্ত ওয়েট করা যেত না টাকা না পেলে কি ইসিজি করা যাবে না কবে মানবিক হয়ে উঠবে এই ইসিজি ল্যাবের মালিকেরা মানসিকতা বোধটুকুও টাকার লোভে হারিয়ে বসেছে। বলেই মনে করছেন এলাকার মানুষ। এলাকার মানুষ কেউ প্রশ্ন করছেন যেখানে সরকারিভাবে সুযোগ-সুবিধা নেই ইসিজি করার সেখানে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কে বেসরকারিকরণ করে দেয়াই ভালো, এখানে সরকারি হসপিটাল নাকি বেসরকারি তা বোঝার দুর্দায় এমনই অবস্থা, জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষ।