Category: রাঢ় বঙ্গ

  • বাঁকুড়ার সোনামুখী গোষ্ঠীর মহিলাদের হাতে হেনস্থার শিকার বিডিও, গ্রেপ্তার অভিযুক্তরা।

    বাঁকুড়ার সোনামুখী গোষ্ঠীর মহিলাদের হাতে হেনস্থার শিকার বিডিও, গ্রেপ্তার অভিযুক্তরা।

    বাঁকুড়ার সোনামুখী গোষ্ঠীর মহিলাদের হাতে হেনস্থার শিকার বিডিও

    রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
    কয়েক কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে বাঁকুড়ার সোনামুখী-বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা।

    শুক্রবার সকাল থেকে সোনামুখী-বিষ্ণুপুর রাজ্য সড়কের উপর কৃষ্ণবাটিতে তাঁরা অবরোধ করেন। দিনের শুরুতেই এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

    অবরোধকারীদের তরফে জানানো হয়েছে, সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায ১৯২ টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলির মধ্যে ৯১ টি গোষ্ঠীর প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ ওঠে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজার, সংঘের কোষাধ্যক্ষ ও দুই সি.এস.পির বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বিক্ষোভ দেখায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। অবশেষে এদিন তাঁরা পথ অবরোধে সামিল হলেন।
    বিক্ষোভকারীদের দাবি, যারা এই টাকা আত্মসাৎ করেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সমস্ত টাকা ফেরতের দাবিও তারা জানিয়েছেন।

    খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছেছে সোনামুখী থানার পুলিশ। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে।

    অবরোধ স্থলে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের বিক্ষোভের মুখে পড়লেন সোনামুখীর আই.সি সূর্যদীপ্ত ভট্টাচার্য্য ও বিডিও দেবলীনা সর্দার। এমনকি বিডিও বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হন কেউ তাঁর ওড়না টেনে নেওয়ার চেষ্টা করেন, এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিডিও দেবলীনা সর্দার এক প্রকার দৌড়ে গিয়েই ঐ এলাকার একটি দোকানে গিয়ে সাময়িক আশ্রয় নেন।

    পরে বিডিও দেবলীনা সর্দার বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন।
  • নতুন ব্লক কমিটি গঠন হতেই ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ বাঁকুড়ার রায়পুরে।

    নতুন ব্লক কমিটি গঠন হতেই ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ বাঁকুড়ার রায়পুরে

    নতুন ব্লক কমিটি গঠন হতেই ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ বাঁকুড়ার রায়পুরে

    তনময় নন্দী–রায়পুর

    নতুন ব্লক কমিটিকে লুঠের কমিটি বলে ক্ষোভ উগরে দিলেন রাইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাইপুরের তৃণমূল নেতা রাজকুমার সিংহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে মঞ্চ থেকে রাইপুরের ব্লক কমিটি ঘোষণা করছেন রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগবন্ধু মাহাতো , তিনি যখন নাম ঘোষণা করছেন তখনই মঞ্চের অপর প্রান্ত থেকে ক্ষোভ প্রকাশ করছেন এবং প্রতিবাদ করছেন রীতিমতো ‘অপদার্থ” ব্লক সভাপতি শ্লোগান তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের একাংশ। আর তাতেই ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব। সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজ কুমার সিংহ। তিনি এই কমিটিকে লুঠের কমিটি বলে কটাক্ষ করেছেন পাশাপাশি ব্লক সভাপতির বিরুদ্ধে স্বজন পোষন এর অভিযোগ তুলেছেন। এই বিষয়ে রাজ্য নেতৃত্বের ভেবে দেখার দাবী করেছেন। অন্যদিকে ভাইরাল ভিডিও তে ক্ষোভ প্রকাশ করতে দেখা মেলেড়ার তৃণমূল নেতা সনত দাস এর দাবী, বিজেপির লোকেদের বেছে বেছে কমিটিতে রাখা হচ্ছে এবং স্বজন পোষণ করে নিজেদের লোকেদেরকে রাখা হচ্ছে হায়দা তোলার জন্য। এই নিয়ে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন
    পাশাপাশি এই কমিটিকে বাপ বেটার কমিটি,টাকা তোলার কমিটি বলেও দাবি করেন।

  • জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে শান্তি বৈঠক ফাঁড়ির অফিস রুমে।

    জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে শান্তি বৈঠক ফাঁড়ির অফিস রুমে

    জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে শান্তি বৈঠক ফাঁড়ির অফিস রুমে

    মোহাম্মদ ফিরোজ–বীরভূম

    জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত ও সিরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজসেবী ও জয়দেব কেন্দুলী আশ্রমের মহারাজ সহ সকলের উপস্থিতিতে একটি শান্তি বৈঠক হয়। জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি শাকিব সাহাবের উদ্যোগে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। আইসি সাকিব সাহাব এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। এবং একে অপরের হাতে হাত মিলিয়ে উৎসব গুলিকে উপভোগ করার বার্তা দেন। বৈঠক শেষে প্রত্যেকের হাতে একটি করে টিফিনের প্যাকেট তুলে দেওয়া হয়। জয়দেব কেন্দুলী হিন্দুদের পবিত্র পিঠস্থান। তাই এই পবিত্র রমজান মাসের শেষে আগামী খুশির ঈদকে স্বাগত জানাতে সর্বধর্ম সমন্বয় শান্তি বৈঠক একটা বিশেষ গুরুত্ব পালন করবে বলে মনে করছেন এলাকার বুদ্ধিজীবী মানুষ।

  • এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিভিক ভলেন্টিয়ারের বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে

    এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিভিক ভলেন্টিয়ারের বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে

    এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিভিক ভলেন্টিয়ারের বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে

    আরো একবার জানিয়ে রাখি সেভিক পুলিশের বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার । সূত্রের খবর তিনি ছাগল চরাচ্ছিলেন আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।*

    রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া

    একেই প্রচন্ড দাবদাহে বাঁকুড়া জেলা সহ পুড়ছে পুরো রাজ্য। তাপমাত্রার পারদ ৪৫ ছুঁয়েছে এরই মাঝে বিপদ বাঁকুড়ার কোতুলপুরে। আজ দুপুর নাগাদ প্রতিমা রানা নামে এক মহিলা বয়স আনুমানিক ৫৮ রোজকারের মতো আজও ছাগল নিয়ে রাস্তায় গিয়েছিলেন। কিন্তু ভাগ্যর নিষ্ঠুর পরিহাসে তাকে পাড়ি দিতে হলো ফেরার দেশে। এদিন আচমকাই এক বাইল আরোহী সজোরে ধাক্কা মারে তাঁকে।গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর অভিযুক্ত বাইক আরোহীর পরিবারের তরফ থেকে বিস্ফোরক অভিযোগ করা হয়, তারা অভিযোগকে অস্বীকার করেন। তারা দাবী করেন কোতুলপুর থানার এক সিভিক পুলিশ ঐ মহিলাকে ধাক্কা মারে তাতেই মৃত্যু হয় তাঁর।পুলিশ মৃতদেহটি উদ্ধার বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে বিষয় যাইহোক পুরো বিষয়টি খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ।

  • শান্তি মিটিং করলেন ইলামবাজার ব্লক বিডিও।

    শান্তি মিটিং করলেন ইলামবাজার ব্লক বিডিও।

    শান্তি মিটিং করলেন ইলামবাজার ব্লক বিডিও।
    অত্যাধিক তাপপ্রবাহের মধ্যে অতিবাহিত হতে চলেছে রমজান মাস। হাতে গোনা আর কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে খুশির ঈদ। এই ঈদ উপলক্ষে ইলামবাজার ব্লকের বিডিও জসীমউদ্দীন ইলামবাজার ব্লকের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে একটি শান্তি বৈঠক করেন। এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষ উপস্থিত ছিলেন পারুই থানার অফিসার ইনচার্জ সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আগামী খুশির ঈদে যাতে করে কোন রকমে অপ্রীতিকর ঘটনা না হয় এবং সমাজের ধর্মগুরুর ইমামদের বার্তা দেওয়ার জন্য অনুরোধ করেন ব্লক বিডিও। রমজান মাস ও খুশির ঈদ উপলক্ষে সকলকে অভিনন্দন ও জানান। তাপপ্রবাহের জন্য যে সমস্ত ইমামরা উপস্থিত হতে পারেননি তাদের জন্য ভার্চুয়ালি লিংক দেওয়া হয় মোবাইলে এবং ভার্চুয়ালি ভাবেই তারা সেই মিটিং অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
    ইলামবাজার থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম

  • অমর্ত্য সেন চিঠি দিলেন বিশ্বভারতীকে।

    অমর্ত্য সেন চিঠি দিলেন বিশ্বভারতীকে

    অমর্ত্য সেন চিঠি দিলেন বিশ্বভারতীকে

    কাজী আমীরুল-বীরভূম

    নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়ি র সামনে উচ্ছেদের নোটিশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই নিয়ে বিশ্বভারতীতে বেশ আলোড়ন পড়ে যায়। এই নোটিসের পরিপ্রেক্ষিতে নোবেলজয়ী অমর্ত্য সেন আইনের যৌগিকতা দেখিয়ে বিশ্বভারতী কে চিঠি দেন। নোবেলজয়ী অমর্ত্য সেন জানিয়েছেন তার চুক্তিপত্র শেষ হওয়া না অব্দি কিভাবে তার জমি দাবী করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতিচির জমি আইন-শৃঙ্খলা ও শান্তি রক্ষা বজায় রাখার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। অমর্ত্য সেন ঠিক এই সময়ে তিনি প্রতিচির বাড়িতে নেই বিদেশে আছেন জুন মাসে তিনি বিশ্বভারতী প্রতিটি বাড়িতে ফিরবেন। অমর্ত্য সেন বাড়ি সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা বজায় থাকার জন্য শান্তিনিকেতন থানাকে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

  • কন্যাশ্রীরা কন্যাশ্রীর জমানো টাকা খরচ করে তীব্র গরমে শরবত বিতরণ করলেন।

    কন্যাশ্রীরা কন্যাশ্রীর জমানো টাকা খরচ করে তীব্র গরমে শরবত বিতরণ করলেন

    কন্যাশ্রীরা কন্যাশ্রীর জমানো টাকা খরচ করে তীব্র গরমে শরবত বিতরণ করলেন

    রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

    প্রখর বৈশাখের কাঠফাটা রোদ্দুর। তীব্র দহন জ্বালায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। পথ ক্লান্ত পথযাত্রীরা গরমে নাজেহাল। এই প্রথম ক্লান্ত যাত্রীদের তৃষ্ণার জল দিয়ে, নুন চিনি লেবুর শরবত দিয়ে তীব্র দহন জ্বালা থেকে সাময়িক স্বস্তি দিল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজ খামার হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা। কন্যাশ্রীর টাকা জমিয়ে তাদের এই মহৎ উদ্যোগ সকলকে মুগ্ধ করেছে। কন্যাশ্রী ছাত্রীদের এই অভিনব উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। পথ চলতি মানুষ থেকে শুরু করে, বাস যাত্রী, ড্রাইভার, খালাসী, যে কোন গাড়ির চালক, পথযাত্রীদের তৃষ্ণার জল, শরবত দান করে ছাত্র জীবনের একটি মানবিক পুণ্য কর্মে তারা সামিল। বাদ গেলোনা পুলিশ গাড়িও। পুলিশ গাড়িতে পুলিশ অফিসারদের ও জল আর শরবত গ্রহণ করতে দেখা গেল। যে কাজ বড় বড় স্বেচ্ছাসেবী সংস্থার করা উচিত, গ্রাম এবং শহরের ক্লাব গুলোর করা উচিত, করা উচিত অর্থ বান প্রভাবশালীদের। সেটা করে দেখালো কচি কাঁচা ছাত্রীরা। তাও আবার তাদের কন্যাশ্রী প্রকল্প থেকে পাওয়া অর্থ খরচ করে! ভাবলে সত্যি খুব বিস্ময় জাগে! তারা দেখিয়ে দিল সদিচ্ছা থাকলে সব কাজ করা যায়। সে গল্পটির কথা মনে পড়ে গেল শিকারির জালে পড়া সিংহ উদ্ধারে ইন্দুরের মহান কর্ম। কিংবা রামায়ণে ছোট্ট কাঠবিড়ালির সেতুবন্ধনে সহযোগিতার কথা। ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুতে সিন্ধু তৈরি হয়। যেকোনো ছোট উপকার ফেলনা নয়। এই ছোট উপকারগুলিই বৃহত্তর জীবনে অনেক বড়সড়ো উপকার করার প্রেরণা যোগায়। বড় মনে ছোট উপকার মানুষের অনেক কাজে আসে।

  • তীব্র দাবদাহে সমস্যায় বাঁকুড়ার ইটভাঁটার শ্রমিকরা

    তীব্র দাবদাহে সমস্যায় বাঁকুড়ার ইটভাঁটার শ্রমিকরা

    তীব্র দাবদাহে সমস্যায় বাঁকুড়ার ইটভাঁটার শ্রমিকরা

    তন্ময় নন্দী, বাঁকুড়া

    তীব্র দাবদাহে ফুটছে বাংলা, সমস্যায় বাঁকুড়ার ভাঁটা শ্রমিকরা। সবে চৈত্র মাস পেরিয়ে আজ বৈশাখের প্রথম সপ্তাহ। বাঁকুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি ছাড়িয়েছে। আর মুহূর্তে তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ডিগ্রি বেশি। এই অবস্থায় তীব্র সংকটে ইঁট ভাঁটার শ্রমিকরা। আগে তারা কাজ করত বেলা একটা পর্যন্ত এখন সাড়ে ৯টার পর আর কাজ করা যাচ্ছে না ফলে আগের তুলনায় রোজগারেও টান ফলের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই শ্রমিকরা। মূলত ইঁট ভাঁটার শ্রমিকরা সকালে ২৫০০ থেকে ৩০০০ ইঁট বহন করে টাকা পায় ২৫০ থেকে ৩০০ টাকা মত এবং বিকেলেও কাজ করে ১০০০ ইঁটের সেখানে সবে মিলিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকা আয় হত। এই তীব্র রোদের চোখ রাঙা নিতে টা এসে দাড়িয়েছে ১৫০ – ২০০ টাকাতে ফলে স্বভাবতই টান পড়ছে শ্রমিকদের সংসারে ।

  • পুকুরের মাছকে কেন্দ্র করে বিবাদ মালিক গোষ্ঠীর, থানায় অভিযোগ দায়ের

    পুকুরের মাছকে কেন্দ্র করে বিবাদ মালিক গোষ্ঠীর, থানায় অভিযোগ দায়ের

    পুকুরের মাছকে কেন্দ্র করে বিবাদ মালিক গোষ্ঠীর, থানায় অভিযোগ দায়ের

    তন্ময় নন্দী,রাইপুর,বাঁকুড়া

    মঙ্গলবার সকালে বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের কেন্দুয়াপাড়া গ্রামের দে পুকুরের মাছ পচে যাচ্ছে আর এর জেরেই মালিক গোষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পুকুরের মোট ৬ জন মূল অংশীদার। এছাডাও এই অংশীদারদের মধ্যে অনেক শাখা অংশীদার আছে। সব মিলিয়ে প্রায় ৩০ জন পরিবারের মধ্যে কম বেশি ভাগ হয় মাছ। আজ সকালে মাছ ধরাকে কেন্দ্র করে বচসা ছড়ায় ওই গ্রামে। অংশীদারদের কয়েকজনের দাবি পুকুরের মাছ মরে ভেসে যাচ্ছে এবং সেগুলি পচে দুর্গন্ধ সৃষ্টি করছে। যার ফলে এখানে বাস করা দূর্বি সহ হয়ে পড়েছে। অসুবিধায় পড়েছে পুকুরের পড়ে থাকা পারিবারের লোক জনেরা। এই পরিবারের এক মহিলা গর্ভবতী রয়েছেন দূর্ঘন্ধের জন্য ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন আমাদের কাছে দাবি করেন। অপর কয়েকজন অংশীদারের দাবি আমরা তো মাছ ধরতে বাধা দিই নি। আজ মাছ ধরতে জেলে আসার কথা কিন্তু আজ জেলে আসেনি। জানা গিয়েছে পুকুরে বছরে প্রায় সাত থেকে নয় কুইন্টাল মাছ বিক্রি করা হয়। আর যে মাছ মারা গেছে তারও পরিমাণ প্রায় দেড় কুইন্টাল। বিশেষ সূত্র থেকে জানা যায় এই পুকুরের মালিকানাদের বিবাদ আজকের নয়। গত বছর মাছ ধরাকে কেন্দ্র করে পুকুরের মালিকের বিবাদ পৌঁছায় কোর্ট পর্যন্ত। বারবার এই ঘটনায় বিরক্ত মালিকদের একাংশ। গ্রামের বাসিন্দারা জানান এই বিবাদ আজকের নয়, এরা থানায় এক পক্ষ অপর পক্ষের নামে অভিযোগ করে।

  • বোমা তৈরীর আতর ঘর এখন বীরভূম জেলা,ফের বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনা ।

    বোমা তৈরীর আতর ঘর এখন বীরভূম জেলা,ফের বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনা

    বোমা তৈরীর আতর ঘর এখন বীরভূম জেলা,ফের বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনা

    মোহাম্মদ ফিরোজ-বীরভূম

    এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো তৃণমূলের পার্টি অফিসে । ঘটনায় চাঞ্চল্য এলাকায় । ঘটনাটি ঘটেছে বীরভূমের পাঁরুই থানার অন্তর্গত বাতিকার পঞ্চায়েতের খুষ্টিগিড়ি গ্রামের তৃনমুল পার্টি অফিস । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পার্টি অফিসে মজুত করে রাখা হয়েছিল বোমা । সেই বোমাই বিস্ফোরণ
    হয় সোমবার সন্ধ্যায় । স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবহুল এলাকায় এই পার্টি অফিসটি রয়েছে। এছাড়াও সারাদিনই এই পার্টি অফিসে বহু তৃণমূল কর্মীর যাতায়াত থাকে। কিন্তু তা সত্বেও কোন হতাহত হয়নি কারণ রমজান মাস চলছে তাই রোজা খোলার জন্য পার্টি অফিস থেকে সবাই নিজে নিজের বাড়ি ফিরে গিয়েছিল পার্টি অফিস বন্ধ করে। এই পাটি অফিস বন্ধ থাকাকালীনই সোমবার সন্ধ্যায় বিস্ফোরণ হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পাঁরুই থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান , সামনেই পঞ্চায়েত ভোট আর তাই বোমা মজুত করা হয়েছিল এই পাটি অফিসে । অতিরিক্ত গরমের কারণেই ভেতরে রাখা সেই বোমা ফেটে যায় । তবে কতগুলি বোমা রাখা ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

    প্রসঙ্গত, এই পারুই খানারই ভেড়ামারী গ্রামে কয়েক সপ্তাহ আগে বাড়ির শৌচালয়ে মজুদ করে রাখা বোমা ফেটে উড়ে যায় বাড়ির একাংশ। তারপরও একাধিকবার বারুই থানার বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার হয় বোমা। তারই মধ্যে এবার তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন।