Category: রাঢ় বঙ্গ

  • লাভপুরে ফের বিস্ফোরক কাজল শেখ।বিজেপি নেতাদেরকে লাঠি ঝাঁটা মরার নিদান তৃনমূল নেতার।

    লাভপুরে ফের বিস্ফোরক কাজল শেখ।বিজেপি নেতাদেরকে লাঠি ঝাঁটা মরার নিদান তৃনমূল নেতার।

    লাভপুরে ফের বিস্ফোরক কাজল শেখ।
    বিজেপি নেতাদেরকে লাঠি ঝাঁটা মরার নিদান তৃনমূল নেতার।

    লাভপুরের জনসভা থেকে দাঁড়িয়ে তৃণমূলের মহিলা কর্মীদেরকে নিদান দিলেন বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ। একশো দিনের কাজের টাকা, ঘরের টাকা সহ একাধিক খাতের টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র। সেই বঞ্চনার প্রতিবাদে আজ লাভপুর মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীদেরকও নিয়ে লাভপুর ফুল্লরা মন্দির থেকে লাভপুর নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করেন লাভপুর ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল প্রমুখ। সেই মিছিল শেষেই লাভপুর নতুন বাসস্ট্যান্ডে একটি জনসভা করেন তারা, সেই সভা মঞ্চ থেকেই দলের মহিলা কর্মীদেরকে কাজল শেখ নিদান দেন বিজেপির নেতাদেরকে লাঠি ঝাঁটা মারার।

    কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।

  • ৬ দফা দাবির ভিত্তিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে অনির্দিষ্টকালীন ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয় ঘেরাও

    ৬ দফা দাবির ভিত্তিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে অনির্দিষ্টকালীন ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয় ঘেরাও

    ৬ দফা দাবির ভিত্তিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে অনির্দিষ্টকালীন ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয় ঘেরাও

    তন্ময় নন্দী, ঝাড়গ্রাম

    পূর্ব ঘোষিত অনুযায়ী সোমবার ১৭ ই এপ্রিল অনির্দিষ্টকাল ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসককে অনির্দিষ্টকাল ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল ভারত জাকাত মাঝি পারগানা মহল। সেই মতো ঝাড়গ্রামে আজ সকাল থেকেই সেই অনির্দিষ্টকালীন জেলাশাসক ঘেরাও কর্মসূচি সকাল থেকেই চলছে। খবর পরিবেশন হওয়ার আগে অবধি, এই অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ এসে এই ডিএম অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছেন। এমনকি পড়শি জেলা বাঁকুড়া ও পুরুলিয়া থেকেও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই অনির্দিষ্টকালীন জেলাশাসক ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছেন। ভারত জাকাত মাঝি পারগানা মহল, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি,পাঠৌয়ৌ গাঁওতা (আদিবাসী ছাত্র সংগঠন), খেরওয়াল মাচেৎ মাডোয়া (আদিবাসী শিক্ষক সংগঠন) সহ একাধিক সামাজিক সংগঠনের কর্মকর্তাগন এবং তাদের সদস্যরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। এখনও অবধি যা খবর আন্দোলন জারি রয়েছে। সংঘটনের পক্ষ থেকে জানানো হয় সদ উত্তর না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে। ওই সম্প্রদায়ের মোট কয়েক হাজার মানুষ যোগ এদিন । আদিবাসী সাঁওতাল সমাজের মূল দাবি সাঁওতালি মাধ্যমে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড, অ-আদিবাসী কুড়মি সম্প্রদায়কে এস টি করা যাবে না। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হস্টেল গুলি পুনরায় অতি দ্রুত চালু করা সহ একাধিক দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকাল ডিএম ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকছে। ঝাড়গ্রামে সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন,এদিন নিরাপত্তা বলয় সঠিক রাখতে বিভিন্ন জায়গায় ব্যারিকেট ও পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল জেলা গোডেৎ সমায় হাঁসদা,জগ পারগানা বিভীষণ হাঁসদা, জেলা পারানিক সূর্যকান্ত মুর্মু, এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি বৈদ্যনাথ হাঁসদা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

  • শুভেন্দুর জনসভায় ও পদযাত্রায় যোগ দিতে মানুষের জনজোয়ারে ৬০ নং জাতীয় সড়ক অবরুদ্ধ

    শুভেন্দুর জনসভায় ও পদযাত্রায় যোগ দিতে মানুষের জনজোয়ারে ৬০ নং জাতীয় সড়ক অবরুদ্ধ

    শাসকদলের নেতাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ বিকালে পদযাত্রা ও জনসভা বাঁকুড়ার ওন্দাতে।*

    নিজস্ব প্রতিনিধি:-
    অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা শোভা করলেন বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ বিকালে হাজার হাজার বললে ভুল হবে তারও বেশি সংখ্যক কটকটে রোদ কে উপেক্ষা করে পদযাত্রায় শামিল হলে বহু মানুষ। জনসভা ও পদযাত্রায় কোনো সরকারি বাস ছিল না ছিলনা লক্ষ লক্ষ টাকার সরকারি কোষাগার থেকে খরচা করে বাইরে থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসে এলাকায় এলাকায় লোককে চাপিয়ে জনসভায় নিয়ে আসর কোন পরিকল্পনা লক্ষ্য করা যায়নি। তবুও প্রচুর মানুষ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ কে উপেক্ষা করে ৪৩ ডিগ্রি তাপমাত্রাতেও শুভেন্দু অধিকারীর জনসভায় বক্তব্য শোনার জন্য হাজির হয়েছিলেন। একের পর এক শাসক দলের নেতা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তো দাগেন,বাঁকুড়ার বালি থেকে মাটি কয়লা থেকে পাথর সবেতেই শাসকদলের হাতে বিক্রি হয়ে যাচ্ছে বাঁকুড়ার ধন সম্পদ,সেই নিয়ে একাধিক ভাষায় তোক দাগেন। শুধু তাই নয় রাজ্যের পুলিশ যে একেবারেই দলদাসের পরিণত হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন,তিনি বলেন বাঁকুড়ায় বারোটি বিধায়ক এর মধ্যে আটটিতেই বিজেপির বিধায়ক সেখানে এলাকার উন্নয়নে কোনদিন প্রশাসনিকভাবে এমএলএদের ডাকেন না উন্নয়ন নিয়ে একটি কোথাও বলেন না শুধু তাই নয় স্কুল কলেজের কমিটির নেতা-নেত্রীরা তো বসে আছেন শাসক দল তৃণমূলের কেডারেরা, স্কুলের উন্নয়নে জন্য তারা কি ভাবেন? ভাবেন না। তৃণমূলের শুধু কাজ তোলা তুলা আর কাঠ মানির ভাগ নবান্নে পৌঁছে দেয়া। সামনেই পঞ্চায়েত ভোট সেই ভোট নিয়ে তিনি দলের কর্মীদের সোজাগ সতর্ক ও একজোট হয়ে কাজ করার নিদান দিয়ে যান। আগামী পঞ্চায়েত নির্বাচন শাসকদল তৃণমূলকে একটি ভোটও নয় এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রতি বার্তা দিয়ে গেলেন।

  • কি যুগ পড়লো,চোরকে চুরি করতে হলো গরমের চোটে সিলিং ফ্যান

    কি যুগ পড়লো,চোরকে চুরি করতে হলো গরমের চোটে সিলিং ফ্যান

    ফের বীরভূমের জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির সবচেয়ে বড় সাফল্য

    মোহাম্মদ ফিরোজ–বীরভূম
    ফের কেন্দুলী ফাঁড়ির পুলিশের বড় সাফল্য,গত ১২ই এপ্রিল ২০২৩ রাত্রে জয়দেব কেন্দুলি গেস্ট হাউসের তালা ভেঙ্গে চুরি যায় দুটি ইলেকট্রিক সিলিং ফ্যান। চেষ্টা হুশের কেয়ারটেকার অশোক কুমার সাহা গেস্ট হাউস খুলে দেখেন তালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে জয়দেব পুলিশ ফাঁড়িতে তিনি কমপ্লেন করেন। আইসি সাকিব সাহেবের নেতৃত্বে একটি টিম গেস্ট হাউস টি পরিদর্শন করেন এবং সিলিং ফ্যান চুরির ঘটনাটি তদন্তে নেমে পড়েন। মাত্র চার ঘণ্টার ব্যবধানে পুলিশ চোরসহ মাল রিকভারি করেন। সংবাদ সূত্রে প্রকাশ জয়দেব গ্রামেরই এক বাসিন্দা যুবক এই চুরির কাজের সঙ্গে যুক্ত ছিল। গেস্ট হাউস টি জনবহুল এলাকা থাকা সত্ত্বেও পাঁচির টপকে সকলের চোখের আড়ালে তালা ভেঙ্গে এই ফ্যান সেই চুরি করে। পুলিশ যুবকটিকে গ্রেপ্তার করে ইলামবাজার থানায় চালান করে এবং সেখান থেকে কোর্টে তোলা হয়। যুবককে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে।

  • ঝা চকচকে রাস্তা পেতে গিয়ে ভাঙ্গা পড়ছে ঘর,সঠিক মাপে রাস্তা হোক প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ বাঁকুড়ার সারেঙ্গায়

    ঝা চকচকে রাস্তা পেতে গিয়ে ভাঙ্গা পড়ছে ঘর,সঠিক মাপে রাস্তা হোক প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ বাঁকুড়ার সারেঙ্গায়

    ঝা চকচকে রাস্তা পেতে গিয়ে ভাঙ্গা পড়ছে ঘর,সঠিক মাপে রাস্তা হোক প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ সারেঙ্গায়

    তন্ময় নন্দী,বাঁকুড়া

    রবিবাসরীয় সকাল থেকেই অবরোধ সারেঙ্গায়।
    সারেঙ্গা চৌরাস্তা মোড়ে চার নম্বর রাজ্য সড়কের উপর পথ অবরোধ শুরু। ঘটনাস্থলে সারেঙ্গা থানার পুলিশ। উপস্থিত আই সি সুজিত ভট্টাচার্য্য। সকাল প্রায় ১০ টা নাগাদ শুরু হয় অবরোধ। সারেঙ্গা বাসীর পক্ষ থেকে এই অবরোধ করা হয়। সারেঙ্গা পিড়রগাড়ী মোড় থেকে ব্রাহ্মণডিহা পর্যন্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কয়েকমাস আগেই। পূর্ত দফতর থেকে রাস্তার দুই পাশের যে সীমানা নির্ধারন করা হয়েছে তা নিয়ে ক্ষোভ রয়েছে একাংশের। আন্দোলনকারীদের অভিযোগ, সঠিক মাপ করে রাস্তার কাজ সম্পূর্ণ হোক। তাদের আরো অভিযোগ, প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে চৌরাস্তা মোড় থেকে ব্রাহ্মণডিহা রাস্তার দুই পাশের যে সীমানা নির্ধারন করা হয়েছে সেই সীমানা অনুযায়ী যাদের বাড়ি বা দোকান রয়েছে তাদের মধ্যে অনেকেই সেই সীমানা মেনে দোকান বা বাড়ি ভাঙেননি। প্রশাসন থেকে তাদের বারবার বলার পরেই পরেও তারা প্রশাসন নির্ধারিত সীমানা অনুযায়ী দোকান বাড়ি ভেঙে ফেলেননি বলে অভিযোগ। অবিলম্বে সঠিক সীমানা নির্ধারন ও সেই অনুযায়ী রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবীতে এই অবরোধ বলে জানা গেছে।

  • আবারো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক শালগাছ ভেঙে ঢুকে পড়ল জয়পুর জঙ্গলে দ্রুত গতিতে যাওয়া লরি, ঘটনায় আহত এক

    আবারো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক শালগাছ ভেঙে ঢুকে পড়ল জয়পুর জঙ্গলে দ্রুত গতিতে যাওয়া লরি, ঘটনায় আহত এক

    আবারো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক শালগাছ ভেঙে ঢুকে পড়ল জয়পুর জঙ্গলে দ্রুত গতিতে যাওয়া লরি, ঘটনায় আহত এক

    রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
    জয়পুর থেকে বিষ্ণুপুর দিকে যাওয়ার পথে দ্রুত গতিতে যাওয়ার ফলে আজ দুপুর তিনটায় দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে জঙ্গলের মাঝে ঢুকে পড়ল লরি, ঘটনায় আহত এক ।সূত্রের খবর প্রচন্ড দাবদাহে রাস্তা ফাঁকা থাকার কারণে সেই রকম ভাবে দুর্ঘটনা ঘটেনি তা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তবে গাড়ির গতিবেগ এতটাই ভয়াবহ ছিল যে একের পর এক গাছ ভেঙে জঙ্গলের ভিতরে ঢুকে যায় লরি। ওই এলাকা দিয়ে স্থানীয় মানুষজন যাবার পথে দেখতে পান আহত অবস্থায় গাড়ির ড্রাইভার লরিটিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে পড়ে রয়েছে সাথে সাথে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তারপরে খবর দেয়া হয় জয়পুর থানা ও বিষ্ণুপুর থানায় কারণ দুর্ঘটনাটি ঘটেছে, জয়পুর ও বিষ্ণুপুর ব্লকের বর্ডার সংলগ্ন বিষ্ণুপুরের এলাকায় ।দুটি ব্লকের থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে বলেই জানতে পারা যাচ্ছে।

  • বাংলা নববর্ষের প্রথম দিনে ই মন্দিরে মন্দিরে পূজা দিতে উপচে পড়া ভিড় আজ সকাল থেকে। তেমনি ছবি ধরা পরল বীরভূমের কঙ্কালীতলার মন্দিরে।

    বাংলা নববর্ষের প্রথম দিনে ই মন্দিরে মন্দিরে পূজা দিতে উপচে পড়া ভিড় আজ সকাল থেকে। তেমনি ছবি ধরা পরল বীরভূমের কঙ্কালীতলার মন্দিরে

    বাংলা নববর্ষের প্রথম দিনে ই মন্দিরে মন্দিরে পূজা দিতে উপচে পড়া ভিড় আজ সকাল থেকে। তেমনি ছবি ধরা পরল বীরভূমের কঙ্কালীতলার মন্দিরে
    কাজী আমিরুল–বীরভূম
    আজশুভ পয়লা বৈশাখ। শুরু হলো বাংলা ক্যালেন্ডারের নতুন বছর। গত বছরের সব দুঃখ ভুলে গিয়ে নতুন বছরে চাওয়া পাওয়া এই বছরে পূরণ হোক এই কামনা করে শুভ নববর্ষ১৪৩০। তাই সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন ধর্মস্থানে পুজো দেবার জন্য বহু মানুষ এই প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আছে সারি বদ্ধ ভাবে। উল্লেখ্য সেই রকমই চিত্র ধরা পরল সতীপীঠ ৫১ পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলাতে। একদিকে যেমন কঙ্কালীতলায় মেলা শুরু হয়েছে অন্যদিকে সেরকম শুভ নববর্ষের দিনে মানুষের ভিড় উপচে পড়ছে পুজো দেবার জন্য। কঙ্কালীতলা মন্দির পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন এর উত্তর-পূর্ব কোপাই নদীর তীরে অবস্থিত। জানা যায় মন্দিরটি দেবী সতীর ৫১ টি শক্তিপীঠের মধ্যে একটি যেখানে মা সতীর কোমর পড়েছিল। সেই কারণে কঙ্কালীতলা মন্দির হিন্দু ধর্মের সবচেয়ে বিশিষ্ট মন্দিরের তালিকাভুক্ত। দেবী সতি হলেন মন্দিরের আধিপত্য দেবী। সতীর কোমর বা কঙ্কল এই স্থানে পড়েছিল বলে এর নাম হয় কঙ্কালীতলা। ।

  • বাংলা নববর্ষের প্রথম দিনেই ষাঁড়েশ্বর শিবের গাজন চলাকালীন শেষ দিনে ৪০৭ গাড়ি চালিয়ে দিল এক ব্যক্তির পায়ের উপর দিয়ে গাড়ির ধাক্কায় আহত দুই ব্যক্তি, আর এই ঘটনায় তোলপাড় এলাকা।

    বাংলা নববর্ষের প্রথম দিনেই ষাঁড়েশ্বর শিবের গাজন চলাকালীন শেষ দিনে ৪০৭ গাড়ি চালিয়ে দিল এক ব্যক্তির পায়ের উপর দিয়ে গাড়ির ধাক্কায় আহত দুই ব্যক্তি, আর এই ঘটনায় তোলপাড় এলাকা

    বাংলা নববর্ষের প্রথম দিনেই ষাঁড়েশ্বর শিবের গাজন চলাকালীন শেষ দিনে ৪০৭ গাড়ি চালিয়ে দিল এক ব্যক্তির পায়ের উপর দিয়ে গাড়ির ধাক্কায় আহত দুই ব্যক্তি, আর এই ঘটনায় তোলপাড় এলাকা

    রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া

    ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ষাঁড়েশ্বর গাজন তোলা এলাকায়, জয়পুর ব্লকের জুজুর গ্রাম থেকে মেলা দেখতে গিয়ে পায়ের উপর দিয়ে ৪০৭ গাড়ি চালিয়ে দেয়ার অভিযোগ বিশ্বজিৎ বাউরীর। ঘটনাস্থলে পুলিশ, পুলিশ ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে। সূত্রের খবর ওই গাড়ির ড্রাইভার তিনি না চালিয়ে তার খালাসিকে গাড়ি চালাতে দেন খালাসী গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার গায়ে মেলা চলাকালীন এক ব্যক্তি আইসক্রিম বিক্রয় করছিল সাইফুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি বাড়ি বিষ্ণুপুর ব্লকের মরারে, সেই সময় ওই আইসক্রিম বিক্রেতা ও ক্রেতা বিশ্বজিৎ বাউরীর পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। কোনক্রমে প্রাণে বাঁচেন ওই দুই ব্যক্তি, তবে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের বিষ্ণুপুর মহকুমার ষাঁড়েশ্বরের গাজর মানে প্রাচীন ঐতিহ্যবাহী একটি মেলার মধ্যে অন্যতম।সেই মেলা প্রাঙ্গনে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। কেও কোনদিনই কল্পনাও করতে পারেনি দুর্ঘটনা ঘটবে। আর এই ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ষাঁড়েশ্বর এলাকা, পুলিশ সাথে সাথে জোড়হাত করে কাতর আর্জি জানিয়ে এলাকা নিয়ন্ত্রণ করে।তবে অবশ্য বিষ্ণুপুর থানার পুলিশ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তদন্ত করছে বলেই জানতে পারা যাচ্ছে। হসপিটাল সূত্রে খবর ওই দুই ব্যক্তি খুব জোরে বেঁচে গেলেন দুজনারি পায়ে অল্প চোট লেগেছে বলেই হসপিটাল সূত্রে খবর।

  • সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরের এক বিলাসবহুল হোটেলে।

    সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরের এক বিলাসবহুল হোটেলে

    সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরের এক বিলাসবহুল হোটেলে
    নিজস্ব প্রতিনিধ:-
    বাংলা নববর্ষের প্রথম দিনেই ভোরের আলো ফুটতে না ফুটতেই আগুনে পুড়ে ছাই বিলাসবহুল হোটেল ঘটনা আজ শনিবার বাঁকুড়ার শহরের লালবাজার এলাকার বিলাসবহুল ঐ হোটেলের বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে খবর, এদিন ঐ হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    হোটেল মালিক সন্টু দত্ত বলেন, শর্ট শার্কিট থেকেই এই দূর্ঘটনা ঘটেছে। আনুমানিক ৫০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন হোটেল রুম গুলি কিভাবে রক্ষা করা যায় সেটাই বড় বিষয় বলে তিনি জানান।

    বাঁকুড়া দমকল বিভাগের ওসি অভয় চৌধুরী বলেন, সম্ভবত শর্টশার্কিট থেকেই এই দূর্ঘটনা ঘটেছে। ভোর সাড়ে পাঁচটা থেকে তাঁরা এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছিলেন বলেও জানান।

  • প্রায় আড়াইশো বছরেরও প্রাচীন বাবা বাঁকুড়া রায় শিব ঠাকুর জিওর দিন গাজন উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের বৈতলে।

    প্রায় আড়াইশো বছরেরও প্রাচীন বাবা বাঁকুড়া রায় শিব ঠাকুর জিওর দিন গাজন উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের বৈতলে।

    প্রায় আড়াইশো বছরেরও প্রাচীন বাবা বাঁকুড়া রায় শিব ঠাকুর জিওর দিন গাজন উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের বৈতলে
    রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
    শুরুটা হয়েছিল আজ থেকে বাংলার ১৮৭৫ সালে, তখন জঙ্গলে ঘেরা ছিল এই মন্দির সংলগ্ন জায়গাটি, বাপ ঠাকুরদাদার আমল থেকে শুনে আসা যতদূর সম্ভব জানা যায় পূর্বপুরুষের আমলে ১৮৭৫ সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বাবা বাঁকুড়া রায় মন্দির। তখন থেকেই চৈত্র মাসের সংক্রান্তির দুই দিন আগে গ্রামের গাছ কাটা কামলে তোলা রাত্রি গাজন ও সংক্রান্তির দিনে দিন গাজন করে আসছেন প্রাচীন রীতিনীতি মেনে এলাকার মানুষ।
    আর সেই গাজন দেখতে অগণিত মানুষ বহু দূর-দূরান্ত থেকে ভিড় করেন বৈতল গ্রামে। কয়েকশো মিটারও বেশি দূর থেকে ঘাট পুজোর মধ্য দিয়ে দিন গাজনের সূচনা হয়। ঘাট পূজাতে পুকুরের পাড়ে বাবার ভক্তিদের পূজা অর্চনা করার পর শালে চড়ে দণ্ডী কাটতে কাটতে বাবার মন্দিরে আসে। কারণ একটাই বাবা মনবাঞ্জনা পূর্ণ করে। মনের বিশ্বাস তাই প্রায় ১৫০০ বেশি মানুষ বাবার গাজনের ভক্তে হয়েছে, শুধু তাই নয় দিন গাজনের সবশেষে হাজার হাজার দর্শকের ভিড়ে চড়ক উৎসব পালিত হয়। এক নজরে দেখাবো আপনাদেরকে বাবার দিন গাজনের ছবি দেখতে থাকুন বাংলা সার্কেল নিউজ এর পর্দায়।।