Category: রাঢ় বঙ্গ

  • গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দেয়ার অভিযোগ বাড়ির লোকের, তোলপাড় এলাকা।

    গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দেয়ার অভিযোগ বাড়ির লোকের, তোলপাড় এলাকা।

    বীরভূমের ইলামবাজার থানার ঘুড়িষা বাউরীপাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

    এক গৃহবধূর জানোকি বাউরী, ডাকনাম প্রিয়া বাউরি বয়স আনুমানিক ২০ ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে আজ ১লা জুন রবিবার সকাল ৮ টা নাগাদ বীরভূমের ইলামবাজার থানার ঘুরিষার বাউরিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ছেলে কালিপদ বাগদি এবং মেয়েটির বাড়ি একই গ্রামেই।বিগত দু বছর আগে তাদের পরিবারের অমতে তাদের প্রেম করে বিয়ে হয়। কয়েক মাসের মধ্যে পারিবারিক অশান্তির জেরে ছেলেটি মেয়েটিকে বাপের বাড়িতে রেখে আসে।গতকাল রাত্রে ঘুড়িষা গ্রামে অনুষ্ঠিত হচ্ছিল ২৪ প্রহর অনুষ্ঠান। সেই সময় ওই গৃহবধূকে রাত্রিবেলায় তারই স্বামী ডেকে নিয়ে যায় বাড়ির লোকের অজান্তে। আজ সকাল আটটা নাগাদ সেই মেয়েটির ঝুলন্ত দেহ স্থানীয়রা দেখতে পায় এবং ইলামবাজার থানায় প্রশাসনকে খবর দেওয়া হয় এবং তড়িঘড়ি প্রশাসন ঘটনাস্থলে আসে।


    পরিবার সূত্রে খবর মেয়েটি ভাত খাওয়ার পর বাড়িতে শুয়েছিল কখন বা কিভাবে ছেলেটি ডেকে নিয়ে যায় আমরা জানিনা তবে আমাদের সন্দেহ ছেলেটি ডেকে নিয়ে গিয়ে মেয়েটিকে খুন করেছে বলেই পরিবারের অভিযোগ।

    তবে এই ঝুলন্ত গৃহবধূর দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। স্বামী এবং শ্বশুরকে আটক করেছে ইলামবাজার থানার পুলিশ।তবে খুন না আত্মহত্যা এ ঘটনায় প্রশাসন তদন্ত শুরু করেছে।।

    ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডল এর রিপোর্ট বীরভূম।।

  • রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, আটক ১২ চাকার বালি বোঝাই লরি,

    রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, আটক ১২ চাকার বালি বোঝাই লরি,

    রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, আটক ১২ চাকার বালি বোঝাই লরি,

    ইন্দাস, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ সংলগ্ন এলাকায় এই অবৈধ বালি বোঝায় লরিটিকে আটক করে পুলিশ। জানা যায় রাতের অন্ধকারে বাঁকুড়ার দিক থেকে কলকাতার দিকে একটি ১২ চাকার লরি বালি বোঝাই করে যাচ্ছিল। খোশবাগ সংলগ্ন এলাকায় ইন্দাস থানার পুলিশ বালি বোঝাই লরিটিকে দাঁড় করিয়ে বৈধ-নথি দেখতে গেলে চালক কোনরকম বালি পরিবহনের বৈধ নথি দেখাতে পারেনি। এরপরেই বালি বোঝাই ওই লরিটিকে আটক করে ইন্দাস থানার পুলিশ।

    ঘটনার পরিপ্রেক্ষিতে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই গাড়ির চালককে। পুলিশ সূত্রে জানতে পারা যায়, গাড়ি চালকের নাম বিকাশ পোড়েল বাড়ি আরামবাগ থানা এলাকায়। আজ অভিযুক্ত কে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে। তবে কিভাবে এই অবৈধ বালি পাচার হচ্ছে সে বিষয় নিয়ে তৎপর ইন্দাস থানার পুলিশ। পুলিশের দাবি কোনরকম অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া যাবে না। কেউ যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে করা ভাবে এবং আইনানক ব্যবস্থা নেওয়া হবে।

  • নিত্যানন্দ গরাই এর বাগানে এখন আমের সমাহার। ১২৫ প্রজাতির আমের চাষ করে সেই আম জেলা রাজ্যে ছেড়ে পাড়ি দিচ্ছে দেশ বিদেশে।।

    নিত্যানন্দ গরাই এর বাগানে এখন আমের সমাহার। ১২৫ প্রজাতির আমের চাষ করে সেই আম জেলা রাজ্যে ছেড়ে পাড়ি দিচ্ছে দেশ বিদেশে।।

    বাঁকুড়াঃ গঙ্গাজলঘাটির পাকতোড় গ্রামের নিত্যানন্দ গরাই এর বাগানে এখন আমের সমাহার। ১২৫ প্রজাতির আমের চাষ করেছেন তিনি।এখন তার বাগানের আম বাঁকুড়ায বাইরে অন্য রাজ্যেও পাড়ি দিচ্ছে। যা তাকে আর্থিক স্বাচ্ছলতা দিচ্ছে।

    নিত্যানন্দ গরাই তার আম ও আমের বাগান প্রসঙ্গে বলেন,  আমের ফলন অনেক বেশী। বর্তমানে চাহিদাও বেশ ভালো। মানুষ বাগানে এসেই আম সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। মালদা-মুর্শিদাবাদের থেকেও ভালো তার আম। এখন প্রচুর চাহিদা আমের। ফলে রোজগার বেশ ভালো হচ্ছে। সব মিলিয়ে সময় বেশ ভালো কাটছে তার।

    নিত্যানন্দ গরাই আরও তার আম ও আমের বাগান প্রসঙ্গে বলেন, শুধুমাত্র আমের প্রতি দূর্বলতা ও ভালোবাসা থেকেই এই বাগান তৈরীর সাথে যুক্ত হয়ে পড়া। ইতিমধ্যে বাগানে দেশী-বিদেশী মিলিয়ে ১২৫ প্রজাতির আমের গাছ থাকলেও আরও নতুন প্রজাতির গাছের সন্ধান চলছে।অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন অনেক বেশী। বর্তমানে চাহিদাও বেশ ভালো। মানুষ বাগানে এসেই আম সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আমের জন্য বিখ্যাত মালদা-মুর্শিদাবাদকেও স্বাদ ও গন্ধে বাঁকুড়ার আম অনেক পিছনে ফেলে দিয়েছে বলেও তিনি দাবি করেন।

  • ড্রাম্পার ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল একজনের আহত আরো ৫, উত্তপ্ত এলাকা।

    ড্রাম্পার ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল একজনের আহত আরো ৫, উত্তপ্ত এলাকা।

    পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাটের খাটুলে। ডাম্পারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ঘটনায় আরও ৫ জন গুরুতর জখম হয়েছেন। এরপরই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি আরামবাগ-কোতুলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। স্থানীয় মহিলারাও অবরোধে শামিল হন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় উত্তেজিত জনতার। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

    জানা গেছে, কোতুলপুরের দিক থেকে ট্রাক্টরে ৬ জন আসছিল। ডাম্পারটি আরামবাগের দিক থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিল। খাটুল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টর উল্টে গিয়ে ৬ জনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
    বাইট- ১) গুড্ডি নন্দী( স্থানীয় বাসিন্দা)
    ২) জয়দেব মণ্ডল(স্থানীয় বাসিন্দা)

  • টানা বৃষ্টি শুরু হতে জঙ্গলে দেখা মিলল মরাল বা মডাল ছাতু সংগ্রহে মহিলারা।

    টানা বৃষ্টি শুরু হতে জঙ্গলে দেখা মিলল মরাল বা মডাল ছাতু সংগ্রহে মহিলারা।

    ছবি রঞ্জিত কুন্ডু।

    নিম্নচাপের টানা বৃষ্টি শুরু হতে জয়পুর জঙ্গলে দেখা মিলল প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হওয়া মোরাল বা মোডাল ছাতু (মাশরুম)।

    সকাল থেকেই জঙ্গলে জঙ্গলে চলছে ছাতুর তল্লাশি আর তল্লাশিতে জঙ্গল লাগোয়া গ্রামের মহিলারা। প্রতিবছর বর্ষা শুরু থেকেই বাঁকুড়ার জয়পুর জঙ্গল সহ জঙ্গলমহলের একাধিক জঙ্গলে শাল পাতা পচে সৃষ্টি হয় প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ধরনের ও রংবেরঙের ছাতু। আর সেই ছাতুর সংগ্রহ করতে বেরিয়ে পড়েন গ্রামের মহিলারা যেমন দেখতে সুন্দর ঠিক ততটাই খেতেও সুস্বাদু তাই বছরের প্রথম ছাতুর স্বাদ অন্যরকম তাই ভোর ভোর জঙ্গলে গিয়ে সংগ্রহ করে থাকেন মোরাল বা মডাল যাই বলুন না কেন ছাতু।

    এই ছাতুর সাধারণত চার থেকে পাঁচ রকমের কালার হয়ে থাকে, লাল হলুদ কালো গোলাপি ও সাদা। তাই রংবেরঙের ছাতু সংগ্রহ করে নিয়ে আসে বাড়িতে, বাড়িতে এনে বিভিন্ন পদের রান্না করে খেয়ে থাকেন জঙ্গলমহলের মানুষজন। দেখুন সেই ছবি।

  • বাঁকুড়া জেলা পুলিশের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃর্তিদের সম্বর্ধনা অনুষ্ঠান।

    বাঁকুড়া জেলা পুলিশের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃর্তিদের সম্বর্ধনা অনুষ্ঠান।

    বাঁকুড়া জেলা পুলিশের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃর্তিদের সম্বর্ধনা অনুষ্ঠান।

    মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃর্তিদের সম্বর্ধিত করল বাঁকুড়া জেলা পুলিশ। আজ বাঁকুড়ার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে বাঁকুড়া জেলার এমন ৪৬ জন কৃতি মেধাবীকে সম্বর্ধনা দিল জেলা পুলিশ। রাজ্য মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে এমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাবীদের পুরস্কার ও সম্বর্ধনা তুলে দিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। সম্বর্ধনা পেয়ে খুশি কৃতি ও কৃতিদের পরিবার পরিজনরা।

    বাইট:-বৈভব তিওয়ারি (পুলিশ সুপার, বাঁকুড়া)

  • ইলেকট্রিক তারে শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্যর।

    ইলেকট্রিক তারে শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্যর।

    এবার ইলেকট্রিক বাল্ব জ্বালতে গিয়ে ইলেকট্রিক তারে শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমানের পঞ্চায়েত সদস্য নদিয়া দের। আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
    আপনাদের আরো একবার জানিয়ে রাখি ইলেকট্রিক তারে শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্যর।
    যার যারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, যার জেরে হেতিয়া অঞ্চল তো বটেই গোটা ব্লক জুড়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আবারো হারালো ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু দীর্ঘদিনের সৈনিক কে।
    জানা যায় গতকাল রাত্রিবেলা পুকুরে মাছ ধরার জন্য বাল্ব জ্বালাচ্ছিলেন সেই সময় ইলেকট্রিক শক লাগে, সাথে সাথে এলাকার মানুষ উদ্ধার করে নিয়ে যায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।। সেখানে চিকিৎসকেরা চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করেন। আর এই খবর গতকাল রাত্রে বেলায় চারিদিকে জানাজানি হতেই হসপিটাল চত্বরে ছুটে আছেন ও ভিড় জমান তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী।
    আজ জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় জয়পুর থানার পুলিশ। কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি জানাচ্ছেন জয়পুর ব্লকের প্রাক্তন সভাপতি ইয়ামিন শেখ। চলুন সোনাব আপনাদের।।

  • জলে ভাসছে সোনামুখী হসপিটাল, সাথে ঔষধ ও সরঞ্জাম, তবুও থমকে নিয়ে চিকিৎসা এভাবেই চলছে রোগী পরিষেবা।

    জলে ভাসছে সোনামুখী হসপিটাল, সাথে ঔষধ ও সরঞ্জাম, তবুও থমকে নিয়ে চিকিৎসা এভাবেই চলছে রোগী পরিষেবা।

    জলে থৈথৈ সোনামুখী হাসপাতাল, জলে ভাসছে ঔষধের প্যাকেট, পা তুলে বসে রয়েছে রোগী রোগীর আত্মীয়রা, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে এই সমস্যা ক্ষোভ সাধারণের, মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষ,

    সোনামুখী, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামীণ হাসপাতালে চরম অব্যবস্থা। ক্ষুব্ধ রোগী রোগের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা। গতকাল দুপুরে সোনামুখী শহর জুড়ে তুমুল বৃষ্টি হয়। বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে সোনামুখী হাসপাতাল। আউটডোর থেকে হাসপাতালের ইনডোর সব জায়গায় জলমগ্ন হয়ে পড়ে জলমগ্নের ছবি মোবাইল বন্দি করেন রোগী এবং রোগীর আত্মীয়রা। এরপরেই সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় হাসপাতালের ভেতরে জল থই থই পরিস্থিতি রোগীরা পা তুলে ওপরে বসে রয়েছে। ঔষধ এর প্যাকেট জলে ভাসছে। রোগী এবং স্থানীয়দের দাবি ডাক্তারবাবু ও চেয়ারের ওপরে পা তুলে বসে রয়েছেন জলের কারণে। তাদের অভিযোগ হাসপাতালের পরিকাঠামো ঠিক নেই। হাসপাতালে ড্রেন গুলি সংস্কার করা হয় না তাই এই সমস্যা। স্থানীয়দের দাবি অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ যেন এই সমস্যার সমাধান করে। কারণ সোনামুখী গ্রামীণ হাসপাতাল সোনামুখী ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ পরিষেবা নিতে আসে। হাসপাতালে রোগ সারাতে এসে এইভাবে দুর্ভোগে পড়তে হয় তাদের। স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেয় স্থানীয়রা।

    যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের বি এম ও এইচ কে বারংবার ফোন করলে তিনি সংবাদ মাধ্যমের phone রিসিভ করেননি।

    বাইট:-
    1) রবিয়াল মিদ্যা (রোগী)
    2) মুকুল মাঝি (এম্বুলেন্স চালক, স্থানীয় বাসিন্দা)
    3) সন্ধ্যা বাগদী (রোগীর আত্মীয়)

  • বাঁকুড়ায় হঠাৎ হাজির জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল, গেলেন বাঁকুড়া জেলা সংশোধনাগারে ।

    বাঁকুড়ায় হঠাৎ হাজির জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল, গেলেন বাঁকুড়া জেলা সংশোধনাগারে ।

    বাঁকুড়ায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ বাঁকুড়া জেলা সংশোধনাগারে হাজির হন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিধল। বাঁকুড়া জেলা সংশোধনাগারের ভিতরে ঢুকে জলের মধ্যে থাকা মহিলা ও পুরুষ কয়েদীদের সাথে কথা বলার পাশাপাশি জেলের মধ্যে সব ধরনের বিষয় খতিয়ে দেখেন তারা। ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখী হয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য জানান, অনান্য জেলার শংশোধনাগারের তুলনায় বাঁকুড়া সংশোধনাগারের সব ধরনের ব্যবস্থা খুব ভালো। কয়েদীদের খাবার দাবার থেকে নানান পরিষেবা নিয়ে প্রশংসা করেন তিনি। পাশাপাশি মহিলা কমিশনের সদস্যা জানান, পারিবারিক বিবাদে খুন এই বিষয়গুলোর দিকে একটু বেশী দৃষ্টি দেওয়া প্রয়োজন। খুনের আগে যাতে প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিয়ে এই বিষয়গুলো একটু এড়ানো যায় সেই দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে কর্তৃপক্ষে প্রস্তাব দেওয়া হয়েছে। এদিন জেলা সংশোধনাগার পরিদর্শন করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ পরিদর্শনে যান প্রতিনিধি দলটি।

  • দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁকুড়ার জয়পুরে মিছিল, আর সেই মিছিলে পায়ে পা মেলাতে উপচে পড়লো জনসাধারণের ভিড়

    দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁকুড়ার জয়পুরে মিছিল, আর সেই মিছিলে পায়ে পা মেলাতে উপচে পড়লো জনসাধারণের ভিড়

    দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁকুড়ার জয়পুরে মিছিল, আর সেই মিছিলে পায়ে পা মেলাতে উপচে পড়লো জনসাধারণের ভিড়

    “সবার হৃদয়ে রবীন্দ্রনাথের চেতনা, নজরুল । মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ” মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রান । এই প্রবাদ বাক্যকে সামনে রেখে রবিবার বিকেলে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। আর সেই মিছিলে পরিণত হলো মহা মিছিলে। ছয় থেকে সাত হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এদিন জয়পুর ব্লকের রাজশোল এলাকা থেকে এই মিছিল শুরু করে জয়পুর বিডিও অফিস পর্যন্ত এই মিছিল করা হয়। অরাজনৈতিকভাবে প্রত্যেকটি মানুষের হাতে দেশের গর্ব দেশের সম্মান দেশকে আগেই নিয়ে যাওয়ার যে পতাকা, সেই তিরঙ্গা পতাকা নিয়েই মিছিলে হাটলেন সকলেই। প্রত্যেকেই ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন যুবক থেকে বৃদ্ধ সকলেই ৮ থেকে ৮০ সকলে । মিছিল শেষে জয়পুর বিডিও অফিস সংলগ্ন একটি স্থানে দেশের বিভিন্ন মনিষী থেকে শুরু করে হিন্দু ,মুসলিম ,বৌদ্ধ জৈন ,খ্রিস্টান সকল ধর্মের মানুষদের পুস্তবক এবং উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানান জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল, জাকির খান সঙ্গীতা মালিক শর্মিষ্ঠা ব্যানার্জি মাম্পি দে দিলীপ খা ও বাবর আলী টোটাল সহ একাধিক নেতৃত্ব সহ বিভিন্ন সাধারণ মানুষজন এই মিছিলে উপস্থিত ছিলেন।