বীরভূমের ইলামবাজার থানার ঘুড়িষা বাউরীপাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য।

এক গৃহবধূর জানোকি বাউরী, ডাকনাম প্রিয়া বাউরি বয়স আনুমানিক ২০ ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে আজ ১লা জুন রবিবার সকাল ৮ টা নাগাদ বীরভূমের ইলামবাজার থানার ঘুরিষার বাউরিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ছেলে কালিপদ বাগদি এবং মেয়েটির বাড়ি একই গ্রামেই।বিগত দু বছর আগে তাদের পরিবারের অমতে তাদের প্রেম করে বিয়ে হয়। কয়েক মাসের মধ্যে পারিবারিক অশান্তির জেরে ছেলেটি মেয়েটিকে বাপের বাড়িতে রেখে আসে।গতকাল রাত্রে ঘুড়িষা গ্রামে অনুষ্ঠিত হচ্ছিল ২৪ প্রহর অনুষ্ঠান। সেই সময় ওই গৃহবধূকে রাত্রিবেলায় তারই স্বামী ডেকে নিয়ে যায় বাড়ির লোকের অজান্তে। আজ সকাল আটটা নাগাদ সেই মেয়েটির ঝুলন্ত দেহ স্থানীয়রা দেখতে পায় এবং ইলামবাজার থানায় প্রশাসনকে খবর দেওয়া হয় এবং তড়িঘড়ি প্রশাসন ঘটনাস্থলে আসে।
পরিবার সূত্রে খবর মেয়েটি ভাত খাওয়ার পর বাড়িতে শুয়েছিল কখন বা কিভাবে ছেলেটি ডেকে নিয়ে যায় আমরা জানিনা তবে আমাদের সন্দেহ ছেলেটি ডেকে নিয়ে গিয়ে মেয়েটিকে খুন করেছে বলেই পরিবারের অভিযোগ।

তবে এই ঝুলন্ত গৃহবধূর দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। স্বামী এবং শ্বশুরকে আটক করেছে ইলামবাজার থানার পুলিশ।তবে খুন না আত্মহত্যা এ ঘটনায় প্রশাসন তদন্ত শুরু করেছে।।
ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডল এর রিপোর্ট বীরভূম।।