নেশা মুক্তি কেন্দ্রে রোগী মৃত্যু নিয়ে ধোঁয়াশা বারবিশায়।

নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হলো রোগীর, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। আলিপুরদুয়ার জেলার বারবিশা নিউটাউন এলাকায় এক নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসা করাতে এসে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম রাকেশ চন্দ্র পাল। বয়স অনুমানিক ৫৫ বছর।

জানাগিয়েছে , গত ৪ঠা জুন অসমের শ্রীরামপুরের বাসিন্দা ঐ ব্যক্তিকে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করেন পরিবার লোকজনেরা এরপর তাঁর চিকিৎসা চলে সেখানে। রবিবার সকাল সাড়ে এগাড়োটা নেশায় আসক্ত ঐ ব্যক্তির সাথে কথা বলেন পরিবারের লোকেরা। এরপর হঠাৎ নেশা মুক্তি কেন্দ্রথেকে বিকেলে ফোন করে পরিবার লোকজনকে জানানো হয় ঐ ব্যক্তি অসুস্থ তাঁকে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে । পরিবারের অভিযোগ, চিকিৎসক পরিবারকে জানিয়েছে ওই ব্যক্তি দুই যণ্টা আগেই মারা গিয়েছে।

তবে নেশা মুক্তি কেন্দ্রের ইনচার্জের তরফে জানানো হয়েছে রোগী অসুস্থ থাকাকালীন বার বার পরিবারকে ফোন করে জানানোর পরেও পরিবারের লোকেরা কাল বিলম্ব করেছে। অবশেষে আমরা বাদ্ধ হয়ে নিজেরাই হাসপাতালে নিয়ে যাই।
তারপর কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতালের চিকিৎসক রোগীকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ।
সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ওই ব্যক্তির ময়নাতদন্ত করা হবে ।
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।