Category: উত্তরবঙ্গ

  • আবগারির অভিযানে বড় সাফল্য দুদিনে প্রচুর ভুটানি মদ উদ্ধার,গ্রেপ্তার 2 পাচারকারীরা।

    আবগারির অভিযানে বড় সাফল্য দুদিনে প্রচুর ভুটানি মদ উদ্ধার,গ্রেপ্তার 2 পাচারকারীরা।

    আবগারির অভিযানে দুদিনে গ্রেপ্তার দুই পাচারকারী।

    কুমারগ্রাম সার্কেল আবগারির অভিযানে ভূটানী মদ সহ গ্রেপ্তার এক যুবক।

    মঙ্গলবার সকালে কুমারগ্রাম থানা এলাকার কুমারগ্রাম দুয়ার, ডাহারু চৌপতি, মধ্য হলদিবাড়ি, উত্তর হলদিবাড়ি, দূর্গাবাড়ি, পাগলাহাট সহ বিভিন্ন এলাকায় অভিযানে নামে আবগারির কর্মীরা।

    উদ্ধার হয় ৩৬ লিটার ভূটান মদ। অবৈধ ভাবে ভূটানী মদ পাচারের অভিযোগে কুষাণ সিং বড়ুয়া নামে ৩২ বছরের এক যুবককে গ্রেপ্তার করে কুমারগ্রাম সার্কেল আবগারির কর্মীরা। ধৃতের বাড়ি সংশ্লিষ্ট থানা এলাকার মধ্য হলদিবাড়ি এলাকায়।

    কুমারগ্রাম সার্কেল আবগারি সূত্রে জানাগিয়েছে এদিন ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। অপরদিকে সোমবার কোচবিহার জেলার বাসিন্দা ঝন্টু সরকারকে বারবিশা শান্তিবন এলাকা থেকে চোলাই মদ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷

    পাচারের কাজে ব্যবহিত একটি টোটো বাজেয়াপ্ত করেছে আবগারির কর্মীরা।
    নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।

  • UPSC দ্বারা পরিচালিত CAPF পাস করল সৈকত, চাকরি হবে সেনাবাহিনীতে।

    UPSC দ্বারা পরিচালিত CAPF পাস করল সৈকত, চাকরি হবে সেনাবাহিনীতে।

    UPSC দ্বারা পরিচালিত CAPF পাস করেই দেশের সেবাই যাবে সৈকত।

    ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC দ্বারা পরিচালিত সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স CAPF পাস করে সরাসরি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে চাকরি পেতে চলেছে আলিপুরদুয়ার জেলা বারবিশার বাসিন্দা ২৪ বছরের যুবক সৈকত দাস।

    জানাগিয়েছে আতিয়া ফাউন্ডেশন এবং সত্যেন্দ্র নাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে প্রশিক্ষন নিয়েছিল সৈকত। লেখা পরিক্ষা, এম সি কিউ টেস্টের পর ধাপে ধাপে PST, PET, MST সবকয়টি পর্যায়ে উক্তির্ণ হয় সৈকত, ইন্টারভিউয়ের পর ১৩ ই জুন ফল প্রকাশ হলে দেখা যায়, সারা ভারতে ২৯৮ রেঙ্ক করেছে সে।

    ফল প্রকাশের পর খুশির হাওয়া পরিবার মহলে। বাবা মারা যাওয়ার পর মা শিলা দাস সরকার লেখাপড়া চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগায় ছেলেদের। বড় ছেকে সৈকতের সাফল্যে ভিষণ খুশি সৈকতের মা শিলা সরকার। সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের BSF, SSB, ITBP, CISF, CRPF এই সমস্ত সেনাবাহিনীর যে কোন একটিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে সরাসরি নিয়োগ পাবে সৈকত।

    তবে সৈকতের পছন্দ বর্ডার সিকিউরিটি ফোর্স BSF বা শান্তি সুরক্ষা বাহিনী SSB.
    এই বিষয়ে সৈকত এবং তার মা কি জানিয়েছেন শুনুন বক্তব্য-

    নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।

  • আর হবে না ইলেকট্রিক বিভ্রাট, বিদ্যুৎ বিভ্রাট থেকে পরিষেবার মান উন্নয়নের উদ্যোগে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

    আর হবে না ইলেকট্রিক বিভ্রাট, বিদ্যুৎ বিভ্রাট থেকে পরিষেবার মান উন্নয়নের উদ্যোগে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

    বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে উদ্যোগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের।

    বিদ্যুৎ বিভ্রাট থেকে গ্রাহকদের মুক্তি দিতে আগামীদিনে বিভিন্ন পরিকল্পনা নিতে চলেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি বিদ্যুৎ বন্টন দপ্তর। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, বিদ্যুতবাহী তার ছিঁড়ে যাওয়া কিংবা ট্রন্সফরমার বিকল হয়ে


    বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তথ্য পেতে যাতে দেরি না হয় সেজন্য উদ্যোগী হল কামাখ্যাগুড়ি বিদ্যুৎ বন্টন বিভাগ । কারণ তথ্য পেতে দেরি হলে পরিষেবা স্বাভাবিক করতেও সময় লেগে যায় ।

    যাতে করে কোন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে তরিঘড়ি বিদ্যুৎ স্বাভাবিক করা যায় সে জন্য উদ্যোগ নিচ্ছেন বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ পরিষেবা দিতে বুধবার সাংবাদিক বৈঠক করে কী জানালেন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অশ্বিনীকুমার সিং শুনুন……বক্তব্য


    নিমাই চাঁদ, কুমারগ্রাম,আলিপুরদুয়ার।

  • মুরগী বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, সেচনালা থেকে উদ্ধার গাড়ি, ক্ষয়ক্ষতি প্রচুর।

    মুরগী বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, সেচনালা থেকে উদ্ধার গাড়ি, ক্ষয়ক্ষতি প্রচুর।

    মুরগী বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, সেচনালা থেকে উদ্ধার গাড়ি।

    গভির রাতে মুরগীর গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টেগেল সেচনালার জলে। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারবিশা শিমুলতলা এলাকায়। জানাগিয়েছে মঙ্গলবার গভির রাতে ব্রয়লার মুরগী বোঝাই গাড়িটি চেংমারী এলাকার একটি ফ্রাম থেকে লিফটিং করা হয়েছিল। ব্র‍য়লার মুরগীর নিয়ে গাড়িটি কুমারগ্রাম জোড়াই পাকা রাস্তা ধরে বারবিশার দিকে যাওয়ার সময় শিমুলতলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে সেচনালার জলে উল্টে যায় ।

    চালক গাড়ির ভেতরেই আটকে ছিল, তারপর গাড়ির চালক নিজেই কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসে, সামান্য আহত হয়েছেন গাড়ির চালক,তবে মারাগিয়েছে শতধিক ব্র‍য়লার মুরগী। স্থানীয় সূত্রে জানাগিয়েছে গাড়ির চালকের অন্যমনস্কতায় এই দূর্ঘটনাটি ঘটেছ, আবার কেউ বলছেন ঘুমিয়ে পড়েছিল গাড়ির চালক সেই কারণেই ঘটেছে দূর্ঘটনা।

    কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে বলে জানাযায়। বারবিশা ফাঁড়ির এক পুলিশ অফিসার জানান ঘটনায় হতাহতের কোন খবর নেই।

    নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।

  • PHEর  জল পৌছয় না বাড়ি বাড়ি, অথচ সেই পাইপ লাইন ফেটে পথশ্রী তিন রাস্তা জলের তলায় এর দায় কার, সারাই হবে কবে?

    PHEর জল পৌছয় না বাড়ি বাড়ি, অথচ সেই পাইপ লাইন ফেটে পথশ্রী তিন রাস্তা জলের তলায় এর দায় কার, সারাই হবে কবে?

    জল পৌঁছায়না বাড়ি বাড়ি অথচ রাস্তা ভাসে পাণীয় জলে!

    পি এইচ ই দপ্তরের জলের পাইপ ফেঁটে নষ্ট হচ্ছে পথশ্রী রাস্তা। অপচয় চচ্ছে পাণীয় জল। এখনো পর্যন্ত জল জীবন জল মিশন প্রকল্পের জল পায় না কুমারগ্রাম ব্লকের রাধানগর, ডাঙাপাড়া, লস্করপাড়া, পূর্ব চকচকার মতো গ্রাম গুলি। অথচ পানীয় জল অপচয় হয়ে রাস্তা ভাসে সংশ্লিষ্ট ব্লকের লালস্কুল হাসপাতাল সংলগ্ন এলাকায়। এই সমস্যা আগেও দেখা গিয়েছিল, পথশ্রী রাস্তার কাজ শুরু হলে গা ঢেলামি ভাবে মেরামত করে উপর দিয়ে তৈরি করা হয়েছে পাকা রাস্তা। গা ঢেলেমি মেরামতের কারণেই বছর না ঘুড়তেই ফের জলে ভাসছে ঐ রাস্তাটি ।

    আর নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকায় তৈরি করা পথশ্রী রাস্তা। বর্তমানে রাস্তার পাশে তৈরি হয়েছে গর্ত, জলের গতিপথে রাস্তার অন্যপ্রান্তে নিচু হয়ে গিয়েছে রাস্তার একটা অংশ । এলাকার দুটি স্কুলের বাচ্চারা এবং হাসপাতালে যাতায়াতের রোগীরা পা ভিজিয়ে যাতাযাত করছে ঐ রাস্তায়। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদাকে ফোন করা হলে তিনি ভাঙা জলের পাইপ মেরামতের আশ্বাস দিয়েছেন।


    ঐ এলাকার জল জীবন জল মিশন প্রকল্পের দায়িত্বে থাকা আই এস এ সুব্রত দাস কে ফোন করা হলে তিনি জানান বিষয়টি পি এইচ ই দপ্তরকে জানানো হবে এবং খুব দ্রুত মেরামত করার ব্যবস্থা করে হবে।।
    এই বিষয়ে গ্রামবাসীরা এবং ভল্কা ১গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় কি জানিয়েছেন শুনুন বক্তব্য।


    নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।

  • নেশা করে বাড়িতে অশান্তি, পেশায় টোটো চালক ঝাঁপ দিল বাড়ির কুয়াতে, হইচই কান্ড টোটো  চালকের বাড়িতে।

    নেশা করে বাড়িতে অশান্তি, পেশায় টোটো চালক ঝাঁপ দিল বাড়ির কুয়াতে, হইচই কান্ড টোটো চালকের বাড়িতে।

    নেশা করে কুয়োতে ঝাঁপ,উদ্ধার কাজ দেখতে ভিড় উৎসাহী জনতার।

    নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি করে কুয়োতে ঝাঁপ দিল এক ব্যাক্তি। ঐ ব্যাক্তি পেশায় টোট চালক। তবে কুয়োয় জল না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের বারবিশা শালবাগান এলাকায়। পরিবারের লোকজনের অভিযোগ, পেশায় টোটোচালক বিশ্বজিৎ চক্রবর্তী মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা করেন।

    ছোট ছোট কারণেই অশান্তি করে বাড়িতে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেও ছাড়েন না তিনি। তার এমন কাজে বাড়ির আত্মীয় স্বজনার থেকে শুরুকরে অতিষ্ঠ হয় পাড়াপড়শীরাও। এদিন সন্ধ্যায় এমন ঘটনা ঘটলে খবর দেওয়া হয় বারবিশা দমকল কেন্দ্রে। দমকল কর্মী এবং বারবিশা ফাঁড়ির পুলিশ এসে পৌচ্ছায় ঘটনাস্থলে।

    শুরু হয় উদ্ধার কাজ। কুয়ো থেকে কীভাবে একজন মানুষকে উদ্ধার করা হচ্ছে সেটা দেখতে উৎসাহী প্রচুর মানুষ ভিড় করেন ঐ বাড়িতে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেয় বারবিশা ফাঁড়ির পুলিশ।

    নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।

  • শখের বসে দেশি-বিদেশি আম চাষ করে তাক লাগালো জোড়ায় হাই স্কুলের শিক্ষক, চাষ করলো যদিও বা তাও আবার বাড়ির উঠানে।

    শখের বসে দেশি-বিদেশি আম চাষ করে তাক লাগালো জোড়ায় হাই স্কুলের শিক্ষক, চাষ করলো যদিও বা তাও আবার বাড়ির উঠানে।

    দেশ-বিদেশী আম জোড়াই হাইস্কুলের শিক্ষকের উঠোনে।

    শিক্ষকতার পাশাপাশি নিজের অবসর সময় কাটে আম বাগানে। ২০২১ সাল থেকে স্ত্রী এবং মেয়ের অনুপেরনায় কলম চারার মাধ্যমে বাড়ির উঠোনে আস্ত একটি আম বাগান তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন কোচবিহার জেলার জোড়াই উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

    প্রায় পনেরো ডেসিমেল জমিতে ১৪ প্রজাতির দেশ, বিদেশি আমের ফলন হয়েছে ছোট্ট বাগান টিতে। কোন কোন গাছে আমের সংখ্যা শতাধিক বলে জানাগিয়েছে।একেবারে নিজের হাতে তৈরি জৌব সাড়ে আমের ফলন হয়েছে নজরকাড়া। আম গাছের আশেপাশে মাছি যেন ঘেষতে না পারে সে কারণে বিজ্ঞান সন্মত ভাবে তৈরি করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।

    প্রতিকূল পরিবেশে আম বাগানটিতে ভারতীয় প্রজাতির আম্রপলি,অরুনিকা, পুশাসুরিয়া আম যেমন রয়েছে তেমনি জাপানের মিয়াজাকি, থাইলেন্ডের বেনেনা মেঙ্গ, কাটিমন, সাউথ আফিকার ফোর কেজি মেঙ্গ, বাংলা দেশের গৌড়মতি সহ মোট ১৪ প্রজাতির আমের ফলনে ভরে উঠেছে বাগানটি। যা দেখতে পরিচিতরা মাঝে মধ্যেই ভিড় করে উত্তম বাবুর বাড়িতে।

    আর এতেই আনন্দ নেন জোড়াই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমের পাশাপাশি বাগানে জায়গা পেয়েছে মাল্টা, কামরাঙা, লংগানের মত ফলের গাছ গুলিও।


    নিমাই চাঁদ কুমারগ্রাম,আলিপুরদুয়ার।