Category: খেলা

  • গোপালনগর নেতাজি যুব সংঘের পরিচালনায় বাপি সেনাপতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

    গোপালনগর নেতাজি যুব সংঘের পরিচালনায় বাপি সেনাপতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

    গোপালনগর নেতাজি যুব সংঘের পরিচালনায় বাপি সেনাপতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো রানিং ফুটবল প্রতিযোগিতা।

    এই খেলার উদ্বোধন করলেন মাননীয় জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ণ পাল ও S I কৃষ্ণপদ মান্ডি উপস্থিত ছিলেন শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা লোহার ও চ্যাংডোবা হাইস্কুলের ক্রীড়া প্রেমী প্রাক্তন শিক্ষক দিলীপ বিশ্বাস,সঙ্গে উপস্থিত ছিলেন যার উদ্দেশ্যে খেলা, যাকে কেন্দ্র করে খেলা,সেই খেলোয়াড় বাপির গর্ভধারিনী মা রনিতা সেনাপতি তিনিও উপস্থিত ছিলেন, ছেলের প্রতিকৃতিতে মাল্যদান করে ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা হয় ।
    হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন গোপালনগর ফুটবল মাঠে। যে দুটি টিম আজ খেলার মাঠে খেলা দেখালেন এবং যাদের খেলা দেখার জন্য দর্শকেরা দীর্ঘ খন বসে ছিলেন।
    সেই দুটি টিম হল জামদিগরি নজরুল সংঘ ও মেদিনীপুর ফুটবল একাডেমি, জামদিগিরি নজরুল সংঘের খেলোয়ারেরা প্রথমাধ্রে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে দেন। খেলার দ্বিতীয় আর্ধেও তারা দুই শুন্য গোলে এগিয়ে থাকেন পরে মেদিনীপুর ফুটবল একাডেমি তারা একটি গোল শোধ করে দেন কোনক্রমে মেদিনীপুর ফুটবল একাডেমি তারা একটি গোল শোধ করলেও আবারো খেলার একেবারেই শেষার্ধে, জামদিগরি নজরুল সংঘ আবারও একটি গোল দিয়ে দেয়।
    যার খেলার রেজাল্ট দাড়াই তিন এক অর্থাৎ জামদিগরি একাদশ ৩- ও মেদিনীপুর ফুটবল একাডেমী ১ গোলে জয় ছিনিয়ে নেন।

    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • বহু মহিলার নথি সংগ্রহ করে মোটা অঙ্কের ঋণ তুলে তা শোধ না করার অভিযোগ বাঁকুড়ার কোতুলপুর খুনডাঙ্গা গ্রামে ,

    বহু মহিলার নথি সংগ্রহ করে মোটা অঙ্কের ঋণ তুলে তা শোধ না করার অভিযোগ বাঁকুড়ার কোতুলপুর খুনডাঙ্গা গ্রামে ,

    বহু মহিলার নথি সংগ্রহ করে মোটা অঙ্কের ঋণ তুলে তা শোধ না করার অভিযোগ বাঁকুড়ার কোতুলপুর খুনডাঙ্গা গ্রামে ,

    রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
    দুই অভিযুক্তর বাড়িতে ব্যাপক বিক্ষোভ এলাকার মহিলাদের
    সামান্য কিছু টাকার বিনিময়ে এলাকার মহিলাদের কাছ থেকে নথি সংগ্রহ করে এবং তা ব্যবহার করে বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে সেই টাকা শোধ না করার অভিযোগ উঠল দুই মহিলার নামে। বিষয়টি জানাজানি হতেই আজ ওই দুই মহিলার বাড়িতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার খুনডাঙ্গা এলাকার। খবর পেয়ে এলাকায় গিয়ে কোতুলপুর থানার পুলিশ তদন্তের আস্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় মহিলারা।

    স্থানীয় সূত্রে জানা গেছে কোতুলপুর থানার খুনডাঙ্গা মহাপাত্রপাড়া এলাকার বাসিন্দা সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র এলাকার মহিলাদের নথি সংগ্রহ করে তাঁদের নামে বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স সংস্থা থেকে ঋণ তোলেন। বিনিময়ে এলাকার মহিলাদের মাথাপিছু সামান্য হারে টাকা সাহায্যও করেন। সমাপ্তি ও শিখা মহাপাত্র সেই ঋণের মাসিক কিস্তিও এতদিন পরিশোধ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তাঁরা একাধিক কিস্তি শোধ না করায় ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স সংস্থার আধিকারিকরা এলাকার মহিলাদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার চাপ দিতে শুরু করে। অভিযোগ এই সময়ই এলাকার মহিলারা জানতে পারে তাদের নামে ও তাদের নথি ব্যবহার করে সমাপ্তি ও শিখা মহাপাত্র বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স সংস্থা থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তা আর শোধ করছেন না। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভের পারদ চড়তে থাকে এলাকার মহিলাদের। আজ সকালে এলাকার মহিলারা সম্মিলিত ভাবে চড়াও হন সমাপ্তি ও শিখা মহাপাত্রর বাড়িতে। ওই দুজনের বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তের আস্বাস দিলে বিক্ষোভ ওঠে। বিক্ষোভকারীদের দাবী তাঁরা জানতেনই না তাঁদের নামে এমন লক্ষ লক্ষ টাকা ঋণ তুলে তা আত্মসাৎ করেছেন ওই দুই মহিলা । অভিযুক্ত সমাপ্তি মহাপাত্র অন্যের নামে ঋণ নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবী ঋণের কিস্তি তিনি শোধও করে যাচ্ছিলেন। আর্থিক অসুবিধা থাকার কারনে শেষ দুটি কিস্তি পরিশোধ করতে না পারায় সমস্যা তৈরী হয়েছে।