Category: ভাইরাল

  • ৯০ বছর বয়সে একের পর এক কবিতা আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ বাঁকুড়ার বৃদ্ধা।

    ৯০ বছর বয়সে একের পর এক কবিতা আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ বাঁকুড়ার বৃদ্ধা।

    বাঁকুড়াঃ ৯০ বছর বয়সে একের পর এক কবিতা আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ বাঁকুড়ার বৃদ্ধা। এখনো স্মৃতিশক্তি আজও প্রবল। সেই কোন ছোটো বেলায় স্কুলের পাঠ্য বইয়ে পড়া কবিতা আবৃত্তি করে এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’ তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের কেশাতড়া গ্রামের সিন্ধুবালা পতি নামে এক বৃদ্ধা।

       ওই বৃদ্ধার পরিবার সূত্রে খবর, ১৯০০ সালে তিনের দশকের শেষ দিকে তালডাংরা থানা এলাকারই নতুনগ্রাম গ্রামে সিন্ধু বালা পতির জন্ম। তৎকালীন সময়ে প্রত্যন্ত গ্রাম গুলিতে নারী শিক্ষার প্রচলন সেভাবে না থাকলেও গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছিলেন তিনি। পরে অল্প বয়সেই কেশাতড়া গ্রামের বাসুদেব পতির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় পড়াশুনায় ছেদ পড়ে। এখন দুই ছেলে, বৌমা, নাতিদের নিয়ে তাঁর বাস। কিন্তু এই বয়সে এসেও সেই সময়কার পাঠ্য বইয়ের কবিতা হুবুহু মুখস্থ বলে যেতে পারেন তিনি।

     অসংখ্য কবিতার মাঝেও পাড়ার এক প্রয়াত ভাসুরপোকে নিয়ে লেখা তাঁর এক সহপাঠি, বর্তমানে প্রাক্তন শিক্ষক কালাচাঁদ পতির তৎকালীন সময়ে লেখা কবিতা আবৃত্তি করে নেটিজেনদের হাত ধরে সেই সোশ্যাল মিডিয়াতেই এখন 'ভাইরাল' সিন্ধুবালা।

    বাইট: দীপালি পতি (ভাইরাল বৃদ্ধার বৌমা)

  • এবার শিক্ষাঙ্গনেও পুলিশের দাদাগিরির সাক্ষি থাকলো শহর বাঁকুড়া।

    এবার শিক্ষাঙ্গনেও পুলিশের দাদাগিরির সাক্ষি থাকলো শহর বাঁকুড়া।

    বাঁকুড়াঃ এবার শিক্ষাঙ্গনেও পুলিশের দাদাগিরির সাক্ষি থাকলো শহর বাঁকুড়া। শনিবার শহরের মিউনিসিপ্যাল হাই স্কুলের গেট তৈরীর সময় তিন শ্রমিককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠলো বাঁকুড়া সদর থানার বিরুদ্ধে। ছাত্র ছাত্রীদের সম্মিলীত প্রতিবাদে পুলিশ এই কাজে সফল হয়নি বলেই খবর।

    ছাত্র ছাত্রীদের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কথা ভেবে অতি সম্প্রতি স্কুলে একটি গেট তৈরীর কাজ শুরু হয়। ইতিমধ্যে দু'বার নির্ম্মীয়মান ঐ গেট দূস্কৃতিরা ভেঙ্গে ফেলে। ফের ঐ কাজ শুরু হলে পুলিশ তিন নির্মাণ শ্রমিককে গাড়িতে করে তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এমনকি প্রধান শিক্ষককেও 'অপমান' করা হয়েছে বলে তারা দাবি করেন।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্কুলের গেট না থাকায় ঐ এলাকায় অনেক আসামাজিক কাজকর্ম হচ্ছিল। সেকারণেই গেট তৈরী জরুরী বলে তারা জানান।

    নির্মাণ শ্রমিক সঞ্জয় বাউরী বলেন, আমাদের কি দোষ সেটাই আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা কাজ করছিলাম, পুলিশ হঠাৎ এসেই আমাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে ছাত্র ছাত্রীদের বাধায় তা হয়নি বলে তিনি জানান।

    প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ বলেন, সর্বশিক্ষা মিশনের টাকায় স্কুলের গেট তৈরীর কাজ চলছিল। এদিন ক্লাস শুরুর আগে পুলিশ নির্মাণ শ্রমিকদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্র ছাত্রীরা বাধা দেয়। যে পুলিশ আধিকারিক স্কুলে এসেছিলেন তিনি তাঁর সঙ্গে ‘দূর্ব্যবহার’ করেন অভিযোগ তুলে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে জানাবো। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও তিনি জানান।

    স্কুলে নির্মাণ শ্রমিকদের ‘আটক’ করতে যাওয়া পুলিশ আধিকারিক এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, আই.সি-র নির্দেশেই এসেছি। যা বলার উনিই বলবেন বলে তিনি দাবি করেন।

    পুলিশের পক্ষেই দাঁড়িয়েছেন বাঁকুড়া পৌরসভার উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজ। তিনি বলেন, জনৈকা পামেলা সরকার অভিযোগ করেছিলেন তার রাস্তার জায়গা দখল করে স্কুল কর্তৃপক্ষ গেট তৈরী করছেন। আর সেই কারণেই পুলিশের মাধ্যমে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। আর তারপরেও সেই কাজ হচ্ছিল। এবিষয়ে পৌরসভার সঙ্গে স্কুল কর্তৃপক্ষ পৌরসভার সঙ্গে কোন আলোচনা করেননি বলে তিনি দাবি করেন।

  • বাবার বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করলেন ছেলেরা।

    বাবার বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করলেন ছেলেরা।

    বাবা আঁধারকুলি ধর্মরাজের নবম বিবাহ বার্ষিকী ও মায়ের মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাঁকুড়া জয়পুর রাজষোল গ্রামে

    গত বছর বাবা আধার খুলি ধর্ম মহারাজের গাজন উপলক্ষে জয়পুর ব্লকের সলদা গ্রামে মুক্ত মায়ের সাথে বিবাহ হয় সেই বিবাহ আজ এক বছর পূর্ত হোলো, এক বছর পূর্তি উপলক্ষে বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে মাতলেন এলাকার মানুষ।
    আমরা টিভিতে বা সিরিয়ালে দেখেছি দেবাদি দিয়ে মহাদেবের বিবাহ বাস্তবে আমরা কোনদিনই দেখিনি আর দেখা সম্ভব না কিন্তু সেই অসম্ভবকে অসম্ভব করে কত বছর বিবাহ হয়েছিল বাবা আঁধার কুলি ধর্মরাজের। বাবার বিয়ে ছেলেরা দেখেননি এই গ্রামে বাবার বিয়ে দিয়েছিলেন ছেলেরা, তাও আবার জমজমাটি অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠান মাতা মুক্ত মায়ের সাথে অর্থাৎ এখানে কোন জ্যান্ত রক্তে মাংসে গড়া মানুষ নয়। একেবারেই মুক্ত চাল সেই মুক্ত চালের সাথে বিবাহ দেন, গ্রামের মানুষ তাও আবার দেখাশোনা করে। তাই মুক্ত চালের সাথে বিবাহ হলেও কোন মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়নি তাই এই বছর এক বছর পূর্তি উপলক্ষে মায়ের মূর্তি প্রতিস্থাপন করে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করলেন রাজষোল গ্রামের মানুষ।
    বিবাহ অনুষ্ঠান নিয়ে কি বলছেন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের
    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

    রাজশোল: জয়পুর : বাঁকুড়া
    12.05.23ধর্মরাজ ঠাকুরের

  • মৃত্যুর দু’বছর পরেও ফিরলেন পৃথিবীতে, কোভিডের বলি, হয়ে সাধ্য শান্তি ক্রিয়া-কলাপ হওয়ার পরও ফিরে এলেন কিভাবে

    মৃত্যুর দু’বছর পরেও ফিরলেন পৃথিবীতে, কোভিডের বলি, হয়ে সাধ্য শান্তি ক্রিয়া-কলাপ হওয়ার পরও ফিরে এলেন কিভাবে

    মৃত্যুর দু’বছর পরেও ফিরলেন পৃথিবীতে, কোভিডের বলি, হয়ে সাধ্য শান্তি ক্রিয়া-কলাপ হওয়ার পরও ফিরে এলেন কিভাবে

    দেখুন ভাইরাল প্রতিবেদন:-

    মৃত ব্যক্তিরা পৃথিবীতে ফেরে না কখনও’ লিখেছিলেন জীবনানন্দ। জীবনানন্দর কথা কেউ হার মানিয়ে দিল কমলেশ পতিদার। বাস্তবে কিন্তু সত্যিই কি তাই? গুজরাটের একটি ঘটনা কিন্তু মিথ্যা প্রমাণ করে দিল। মৃত ব্যক্তি দিব্বি ফিরে এলেন পৃথিবীতে, একেবারে সশরীরে। গুজরাটের এক হাসপাতালে কোভিড রোগী হিসেবে ভর্তি হয়েছিলেন, ‘মারা গিয়েছিলেন’ এবং তাঁর অন্ত্যেষ্টিও হয়ে গিয়েছিল। কিন্তু তিনি ফিরলেন। আত্মা বা ভূত-প্রেতের মতো সন্দিহান কোনও অস্তিত্ব নিয়ে নয়, ফিরলেন একেবারে সশরীরে। নাম তাঁর কমলেশ পতিদার। মৃত্যুর দু’বছর পরে ফিরলেন তিনি। শুনতে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব সত্য।

  • দীর্ঘদিন ধরে মাটির ফায়ীন দিয়ে বালির লুটত রাজ চলছে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুরে।

    দীর্ঘদিন ধরে মাটির ফায়ীন দিয়ে বালির লুটত রাজ চলছে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুরে

    https://youtu.be/Qrfoy1nVC_w

    দীর্ঘদিন ধরে মাটির ফায়ীন দিয়ে বালির লুটত রাজ চলছে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুরে
    রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
    আজ এক অভাবনীয় ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়
    হেতিয়া এলাকার থেকে বালি পাচারের নতুন কৌশল, উপরে রয়েছে মাটি ভেতরে রয়েছে বালি, আপনি দেখলেও বুঝতে পারবেন না মাটি যাচ্ছে নাকি বালি? দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় দিনের আলোয় চলছে বালি পাচার প্রশাসন কোথায়? তবে অবশ্য বি এল আর অফিস থেকে পারমিশন নিয়েছেন মাটির। কাটিয়েছেন ডিসিআর সেই ডিসিআর নিয়ে চলছে বালি পাচার। সব কিছুই জানে নাকি প্রশাসন প্রশ্ন উঠছে সবকিছু জেনেও চুপ কেন। এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন সাধারণ মানুষের প্রশ্ন এলাকার মানুষের দাবি কিভাবে মাটির পারমিশন নিয়ে ট্রাক্টর করে বালি পাচার করতে পারে। আজ এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় একটার পর একটা ট্রাক্টরে করে বালি নিয়ে যাওয়ার সময় এক ট্রাক্টর চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন পুলিশ ও বিএলআর এর কাছ থেকে পারমিশন নিয়েছেন পারমিশন রয়েছে ট্রাক্টরের মালিকের। ওই ট্রাক্টর চালকের কাছে মালিকের নাম জিজ্ঞাসা করলে তিনি অবশ্য বলেন রাজকুমার, আমি বিশেষ কিছু জানিনা, যা জানে গাড়ির মালিক আমি কেবলমাত্র ড্রাইভার। প্রশ্ন উঠছে? জমির থেকে যদি বালি বের হয় সেই বালি বিক্রি করতে পারে, উঠছে নানান প্রশ্ন তবে এখন পর্যন্ত উত্তর অধরা এই বালি নিয়ে স্থানীয় জয়পুর বি এল আর ও কে প্রশ্ন করলে তিনি অবশ্য বলেন মাটির পারমিশন নিয়েছেন বালি নিয়ে যেতে পারে না তিনি বিষয়টি দেখছেন বলেই জানান।

  • পরকীয়ার করতে গিয়ে ধরা পড়লো যুগল, যুগলকে ইলেকট্রিকের পিলারে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুগলকে।

    পরকীয়ার করতে গিয়ে ধরা পড়লো যুগল, যুগলকে ইলেকট্রিকের পিলারে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুগলকে

    পরকীয়ার করতে গিয়ে ধরা পড়লো যুগল, যুগলকে ইলেকট্রিকের পিলারে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুগলকে

    এমনই ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার চাঁদা গ্রামে।
    অভিযোগ, চাঁদা গ্রামের এক গৃহবধুর সাথে চন্দ্রকোনারই বাঁকা জগন্নাথপুর গ্রামের এক বিবাহিত যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠায় দেখা করতে চান ওই যুবক আর তখনই হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা।
    অভিযোগ শুক্রবার রাতে জগন্নাথপুর গ্রামের ওই যুবক চাঁদা গ্রামের ওই গৃহবধূর সাথে গৃহবধুর শ্বশুর বাড়িতে দেখা করতে যায়। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহবধূর শ্বশুর বাড়ির সদস্য থেকে প্রতিবেশীরা।
    বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই যুবককে ও গৃহবধূকে খুঁটিতে বেঁধে ব্যাপক পরিমাণে মারধর করা হয়।ঘটনায় এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে নিয়ে আসে।যদিও জগন্নাথপুর গ্রামের ওই যুবকের সাথে তার স্ত্রীর প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন গৃহবধূর স্বামী,পাশাপাশি ওই যুবক হাতনাতে ধরা পড়ে যাওয়ায় তাকে পাল্টা মারধরেরও অভিযোগ তুলেছেন তিনি।

  • Breaking News

    Breaking News

    একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস বাঁকুড়া শহরে ঠিক অন্য ছবি বাঁকুড়ার জয়পুর জঙ্গলে,
    রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
    দাও দাও করে জ্বলছে সাল মহুয়ার জঙ্গল, ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের কাটুল জঙ্গলের
    আগুনে পুড়ে ছাই বিঘার পর বিঘা সাল মহুয়ার জঙ্গল ।আগুন নেভানোর কেউ নেই তবে বনদপ্তর এখন পর্যন্ত আগুন লাগার ঘটনা জানে কিনা তা কেউ জানে না।
    তবে বহুদিন পর বাঁকুড়া শহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল বিকাল থেকেই শুরু হয়েছে ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।প্রায় ঘন্টাখানেক ধরে বৃষ্টি হওয়ায় বাঁকুড়া শহরের মানুষ একটু হলেও স্বস্তি পাবে বলে মনে করছেন। অন্যান্য বছরের মত এখনো অবশ্য এতটাই গরম পড়েনি। তার মধ্যেও ভেপসা গরম ছিলই। বাঁকুড়া জেলার পশ্চিম অঞ্চলে বৃষ্টি হয়েছে এমনটাই খবর পাওয়া গেছে।
    তবে একই জেলার ভিন্ন ছবি,ভ্যাপসা গরমে ধুঁকছে বাঁকুড়ার জয়পুর ব্লকের মানুষ, বৃষ্টির দেখা নেই আর জঙ্গলে লেগেছে আগুন তবে অবশ্য আগুন লাগার ঘটনা নতুন কিছু নয় প্রায় দিনই রাত হলেই জয়পুর জঙ্গলে আগুন লেগে যায়। তবে কিভাবে আগুন লাগে কেউ জানে না। মনে হয় জানেনা বনদপ্তর, জানলে হয়তো কিভাবে আগুন লাগছে তার তদন্ত করতো।
    বারবার আগুন লাগার ঘটনা নিয়ে ঘুম ভাঙবে কি বাঁকুড়া জেলা বনদপ্তরের নাকি আগুন লাগানোর ঘটনায় যারা আগুন লাগাচ্ছে সেই দুষ্কৃতীদের মদত দিয়ে যাবে এই বনদপ্তর। চলুন দেখাবো সেই ছবি। কিভাবে বিঘার পর বিঘা শাল মহুয়ার জঙ্গল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।