পেশায় তিনি একজন জয়পুর ব্লকের বড় দায়িত্ব সামলাচ্ছেন সেই দায়িত্ব সামলেও ছুটির দিনেও বসে নেই বাড়িতে পরিবেশবান্ধবের বার্তা নিয়ে সকাল সকাল মোটরসাইকেল নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার পারী দিচ্ছেন গাছ লাগাতে।

চলার পথে সঙ্গী সাথে একটা স্কুটি মাথায় হেলমেট সাথে বেশ কয়েকটা ব্যাগ, তাতে সামনে-পেছনে শুধু চারা গাছ আর চারা গাছ, এত চারা গাছ নিয়ে কি করেন তিনি জানেন।
তাকে কেউ ফোন করে ডাকলে যে চারা গাছ দেবেন আমি লাগাবো, লাগাতে চাই আমার বাড়িতে।
সাথে সাথেই তিনি পকেটের টাকা খরচ করে কিনে ফেলেন চারা গাছ পৌঁছে দিয়ে লাগিয়ে দিয়েআসেন তার বাড়িতে, কারণ একটাই বার্তা সাধারণ মানুষকে,গাছ লাগান প্রাণ বাঁচান।

সেই মহান মানুষরা কে বলুন তো? যিনি সব সময় মানুষের সেবা করছেন,—-চিনতে পারলেন ।
ছবি দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ? কাজী দাদু নামে যাকে আমরা চিনি, সেই মুজিবর কাজী। যিনি অসহায় মানুষের পাশে সব সময় থেকেছেন করে এসেছেন মানব সেবা, আজও কিন্তু তার ব্যাতিক্রম হয়নি কখনো দেখেছি অফিস টাইমের ফাঁকে কখনো আবার ছুটির দিনে, রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন এই মানুষটি। অবিরাম মানুষের সেবায় সব সময় ছুটে চলেছেন মুজিবর কাজি ওরফে কাজী দাদু।।

আজ বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের চাচোর গ্রামে স্কুলে লাগান গাছ। আজোও তিনি ৪৫টি চারাগাছ লাগিয়ে ও উপহার দিয়ে বৃক্ষ রোপন এর বার্তা শিশুদের দিয়ে গেলেন। তিনিই তো আমাদের গাছ দাদা মুজিবর কাজী।সকলের কাছে একটাই তিনি বার্তা দেন বিবাহ ঘর বা অন্নপ্রাশন, যেই ডাকেন গাছ লাগানোর উদ্দেশ্যে ছুটে চলেন তার বাড়িতে, দিয়ে আসেন চারা গাছ।

উপহার শুধু যে লোকের বাড়িতেই দেয় তা নয়, তিনি লাগিয়েছেন সারি সারি রাস্তার দু সাইডে তালগাছ, বট গাছ, সহ আরো অনেক ফুল ফলের গাছ, তাই তিনি সকলের কাছে একটাই বার্তা দেন সকলে এগিয়ে আসুন পরিবেশকে রক্ষা করুন আপনি নিজে বাঁচুন অপরকে বাঁচান।

শুধু যে গাছ আমাদের অক্সিজেন যোগায় তা নয় এই গাছের ডালে বাসা করবে পাখিরা কিচিরমিচির শব্দ শুনতে পাবেন সকলে খেলা করবে গাছের এডাল থেকে ওডাল ছায়া দেবে মানুষকে। বৃষ্টি হোক বা বর্ষা গাছে আমাদের একমাত্র ভরসা। তাই সকলের কাছে একটাই বার্তা গাছ লাগান পরিবেশ বান্ধব গড়ে তুলুন।