ঝাড়গ্রামে ডিজে দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলোনা inttucr সভাপতির, ফিরতে হোলো বেলপাহাড়ি থেকে লাস হয়ে।

Bangla circle news

ঝাড়গ্রামে ডিজে দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলোনা INTTUC সভাপতির, ফিরতে হোলো বেলপাহাড়ি থেকে লাস হয়ে।

ডিজে দেখতে যাওয়াই কাল হল আই এন টিটি ইউসি সভাপতি শিবু মুর্মু বয়স আনুমানিক ৩২ বছর পিতা শ্রীরাম মুর্মু ।
জানা যায় আজ সকালে একটি লাশ উদ্ধার হয় ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সাহাড়ির ডাঙ্গায়। জানা যায় গতকাল এখানে ডিজে প্রতিযোগিতার আসর বসেছিল। এখানে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের সমাগম হয় বলে স্থানীয় সূত্র খবর পাওয়া যায়। যে ব্যক্তির লাস উদ্ধার হয়েছে ওই ব্যক্তির বাড়ি এড়গোদা অঞ্চলের কেসদা গ্রামে। জানা যায় তিনি এড়গোদা অঞ্চল আইএনটিটিসিইউ সভাপতি ছিলেন। পরিবার সূত্রে খবর গতকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে থানায় লিখিত অভিযোগ করার সময় পরিবার জানতে পারে উনার দেহ সাহাড়িত পড়ে রয়েছে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ টি ঝাড়গ্রাম হাসপাতালে পাঠায়। এরপর সেখান থেকে পরিবারের হাতে দেহ তুলে দেয় পুলিশ। ঠিক কি কারনে এই এই মৃত্যু তার হদিস এখনো পাওয়া যায়নি। তবে নিছক এটা খুন নাকি অন্য কিছু তার তদন্ত চালাচ্ছে পুলিশ।
তবে প্রশ্ন উঠছে একজন আইএনটিটিওসি সভাপতি বেরিয়েছিলেন ডিজে দেখতে, তিনি সেখান থেকে কিভাবে নিখোঁজ হলেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে তবে যাই হোক ঘটনার পুঙ্খানুপু তদন্ত করছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *