
*গণেশ পূজা বা গণেশ উৎসব শুরু হতে আর বেশি দেরি নেই,তার মধ্যেই গণেশ চতুর্থী উপলক্ষে কলকাতাবাসীর জন্য বড় চমক–, কলকাতার মানুষদের কথা ভেবে সঙ্গীত শিল্পী চয়নিকা নিজে গানটির গেয়ে ছেন লিখে ছেন ও শুর দিয়েছেন। গানটির মধ্যে দেখা যাবে কলকাতার কালারফুল মেন যাকে আমরা ও লাভলী বলে চিনি,সেই মদন মিত্র কে, এই প্রথমবার তিনি শিল্পী চয়নিকার সাথে হিন্দি গানে গোলা মেলালেন।
মুম্বাইয়ের শ্রেষ্ঠ উৎসব গণেশ চতুর্থী , সেই গণেশ চতুর্থ শুরু হতে চলেছে উনিশে সেপ্টেম্বর। এই অনুষ্ঠান 10 দিনব্যাপী চলে মুম্বাইয়ে, মুম্বাইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই এখন গণেশ পূজা হয়। এই প্রথমবার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য হিন্দিতে গনেশ পূজার গান পশ্চিমবঙ্গবাসীর কাছে উপহার দিতে চলেছে সংগীত শিল্পী চয়নিকা, গানটির কথা ও সুর দিয়েছেন তিনি নিজেই। এই গানটির হলো জয় গনেসা দেবা-নামে এই গানটির মধ্যে একটি সুন্দর স্টোরি আছে-। শোনা যাচ্ছে এই প্রথমবার গানটিতে পশ্চিমবঙ্গের কালারফুল ম্যান তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র কে হিন্দি গান গাইতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় শিল্পী চয়নিকার সাথে তাকে অভিনয় করতেও দেখা যাবে বাংলার ও লাভলী ম্যান কে। এক নতুন অবতার আপনারা তাকে দেখতে পাবেন গানটিতে। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে রিলিজ হতে চলেছে চয়নিকা স্টার ইউটিউব চ্যানেল থেকে চয়নিকার অন্যান্য গানের মতই এই গানটিও দর্শকদের মনে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে। গানটি প্রসঙ্গে নভি মুম্বাইয়ের উলবে শহরের শিবসেনা প্রধান গৌরব মাতরে কি বললেন শুনুন এর সাথে সাথে রেকর্ডিংয়ের সময় শিল্পী চয়নিকার বক্তব্য আপনাদের শোনাবো।
Leave a Reply