গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ঘিরে তোলপাড় এলাকা ঘটনা, বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম সমবায় সমিতর ঘটনা। ঘটনায় তোলপাড় এলাকা, সমবায় সমিতি কে ঘিরে বিক্ষোভ গোষ্ঠীর মহিলাদের ঘটনাস্থলে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়ার নাম করে লক্ষ্য লক্ষ্য টাকা প্রতারণার অভিযোগ সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। তবে ম্যানেজারের এই অভিযোগ অস্বীকার। সমবায় সমিতির গোষ্ঠীর লোন ছাড় ও ব্লেঙ্ক চেকে সই সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ কয়েক শতাধিক মহিলারা। কি কারনে এই ঘটনা কেনই বা বিক্ষোভ দেখালো সমবায় সমিতিতে? কি বলছেন সমবায় সমিতির ম্যানেজার শ্যামল দাস, চলুন বিস্তারিত শোনাবো আপনাদের।
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডু রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ঘিরে তোলপাড় এলাকা ঘটনা, বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম সমবায় সমিতর ঘটনা

Leave a Reply