অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

জয়পুর প্রিমিয়ার লিগ
Bangla circle news
অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,
অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ,

অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাস কাটিয়ে সমাপ্ত ঘটলো জয়পুর প্রিমিয়ার লিগ, এই খেলার সহযোগিতায় বনফুল ট্রি হাউস।
এই প্রথম বাঁকুড়ার জয়পুরে গত 23/05/2025 তারিখ থেকে ২৫/৫/২০২৫ পর্যন্ত জয়পুর হাই স্কুল মাঠে যে পি এল লীগ তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলছিল অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে সমাপ্ত ঘটল আজ,
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সকলকে গানে গানে মাতিয়ে দিতে উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাতো নামা শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। গতকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ খেলার বাধার সৃষ্টি করে কিন্তু শেষমেষ বাধা অতিক্রান্ত করে খেলা সমাপ্ত ঘটে নির্দিষ্ট দিনে।
তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম আর শান্ত শিষ্ট ক্রিকেটপ্রেমী দর্শকদের পরিবেশ বুঝিয়ে দিল জয়পুর আছে জয়পুরেই।
তাই জয়পুরের জয় হোক এই কথাটা আরেকবার মনে করিয়ে দিলাম সকলকে। আজকের এই খেলায় বিজয়ী হয়েছেন পাপু মাস্টার একাদশ অর্থাৎ পি এম একাদশ। বিজেতা হন HCA অর্থাৎ হেতিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই দুটি দলের হাতে বহুমূল্যবান চেক ও ট্রফি তুলে দেন জয়পুর ব্লকের আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী মুজিবর কাজী ও জয়পুর প্রিমিয়ার লিগ খেলার আসল উদ্যোক্তা যিনি এই খেলাটি স্পন্সর করেছেন বনফুল ট্রি হাউসের কর্ণধার নাসিম মল্লিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এই খেলার উদ্দেশ্য একটাই, স্মার্ট যুগে দাঁড়িয়ে অতি SMART হতে গিয়ে সকলে আজ মোবাইল মুখি। মাঠে খেলাধুলা ছেড়ে মন দিয়েছে মোবাইল গেমে। চলছে একাধিক গেম খেলা। আর সেই খেলাধুলা ত্যাগ করে মাঠোমুখি করার উদ্দেশ্যে এই খেলা বলেই জানান বিশিষ্ট সমাজসেবী নাসিম মল্লিক। আজকের এই খেলাকে নিয়ে কি বলছেন সকলের প্রিয় জি বাংলা সারেগামাপা খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক চলুন শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *