কংসাবতী ক্যানেলের লক গেট ভেঙে পড়ে গুরুতর যখন এক,তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে,অবস্থা আশঙ্কাজনক

Bangla circle news

কেনেল পোলের তোলার গর্ত দিয়ে জল নামা দেখতে গিয়ে কংসাবতী ক্যানেলের লক গেট ভেঙে পড়ে গুরুতর যখন এক। তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক।


ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের সুজারগড় গ্রামে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এখন এমনিতেই ক্যানেলে কোন জল নেই হঠাৎ কেনেলপোলের গত্ত দিয়ে জল বের হতে থাকে আর সেই জল বের হতে যাওয়া দেখতে যান ওই বছর ৪৫ এর ব্যক্তি ষষ্ঠী লোহার পিতা মোথুর লোহার সেই সময় কাধে ছিল গামছা সেই গামছাটা কোনক্রমে পড়ে যায় লকেটের নিচে আর সেই গামছা আনতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

লক গেটের একদিকের তার ছিড়ে পড়ে যায় গায়ের উপর জাপা পড়ে যান লকেটের নিচে, শব্দ শুনে ছুটে আছেন পাড়া-প্রতিবেশী উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে দ্রুত নিয়ে যাওয়া হয়, জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আর এই ঘটনা ঘটে যাওয়ার পরেই নড়েচড়ে বসলো কংসাবতী ক্যানেল কর্তৃপক্ষ, দ্রুত সাড়াইয়ের কাজ শুরু করে দেন সুজার গড় কংসাবতী ক্যানেল পোল লগ গেটের।

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কংসাবতী ক্যানেল সেচ দপ্তরের আধিকারিকরা এমনটাই জানান এলাকার মানুষ, তারা জানান এই দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া ব্যক্তির যাতে দ্রুত সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরতে পারে,প্রশাসন যাতে এই পরিবারটির পাশে দাঁড়ায় তার জন্য আহ্বান জানান,
কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা সুকুমার লোহার চলুন শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *