ফের মা মনসার গা থেকে গহনা চুরি,খোয়া গেল লক্ষ লক্ষ টাকার গহনা, বারবার চুরির ঘটনায় আতঙ্কে এলাকার মানুষ।

Bangla circle news

বোলপুরের মন্দিরে ফের দুঃসাহসিক চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকায়।।

বোলপুরের কালীমোহন পল্লীতে কয়েক দশকের বেশি পুরানো মনসা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
কারা চুরি করল কিভাবে বা হলো চুরি, তদন্তে পুলিশ।
জানা যায় স্থানীয় এলাকার মন্দিরের সেবাইত,সোমবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা। মায়ের গায়ে গহনা নেই একটিও, আর সেই দেখে মাথায় বাজ পড়ার মত অবস্তা মন্দিরের সেবায়েতের।


তড়িঘড়ি খবর দেন গ্রামবাসীদের, গ্রামবাসীরা দেখে তারাও হতভম্ব হয়ে যান, কিভাবে হল চুরি কারা করল এই নক কার জন্য কাজ।
জানা গিয়েছে মা মনসা ও তার সখীদের পরনে থাকা একাধিক সোনা ও রুপার গহনা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী । খোলা হয় না কোনদিনও, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। কয়েক মাস আগে বোলপুর সংলগ্ন একাধিক এলাকার মন্দিরে পরপর চুরির ঘটনা ঘটছিল। তারপর আবারো এইদিন এই মন্দিরের চুরির ঘটনা সামনে আসার পরই স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে বোলপুর থানায় এলাকায়।


চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলেই পুলিশ সূত্রে খবর।

বীরভূম বোলপুর থেকে কাজী আমীরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *