বাঁকুড়ার ওন্দা গ্রাম থেকে বিবাহ করতে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি বর ও বরযাত্রী বোঝায় বাস,আহত একাধিক।

Bangla circle news

এবার নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল বরযাত্রী বোঝাই বাস

অল্পের জন্য প্রাণে রক্ষা বড় ও বরযাতিরা।ডাইভারের অসুস্থতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো বরযাত্রী বোঝায় বেসরকারি টুরিস্ট বোঝায় বাস, প্রাণেরক্ষা বড় ও বরযাত্রীদের।

ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটির অমরকাননে।ঘটনায় গুরুতর যখন বরযাত্রী দের অনেকে, স্থানীয় প্রশাসন ও এলাকার মানুষের চেষ্টায় উদ্ধার আহতদের, নিয়ে যাওয়া হয় অমরকানন হাসপাতালে।স্থানীয় সূত্রে খবর বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নং জাতীয় সড়ক ধরে, রানীগঞ্জের দিকে আসছিল বরযাত্রী বোঝায় বেসরকারি বাসটি। সেই সময় অমরকানন কলেজ মোড় এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি, দুর্ঘটনার খবর শুনে ছুটে আসেন স্থানীয়রা,খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে আসেন এলাকায় আহতদের উদ্ধার করে অমরকানন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলেই খবর।তবে এই দুর্ঘটনার কবলে পড়া বিবাহ করতে যাওয়া বর তিনি গাড়ির ভিতরেই ছিলেন তিনি জানান খুব জোর তিনি ও ওনার পরিবার সকলে সুরক্ষিত আছেন এটাই ভগবানের কাছে খুব বড় পাওয়া।

তিনি জানান বাঁকুড়ার ওন্দা গ্রাম থেকে বিবাহ করতে যাচ্ছিলেন সেই সময় এই দুর্ঘটনা টি ঘটে। তিনি ওই বাসের ভেতরেই ছিলেন তিনি দেখেন বাসের ড্রাইভার আচমকায় অসুস্থ হয়ে পড়ে তারপরেই বাসটি মাঠে নেমে পাল্টি হয়ে যায়। ক্যামেরার সামনে তিনি ঠিক কি জানাচ্ছেন চলুন সোনাব আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *