মনে আছে মহাকুম্ভে ভাইরাল হওয়া মোনালিসা কে, তিনি এখন কি করছেন জানেন জানলে চমকে উঠবেন

Bangla circle news

মনে আছে? মহাকুম্ভে ভাইরাল হওয়া মোনালিসা কে, তিনি এখন কি করছেন জানেন?

যার বাদামি রঙের টানা টানা চোখের যাদুতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া তিনি এখন পৌরাণিক চলচ্চিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। সত্যিই কি তিনি অভিনয় করছেন?
এমনই ভাইরাল ভিডিও ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সমাজ মাধ্যম।
মোনালিসার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে চোখ ধাঁধানো ভিডিও, সেখানে দেখা যাচ্ছে গেরুয়া বসন পড়ে রামায়ণের চরিত্রে অভিনয় করতে।


মাথায় জড়ানো গেরুয়া রংয়ের ওড়না কপালে লাল কুমকুম এর টিপ চোখে টলটল করছে জল।
আগেই তো মহাকুম্ভে ভাইরাল হয়েছে মোনালিসা ভোঁসলে, ফের একবার ভাইরাল হলেন মোনালিসা ভোঁসলে, ধরা দিলেন নয়া অবতারে।।
সমাজ মাধ্যমে মোনালিসার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। রামায়ণ ধারাবাহিকের সীতার অপহরণ দৃশ্য সংলাপের সঙ্গে অভিনয় করছেন মোনালিসা। ভিডিও তার নতুন রূপটি মন জিতে নিয়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের।

তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিসিএন বাংলা।
২০২৫ সালের মহা কুম্ভ মেলা থেকে তিনি এখন পর্যন্ত খবরের শিরোনামে মোনালিসা।


কখনো সমাজ মাধ্যমে রিল পোস্ট করে থাকেন। কখনো বলিউডের গানে ঠোঁটে ঠোঁট মেলান কখনো আবার নাচের তালে, রিলস বানান ।একদিকে যেমন বাদামী রঙের চোখের জাদুতে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
ঠিক তেমনি অভিনয় জগতে পা রেখেছেন এই মোনালিসা, তবে আবারো ভাইরাল হওয়ার ভিডিও মোনালিসা instagram একাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটি এখন পর্যন্ত কুড়ি লক্ষ এরও বেশি দেখা হয়েছে প্রচুর মানুষ মোনালিসাকে নতুন ভূমিকায় দেখে চোখ ফেরাতেই পারছে না।।

দেখবেন নাকি সেই ভিডিও দেখুন তাহলে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *