জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে আজি জাপানের দক্ষিণ পশ্চিমাংশে ভূমিকম্প অনুভূত হয়েছে এই ঘটনাগিরি তুমুল আতঙ্ক এলাকায়।।

জাপানকে পৃথিবীর সব থেকে ভূমিকম্প প্রবল এলাকা বলে মনে করা হয় আর এই দেশ ফের একবার ভয়ংকর দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে।। তাহলে কি ভবিষ্যৎবাণী সফল হতে চলেছে, জাপানি বাবা ভাঙ্গার রিও তাৎসুকি ৫ ই জুলাই যে ভবিষ্যৎবাণী করেছে তার আগেই অর্থাৎ আজি ভূমিকম্প অনুভূত হলো জাপানে।

রীতিমতো এলাকাই আতঙ্ক ছড়িয়েছে। তিনি আগেই পূর্বভাস দিয়েছিলেন যে ফিলিপাইন ও জাপানের মধ্যবর্তী স্থলদেশে বিশাল ফাটল দেখা যাবে এবং এর ফলে সুনামির থেকেও ভয়ংকর বিপর্যয় নেমে আসবে।

যদিও আশ্চর্যের বিষয় হল এই ভবিষ্যৎবাণীর পরেই আজ অর্থাৎ চারি জুলাই টোকিও থেকে মাত্র বারোশো কিমি দক্ষিণ পশ্চিমে টোকাটা দ্বীপের সমুদ্র সৈকতে ৫.৫ মাত্রার ভূমিকম্পন অনুভূত হল।

কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে জাপানি বাবাভাঙ্গা রিও তাৎসুকির ভবিষ্যৎবাণীর আতঙ্ক ।

৫ই জুলাই মহা পলয় আসছে পৃথিবীতে। আর ৪ই জুলাই ভূমিকম্প, আর এই ভূমিকম্পের কারণে ভয়ে রয়েছেন এলাকার মানুষ।।

ভবিষ্যৎবাণী অল্প হলেও বাস্তবে রূপায়িত হয়েছে তাই মানুষের মধ্যে ভয় আরও চরমে ছড়িয়েছে।। তাহলে কি সত্যি সত্যি ভবিষ্যৎবাণীর কথা সত্যি হতে চলেছে না সম্পূর্ণ মনগড়া কথা তবে, তবে এই ঘটনার সত্যতা যাচাই করেনি বিসিএন বাংলা, তার জন্য দায়ী নয় আমরা।
কোন গুজব ছড়াবেন না কোন গুজবে কান দেবেন না।

Leave a Reply