রঞ্জিত কুন্ডু বাঁকুড়া:-

আবারো বাঁকুড়ার বিষ্ণুপুর দারকেশ্বর নদীতে জলে ডুবে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সুভাষপল্লীর ঘাট সংলগ্ন এলাকায়, আবারো নতুন করে সুভাষপল্লীর ঘাটে মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় চাঞ্চল্য এলাকাতে।

এই সুভাষপল্লীর ঘাটের তিন তিনটি ছাত্রের জলে ডুবে মৃত্যুর ঘটনা রেস কাটতে না কাটতে ফের আবার দুর্ঘটনা সুভাষপল্লীর ঘাট সংলগ্ন এলাকায়, আবারো জলে ডুবে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম হারাধন রায় বাড়ি বিষ্ণুপুর বেন্দাই গ্রামে বলেই সূত্রে খবর।
জানা যায় গতকাল থেকে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি অবশেষে আজ দুপুরবেলায় স্থানীয় মানুষজন নদীতে মাছ ধরতে যান সেই সময় নদীর ঘাটে এক ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখেন, সাথে সাথেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়,বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ময়নাতদন্ত জন্য নিয়ে যায়।

তবে স্থানীয় সূত্রে খবর ওই মৃত ব্যক্তি প্রায় দিনে বাড়ির বাইরে থাকতেন, ঠিক তেমনি গত কাল থেকে নিখোঁজ ছিলেন তিনি, আজ ওই ব্যক্তির দেহ ভেসে উঠলো দারকেশ্বর নদীর সুভাষপল্লীর ঘাটে,
তবে কি কারণে গতকাল থেকে নিখোঁজ ওই ব্যক্তি, কি কারতেই বা নদীতে এল, কিভাবেই বা মৃত্যু হল তা তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিস।
কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের।


Leave a Reply