জমিতে কাজ করতে গিয়ে ২৬ ফুট সাইজের অজগরের পেটে গেল এক কৃষক।

Bangla circle news

জমিতে কাজ করতে গিয়ে ২৬ ফুট সাইজের অজগরের পেটে গেল বছর ৬৫র এক কৃষক।


জানাযায় চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন তিনি আর বাড়ি ফেরেনি, অনেক খোঁজাখুঁজি শুরু করে এলাকায় শেষমেশ থানার দারস্ত হন বাড়ির লোক, নিখোঁজ ডায়রিও করা হয়। কিন্তু গত তিনদিন পেরিয়ে গেলেও খোজ মিল ছিল না কিছুতেই। অবশেষে খোঁজ পাওয়া গেল চাষের জমিতে।


দেখা যায় ২৬ ফুট সাইজের একটি অজগর সাপ খাবার খেয়ে শুয়ে রয়েছে, কোন রকমের নড়াচড়া করছে না ঘন্টার পর ঘন্টা ধরে,তখনই সন্দেহ হয় গ্রামবাসী থেকে পরিবারের লোককের। শেষমেষ ওই অজগরের পেট কেটে দেখেন তাদেরই নিখোঁজ থাকা কৃষক অজগরের পেটে।আর এই ঘটনা জানাজানি হতেই চারিদিকে হইহুল্লোড় শুরু হয়ে যায়, জড়ো হতে থাকেন গ্রামবাসীরা ।

দেখুন ভিডিও

এমনই ঘটনার সাক্ষী থাকলো ইন্দোনেশিয়ার দক্ষিণবুটন জেলার মানুষ।

জানাযায় স্থানীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান লাউডে রিসা ওয়াল জানিয়েছেন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বছর 63-65 বছরের ওই কৃষক রবিবার তাকে অজগরের পেট কেটে উদ্ধার করেন স্থানীয়রা।


এতদিন জানা যেত অজগর সাপ গরু বাছুর গিলে খেত। এবারে আস্ত একটা মানুষকে গিলে ফেলল অজগর সাপ। তবে ২০১৭ সালে ইন্দোনেশিয়াতে তুলাওয়াসির একটি গ্রামে 25 বছরের এক যুবককে গিলে ফেলেছিল ২৩ ফুটের অজগর তাকেও একইভাবে পেট কেটেই বার করতে হয়েছিল তার মৃতদেহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *