বাঙালী ইস্যুতে বিজেপি নেতাদের হুংকার তৃণমূল সভাপতির। ভিন রাজ্যে বিষ্ণুপুরের বাঙালীর উপর অত্যাচার হলে বিজেপির নেতাদের ঘর থেকে বেরোতে না দেওয়ার হুশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। অনুব্রত হতে যেও না কটাক্ষ বিজেপি সাংসদের।

বাঙালী ইস্যুতে বিজেপি নেতাদের হুশিয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির। ভারতবর্ষের কোন রাজ্যে বিষ্ণুপুরের কোন বাঙালীর উপর অত্যাচার হলে বিষ্ণুপুরের বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি পাশাপাশি বিজেপি নেতাদের জনজীবন বিপর্য্যস্ত করে দেওয়ার হুংকার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির। জয়পুরে ২১ জুলাই এর প্রস্তুতি সভা থেকে বিজেপি সাংসদ ও নেতাদের উদ্দেশ্যে এমন কড়া হুংকার দিলেন তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। তৃণমূল সভাপতির এই বক্তব্যকে পালটা কটাক্ষ করেছে বিজেপি।

একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালীর উপর আক্রমন করা হচ্ছে। এই অভিযোগ তুলে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। বুধবার বাঙলী ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথের পাশাপাশি জেলায় জেলায় বাঙালীর উপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল নেতৃত্ব। এবার বাঙলী ইস্যুতে একাধাপ এগিয়ে বিজেপি সাংসদ ও নেতাদের কড়া হুশিয়ারি তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের। বৃহঃস্পতিবার জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে ২১শে জুলাই এর প্রস্তুতি সভায় তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত বলেন, বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের হুশিয়ারি দিয়ে বলি আমার জেলা বিষ্ণুপুর,

স্পীচ সুব্রত দত্ত ( তৃণমূল সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা)
বাইট সুব্রত দত্ত ( তৃণমূল সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা)
বাইট সৌমিত্র খাঁ ( বিজেপি সাংসদ , বিষ্ণুপুর)

এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যেকোন জেলায় কাজ করতে গেলে তাদের উপর যদি অত্যাচার, অন্যায় অবিচার করা হয় তাহলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরাতে দেবো না, বিজেপি নেতাদের জনজীবন বিপর্য্যস্ত করে দেবো সাংগঠনিক ভাবে গনতান্ত্রিক ভাবে। এই হুংকারের পরেও নিজের বক্তব্য কে সমর্থন তৃণমূল সভাপতি সুব্রত দত্তের৷ তৃণমূল সভাপতির এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, তিনি বলেন অনুব্রত হওয়ার চেষ্টা করো না সামনের ১০ বছর ঝুলে যাবে। এসব হুমকি দিয়ে লাভ নেই।
Leave a Reply