জেলায় চলছে লাগাতার বৃষ্টি সাথে বজ্রপাত, আর বজ্রপাতে প্রাণ গেল একি জেলার ৭ জনের আহত হয়েছেন একাধিক। কোন জেলায় মৃত্যু মিছিল হল জানেন, দেখুন তাহলে বিস্তারিত।

ভয়ংকর পরিস্থিতি চলছে বাঁকুড়া জেলা জুড়ে, একদিকে চলছে প্রবল বৃষ্টি অন্যদিকে লাগাতার বজ্রপাত, আর যার জেলে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। সকাল থেকে একেবারেই গৃহবন্দী সাধারণ মানুষ,বাড়ি থেকে বের হলেই বিপদ, আর পেটের দায়ে কাজে বেরিয়ে, বজ্রাঘাতে প্রাণ গেল বাঁকুড়া জেলার সাত জনের।

কোতুলপুর জয়পুর পাত্রসায়ের ও ইন্দাস ওন্দা ব্লক সহ ৭ জন ব্যক্তির, আহত আরো অনেকে।
জেলায় সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি সাথে ঝোরো হাওয়া ও লাগাতার বজ্রপাত। আর সেই বজ্রপাতে প্রাণ গেল কোতুলপুর ব্লকের একজনের আহত আরো এক। মৃত ব্যক্তির নাম আসিয়া মোল্লা দুজনেরই বাড়ি কোতুলপুর ব্লকের খিরি গ্রামে।

আচমকায় বাজ পড়ে লুটিয়ে পড়ে দুজন তড়িঘড়ি স্থানীয় মানুষজন উদ্ধার করে নিয়ে যায় কোতুলপুর গ্রামীণ হাসপাতাল সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন। আর একজনের অবস্থা আশঙ্কাজনক।
এরপরেই আবারো জানা যায় পাত্রসায়ের ব্লকের কাঁটাবন গ্রামের যুবক জীবন ঘোষের।
অন্যদিকে জয়পুর ব্লকের মৃত্যু হল জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাইয়ের। গ্রাম খোরকাসুলি নাম উত্তম ভূঁইয়া বয়স ৩৫।

এছাড়াও
ইন্দাস থানার বাঙালচক গ্রামের এলাকার শেখ ইসমাইলের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো এক মহিলা।
ওন্দা ব্লকের ৩ ব্যক্তি মৃত্যু হয়েছে, এক মৃত ব্যক্তির নাম নারায়ণ সাওয়ার বাড়ি ওন্দা থানার কামারকাটা গ্রামের। আরো দুজনের বাড়ি ভাদুল ডাঙ্গা ও কল্যাণীতে
একই দিনে পরপর একাধিক ব্লকের গ্রামবাসীদের মৃত্যু প্রাকৃতিক বিপর্যয়ে। টনক নড়িয়ে দিয়েছে প্রশাসনের কান্নায় ভেঙে পড়েছে একাধিক ব্লকের গ্রামবাসীরা।
Leave a Reply