জ্যোতিষ শাস্ত্র নিয়ে লেখাপড়ার পর শংসাপত্র হাতে পেল দীবাকর।

ছোট বেলা থেকে জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা তারপর শুরু হয় জ্যোতিষ বিদ্যা নিয়ে লেখাপড়া। সম্প্রতি কলকাতায় KVIA সংস্থা থেকে জ্যোতিষ বিদ্যায় শংসাপত্র হাতে পান আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পাকরিগুরির যুবক দীবাকর ঘোষ৷

প্রতন্ত গ্রাম থেকে টোলিউডের তারকা অভিনেত্রীর হাত থেকে শংসাপত্র গ্রহনে অপ্লুত দীবাকর এবং তার পরিবার। দীবাকরের এই যাত্রা মোটেই সহজ ছিল না তার জন্য তাকে লেখাপড়া কররে হয়েছে রায়গঞ্জের KVIA সংস্থা থেকে বৈদিক জ্যোতিষ শাস্ত্র নিয়ে, সংখ্যা তত্ত্ব নিয়ে লেখাপড়া করেছেন ব্যারাকপুরের RIVA সংস্থা থেকে, এছাড়াও ট্যারট কার্ড রিডিং এবং কলকাতার ক্রাউন মেরিটেশান এন্ড হিলিং সেন্টারে রেইকি হিলিং শিখেছেন তিনি। জ্যোতিষ বিদ্যার শংসাপত্র হাতে নিয়ে কি জানিয়েছেন দীবাকর ঘোষ শুনুন বক্তব্য-
Leave a Reply