জ্ঞানেশ্বরী কান্ডের মত মাওবাদী হামলা উড়িষ্যায়, বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দিলো রেললাইন।

Bangla circle news

ভয়ংকর মাওবাদী হামলা জ্ঞানেশ্বরী কান্ডের মতো বিস্ফোরণে উড়ে দিল রেল লাইন।

উড়িষ্যার রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ,ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে।
মাওবাদী হামলার ঘটনায় বিস্ফোরণে উড়ে গেল রেল লাইনের স্লিপার, ঘটনাটি উড়িষ্যা ঝাড়খন্ড সীমানাবর্তী এলাকায় বলেই খবর। যেন জ্ঞানেশ্বরী কান্ডের ছায়া ফিরে এলো উড়িষ্যায়। উড়িষ্যার তোপাডিহিতে IED বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেললাইন ।


মৃত্যু হয়েছে এক রেল কর্মী বলেই খবর। গুরুতর আহত হয়েছেন আরো একজন। বিস্ফোরণের জেরে আপাতত ব্যাহত ট্রেন চলাচল। শহীদ সপ্তাহের মধ্যেই মাওবাদী হামলা আগস্ট বন্ধের দিনে মাওবাদী হামলা, আর সেই মাওবাদী হামলা ঠেকাতে ব্যর্থ হল পুলিশ। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে গেল চক্রধরপুর ডিভিশনের রাঙরা করমপাড়া রোডের রুটের রেললাইন।

মাওবাদী হামলার সময় ওই রুটে কোন ট্রেন না থাকায় বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই খবর। তবে প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন,মাওবাদীরা যদি ট্রেন চলাকালীন এই বিস্ফোরণ ঘটাতো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হত বুঝতেই পারছেন নিশ্চয়ই।
তবে ইতিমধ্যেই গোটা ঘটনার যৌথভাবে তদন্ত শুরু করেছে আরপিএফও উড়িষ্যা ঝাড়খন্ড পুলিশ। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি নিহতের পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

বেশ কয়েক মাস আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদীদের শীর্ষ নেতা বাসব রাজ ওরফে নাম্বালো কেশব রাওয়ের। সেই মৃত্যুর প্রতিবাদে আঠাশে জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত শহীদ সপ্তাহ পালন করছে মাওবাদীরা। এই শহীদ সপ্তাহের শেষ দিন অর্থাৎ ৩ আগস্ট বন্ধের ডাক দেয়। ঝাড়খন্ড বিহার উত্তর ছত্রিশগড় বাংলা ও অসমে এই বন পালন করার ডাক দেওয়া হয়। মাওবাদীদের সহিত সপ্তাহ উপলক্ষে হাই এলট জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে অনেক আগেই। তবে এবার এই হামলার পর নড়েচড়ে বসলো নিরাপত্তা বাহিনী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *