শ্রী রামকৃষ্ণ মিশন পরিচালিত শ্রী অন্নপূর্ণা মায়ের পূজা সাঁইথিয়া ব্লকের সংড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তেতুল ডিহি গ্রামে

জয়দেব দেবাংশী পাহাড়পুর
শ্রী রামকৃষ্ণ পরমহংস মিশন এর উদ্যোগে শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের পূজা ও অনুষ্ঠান আকাশে মাস ২০২৩ তে ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত আকাশে মাছ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা ও আরাধনা অনু ২৯ শে মার্চ মায়ের পূজাঅনু ২৯ শে মার্চ মায়ের পূজা বস্ত্রদানঅনু ২৯ শে মার্চ মায়ের পূজা বস্ত্রঅনু ২৯ শে মার্চ মায়ের পূজা বস্ত্রদান প্রসাদ বিতরণ বিকালে সংস্কৃতিক অনুষ্ঠান আমোদপুর সারদা পাঠ্য চক্রের মহিলা সদস্যদের দ্বারা গীতি আলেখ্য মা সারদা এরপর মালতি টুডুর পরিচালনায় লোকনৃত্য সন্ধ্যায় বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটক ৩০ শে মার্চ মা অন্নপূর্ণা দেবীর বিশেষ পূজা এবং কুমারী পূজা শ্রী রাম চন্দ্র জি পূজা অন্যকূট মহা ভোগ হোম এবং বেলা একটার পর হাজার হাজার নরমোনায়ন সেবা সন্ধায় ধুনুচি নিত্য ৩০ শে মার্চ মায়ের পূজা সন্ধ্যারতির পর প্রতিমা নিরঞ্জন ও পরে শান্তি জল গ্রহণ উক্ত চার দিন মহতি পূজা উৎসব ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর কলেজে প্রাক্তন অধ্যাপক সমাজসেবী নিশিত নাথ সেন হাওড়া থেকে আগত সমাজসেবী শচীন ভদ্র এছাড়াও অমর চন্দ্র কুন্ডু
মহাদেব দত্ত রাজেন দত্ত এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ কুমারী মারুপে পূজিত হলেন বারাসাতের সৌমি চক্রবর্তীর একমাত্র কন্যা মাধুর্যা চক্রবর্তী স্বামী ধর্মব্রতানন্দ মহারাজের নিষ্ঠা ভক্তির দ্বারা কুমারী পুজো দেখার জন্য ব্যাপক মানুষের সমাগম ঘটেছিল অন্যকূপ মহা উৎসব এক নতুন মাত্রায় যোগ করেছে উক্ত পূজা অনুষ্ঠানে সমগ্র উৎসব ও অনুষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করলেন স্বামী ধর্মব্রতানন্দ মহারাজ সহযোগিতায় ছিলেন স্বামী ত্যাগীব্রতানন্দ মহারাজ এছাড়াও আমোদপুর, লায়েকপুর, সাংরা, তেতুলডিহি গ্রামের মানুষজন ও তেতুলডিহি গ্রামের আদিবাসী মানুষেরা ভীষণভাবে সহযোগিতায় যুক্ত ছিল ।
Leave a Reply