বাংলা নববর্ষের প্রথম দিনেই ষাঁড়েশ্বর শিবের গাজন চলাকালীন শেষ দিনে ৪০৭ গাড়ি চালিয়ে দিল এক ব্যক্তির পায়ের উপর দিয়ে গাড়ির ধাক্কায় আহত দুই ব্যক্তি, আর এই ঘটনায় তোলপাড় এলাকা।
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ষাঁড়েশ্বর গাজন তোলা এলাকায়, জয়পুর ব্লকের জুজুর গ্রাম থেকে মেলা দেখতে গিয়ে পায়ের উপর দিয়ে ৪০৭ গাড়ি চালিয়ে দেয়ার অভিযোগ বিশ্বজিৎ বাউরীর। ঘটনাস্থলে পুলিশ, পুলিশ ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে। সূত্রের খবর ওই গাড়ির ড্রাইভার তিনি না চালিয়ে তার খালাসিকে গাড়ি চালাতে দেন খালাসী গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার গায়ে মেলা চলাকালীন এক ব্যক্তি আইসক্রিম বিক্রয় করছিল সাইফুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি বাড়ি বিষ্ণুপুর ব্লকের মরারে, সেই সময় ওই আইসক্রিম বিক্রেতা ও ক্রেতা বিশ্বজিৎ বাউরীর পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। কোনক্রমে প্রাণে বাঁচেন ওই দুই ব্যক্তি, তবে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের বিষ্ণুপুর মহকুমার ষাঁড়েশ্বরের গাজর মানে প্রাচীন ঐতিহ্যবাহী একটি মেলার মধ্যে অন্যতম।সেই মেলা প্রাঙ্গনে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। কেও কোনদিনই কল্পনাও করতে পারেনি দুর্ঘটনা ঘটবে। আর এই ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ষাঁড়েশ্বর এলাকা, পুলিশ সাথে সাথে জোড়হাত করে কাতর আর্জি জানিয়ে এলাকা নিয়ন্ত্রণ করে।তবে অবশ্য বিষ্ণুপুর থানার পুলিশ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তদন্ত করছে বলেই জানতে পারা যাচ্ছে। হসপিটাল সূত্রে খবর ওই দুই ব্যক্তি খুব জোরে বেঁচে গেলেন দুজনারি পায়ে অল্প চোট লেগেছে বলেই হসপিটাল সূত্রে খবর।
Leave a Reply