কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শোভার পাল্টা শোভা রাজ্যের পৌর মন্ত্রী ফিরহাদ হাকিমের বীরভূম জেলায় সিউড়িতে
কাজী আমীরুল–বীরভূম
সিউড়ির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বাংলা থেকে ৩৫টি সিট লোকসভায় পাওয়ার কথা বলেছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন উনি পশ্চিমবাংলায় এসে বলেছিলেন আগরবার ২০০ পার উনাকে বাংলা পগার পার করে দিয়েছিল । সিউড়িতে অমিত শাহ বলছেন এবার ৩৫ কিন্তু হবে ফিনিশ। তিনি আরো বলেন দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি কমার্স অফিসে যাচ্ছে তাই নতুন করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে তারা বাংলাতেও চেষ্টা করেছিল বাংলার মানুষ ফিরিয়ে দিয়েছে দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী সততার প্রতীক মানুষকে বিশ্বাস করাটা অন্যায় নয় বিশ্বাস ভাঙ্গা টাই অন্যায় তো যে মন্ত্রীরা অন্যায় করেছেন তাদের থেকে দল দূরে থাকবে । কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বঞ্চনার প্রতিবাদে সিউড়ি ইরিগেশন কলোনির ময়দানে জনসভা বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ।
Leave a Reply