হারিয়ে যাওয়া মুকুল,ফের বিজেপির পথে ? জল্পনা তুঙ্গে,

Bangla circle news

হারিয়ে যাওয়া মুকুল,ফের বিজেপির পথে ? জল্পনা তুঙ্গে,

নিজস্ব প্রতিনিধি:-
গতকাল থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান বাংলার চাণক্য বলা মুকুল রায়। হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান, শরীর অসুস্থ থাকা মুকুট রায়।আর সাথে সাথে মিসিং ডায়েরি করেন ছেলে শুভাংশু রায়। আচমকায় নিখোঁজ হতেই জল্পনা তুঙ্গে, মুকুল রায়ের ছেলের দাবি বাবা কে জোর করে দুজন ব্যক্তি নিয়ে গেছে,সেই জল্পনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে খোঁজ পাওয়া গেল মুকুল রায় গতকালকেই কলকাতা বিমানবন্দরের টিকিট কেটে দিল্লির পথে রওনা দেন। এদিকে ছেলে সুধাংশু রায়ের মিসিং ডায়েরি করার পর পুলিশ খোঁজখবর নিতে দেখা যায় সিসিটিভি ফুটে যে বিজেপি নেতার সাথে বিমানবন্দরে মুকুল রায় আর তাতেই শুরু হয়েছে জোর জল্পনা এতদিন যাকে বাংলার চাণক্য বলা হতো তৃণমূল ছেড়ে আসা বিজেপির টিকিটে জেতা বিধায়ক এর ২০২১ নির্বাচনে বিজেপির ভরাডুবি হওয়ার পর ফিরে যান পুরানো বাড়িতে সেখানে গিয়েও হা হতাশ বাংলার চাণক্য। শরীর খারাপের অজুহাতে বাড়িতে থাকতেন মুকুল রায়, খোঁজ খবরও কেউ নেয়নি অভিমানী মুকুল রায়ের, এমনটাই সূত্রের খবর। প্রত্যাবর্তনের পথে মুকুল, সেই জল্পনা উস্কে দেন বিজেপি নেতা অনুপম হাজরা। অনুপম হাজরার ফেসবুক পোস্ট কে ঘিরে বিতর্ক দানা বাঁধে। পরে চারিদিকে খোঁজ খবর ছড়িয়ে পড়তেই আজ দিল্লির বিমানবন্দরে খোঁজ পাওয়া গেল মুকুল রায়ের এখন দিল্লিতে রয়েছেন মুকুল রায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *