ভাঙ্গরে দাউ দাউ করে জ্বলছে লক্ষ লক্ষ নথি,দুর্নীতি ঢাকতে পুরানো হয়নি তো?
নিজস্ব প্রতিনিধি:-
ভাঙ্গরে পোড়ানো হচ্ছে দুর্নীতির নথি ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করল সিবিআই।
একের পর এক ট্যাংক ভর্তি করে নথিপত্র নিয়ে এসে আগুন ধরিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা সেই খবর পেয়ে ছুটে এলেন সিবিআই । ইতিমধ্যেই বহু নথি নষ্ট হয়ে গিয়েছে বলেই সূত্রে খবর। তবে কিভাবে এলো এত নথি কে নিয়ে এলো কারাই বানিয়ে ল ও কিসে করে নিয়ে এলো উঠছে নানান প্রশ্ন কারায় বা আগুন ধরিয়ে দিল। এসব নথিপত্র চাকরির দুর্নীতি কান্ডের নথি নয়তো এইসব উঠছে নানান প্রশ্ন। ইতিমধ্যে যে জমিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে নথি সেই জমির মালিকের তলব করল সিবিআই। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বলেছিলেন রাত্রে বেলায় একটি বাইরের বাস কলকাতা পুলিশ যান চলাচল বন্ধ করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে গিয়ে পৌঁছায় এবং নথিপত্র লোপাট করে চম্পট দেয় এরকমই অভিযোগ করেছিলেন। এবং তুইতো করেছিলেন শুভেন্দু অধিকারী আজ সেই বাসটাই লক্ষ্য করা গেল অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে। তবে সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনে অভিনব পদ্ধতিতে ভোট প্রচার করবেন অভিষেক ব্যানার্জি। তাই এই বাসটিকে নিয়ে আসা হয়েছে। যাকে এক কথায় রথ বলা চলে সেই রথে চেপে প্রচার করবেন বলেই সূত্রের খবর।
Leave a Reply