দুর্ঘটনায় মরণাপন্ন নাবালক যুবকের ইসিজির রিপোর্ট করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া জয়পুর হসপিটাল চত্বর,বিক্ষোভে মৃত যুবকের বাড়ির আত্মীয়রা।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Bangla circle news

BRIKING NEWS
দুর্ঘটনায় মরণাপন্ন নাবালক যুবকের ইসিজির রিপোর্ট করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া জয়পুর হসপিটাল চত্বর,বিক্ষোভে মৃত যুবকের বাড়ির আত্মীয়রা।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

গ্রামে পূজা চলাকালীন জয়পুর আসার পথে রাস্তার মাঝে দুর্ঘটনা কবলে বছর 16র এক নাবালক যুবক, স্থানীয় সূত্রে জানতে পারা যায় ওই যুবক সোজা গিয়ে গাছে ধাক্কা মারে সাথে সাথেই লুটিয়ে পড়েন মাটিতে, আহত যুবককে এলাকার স্থানীয় মানুষের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের লিয়েলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।খবর দেয়া হয় বাড়িতে বাড়ির লোকজন ও গ্রামের মানুষ জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আছে এবং সেখানেই জড়িয়ে পড়েন এলাকার মানুষজন জানা যায়, মৃত নাবালক যুবকের মৃত্যু নিশ্চিত করতে ডাক্তারবাবুরা ইসিজি লিখে দেন, সেই মতো হসপিটালের ভিতরে বেসরকারি ইসিজি সেন্টারে কর্তব্যরত এক ব্যক্তি ভিতরেই ছিলেন তিনি ইসিজি করার জন্য ৩০০ টাকা চেয়ে বসেন তা না হলে এসির রিপোর্ট দেয়া যাবে না আর তাতেই হবে ফেটে পড়েন নিচের পরিবার ও আত্মীয়রা সাথে সাথেই ঝামেলার সৃষ্টি হয়। তবে প্রশ্ন উঠছে একটি বেসরকারি ল্যাবের কর্মচারী তিনি কিভাবে হসপিটালের ভিতরে ব্যবসা করছে। যদি ব্যবসায়ী করবে মানবিকতার খাতিরে বাড়ির লোক আসা পর্যন্ত ওয়েট করা যেত না টাকা না পেলে কি ইসিজি করা যাবে না কবে মানবিক হয়ে উঠবে এই ইসিজি ল্যাবের মালিকেরা মানসিকতা বোধটুকুও টাকার লোভে হারিয়ে বসেছে। বলেই মনে করছেন এলাকার মানুষ। এলাকার মানুষ কেউ প্রশ্ন করছেন যেখানে সরকারিভাবে সুযোগ-সুবিধা নেই ইসিজি করার সেখানে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কে বেসরকারিকরণ করে দেয়াই ভালো, এখানে সরকারি হসপিটাল নাকি বেসরকারি তা বোঝার দুর্দায় এমনই অবস্থা, জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *